Ads Area

এক নজরে ভারতের গনপরিষদ | Constituent Assembly of India at a glance

Top Post Ad


1) ভারতের সংবিধান রচনা করেছিল ভারতীয় গণপরিষদ (Constituent Assembly)।

2) 1934 সালে মানবেন্দ্রনাথ রায় সর্ব প্রথম ভারতীয় সংবিধান রচনার জন্য একটি সংবিধান সভা গঠনের দাবি জানান।

3) 1935 সালে সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম পেশ করেন স্বরাজ্য দল।

4) 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয় ভারতীয় গণপরিষদ।

5) ভারতীয় গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া।

6) প্রথমে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389। পরে মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করায় সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 299 ।

7) গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভার দ্বারা নির্বাচিত হত।

8) 1946 সালে 9 ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন 207 জন সদস্য।

9) তৎকালীন কংগ্রেস সভাপতি জে.বি কৃপালিনী এর প্রস্তাবক্রমে বয়সজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিনহা’কে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়।

10) প্রথম অধিবেশন চলে 11 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত।

11) 1946 সালে 11 ডিসেম্বর ডঃ রাজেন্দ্র প্রসাদ কে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়। সহ-সভাপতি ছিলেন এইচ.সি. মুখার্জি এবং ভি.টি. কৃষ্ণমাচারি ।

12) 24 শে জানুয়ারি 1950 গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়‌।

13) গণপরিষদে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় 22 জুলাই 1947 সালে।

14) ভারতের জাতীয় পতাকার নকশা করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি অন্ধ্র প্রদেশের বাসিন্দা।

15) ভারতের জাতীয় সংগীত এবং জাতীয় স্তোত্র গৃহীত হয় 24 শে জানুয়ারি 1947 সালে।

16) ভারতের সংবিধান রচনার জন্য গঠিত হয়েছিল মোট 13 টি কমিটি।

17) খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর আম্বেদকর।

18) ভারতীয় সংবিধানের স্থপতি হলেন বি.আর আম্বেদকর।

19) সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন।

20) সংবিধান রচনা করতে মোট খরচ হয়েছে 64 লক্ষ ভারতীয় মুদ্রা।

21) গণপরিষদের স্থায়ী পরামর্শদাতা ছিলেন মানবেন্দ্রনাথ রায়।

22) গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়   26 শে নভেম্বর  1949 সালের।

23) ভারতের সংবিধান কার্যকর হয় 26 শে জানুয়ারি 1950 সাল।

24) গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় 395 টি ধারা, 22 ভাগ এবং 8 টি তপশিল ছিল। 

Also Read- Australian Open 2020 & 2021

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.