এখানে আপনি জানতে পারবেন রক্তের তিনটি প্রধান উপাদান — লোহিত রক্তকণিকা (RBC), শ্বেত রক্তকণিকা (WBC) এবং অনুচক্রিকা (প্লেটলেটস)-এর গঠন, কাজ, এবং আমাদের শরীরে এদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত। শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায় লেখা এই প্রবন্ধটি জীববিদ্যার গুরুত্বপূর্ণ একটি অংশ।
table of content (toc)
Learn about the three major components of blood — Red Blood Corpuscles (RBC), White Blood Corpuscles (WBC), and Platelets — their structure, functions, and roles in the human body. A helpful resource for biology students and competitive exam aspirants.
লোহিত রক্তকণিকা (Red Blood Corpusles or RBC):
- RBC অস্থিমজ্জায় তৈরী হয়। এই পদ্ধতিকে এরিথ্রোপয়েসিস বলে।
- RBC-এর ধ্বংসস্থল যকৃত RBC-এর গড় আয়ুকাল 120 দিন।
- মানুষের ক্ষেত্রে RBC পরিণত অবস্থায় গোলাকার দ্বি-অবতল এবং নিউক্লিয়াসবিহিন।
- O2 বহনকারী প্রোটিন রঞ্জক হিমোগ্লোবিন দ্বারা RBC পূর্ণ থাকে। প্রতি ঘন মিমি রক্তে RBC 50 লক্ষ থাকে।
- হিমোগ্লোবিনের দুটি অংশ: হিম লৌহঘটিত লালরঞ্জক ও গ্লোবিন প্রোটিন।
শ্বেত রক্তকণিকা (White Blood Corpusles or WBC/Leucocytes):
- প্রতি ঘন মি. মি. রক্তে WBC র সংখ্যা 5-10 হাজার।
- WBC র চলনকে ডায়াপিডেসিস (Diapedesis) বলে।
- WBC দুই প্রকার: দানাদার ও দানাবিহিন।
- মোট WBC-এর 70% নিউট্রোফিল। এর কাজ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করা।
- ইওসিনোফিলের পরিমান 1.5% এরা অ্যান্টিহিস্টামিন হিসাবে কাজ করে।
- বেসোফিলের পরিমাণ 1.5% এরা হিস্টামিন এবং রক্ত তঞ্চন প্রতিরোধী প্রোটিন হেপারিন উৎপাদন করে।
- মনোসাইট-এর পরিমাণ WBC-এর 4%। এর কাজ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা।
- WBC-এর 2% জল লিম্ফোসাইট। এটি দুই প্রকার T কোষ ও B কোষ। এর কাজ অ্যান্টিবডি উৎপন্ন করা। এটি সবচেয়ে ছোটো রক্ত কণিকা হিসাবে পরিচিত।
অনুচক্রিকা (Platolets):
- প্রতি ঘন মি. মি. রক্তে 250,000 অণুচক্রিকা থাকে।
- এটি নিউক্লিয়াসবিহিন।
- এটি উৎপাদন হয় বিশেষ অস্থিমজ্জা কোষ মেগাক্যারিওট থেকে।
- এদের আয়ুষ্কাল 5-9 দিন এবং এটি প্লীহাতে ধ্বংস হয়।