GST সম্পর্কিত সমস্ত ধরনের প্রশ্ন উত্তর | All types of questions answers related to GST

GST questions answers in Bengali

 আজকের অলোচ্য বিষয় GST সম্পর্কিত সমস্ত ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের নোটসটি তৈরি করা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "All types of questions & Answers related to GST in Bengali" সম্পর্কে  আলোচনা করা হল।

বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয়  এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)

প্রশ্ন: GST এর পুরো নাম কি?

উত্তর : Goods and Service Tax


প্রশ্ন : নিম্নলিখিত এর মধ্যে কোন দেশটি প্রথম GST চালু করে?

উত্তর : ফ্রান্স


প্রশ্ন : বর্তমানে কতগুলি দেশে GST চালু আছে?

উত্তর : 160


প্রশ্ন : ভারতীয় GST সক্রিয় ভাবে চালু হয়েছে 2017 সালের 1লা জুলাই। ভারত কোন দেশের GST মডেলটি গ্রহণ করেছে?

উত্তর : কানাডা


প্রশ্ন : The Central board of Excise and Customs কোন দিনটিকে ভারতে GST দিবস ঘোষণা করল?

উত্তর : 1 জুলাই


প্রশ্ন : GST act কবে পাস হয়?

উত্তর : 28 জুন 1999


প্রশ্ন : GST বিল লোকসভায় কবে পাস হয়?

উত্তর : 3 আগস্ট 2016


প্রশ্ন : GST বিল রাজ্যসভায় কবে পাস হয়?

উত্তর : 8 আগস্ট 2016


প্রশ্ন : রাষ্ট্রপতি কবে GST বিলটিকে অনুমোদন দিয়েছে?

উত্তর : 8 সেপ্টেম্বর 2016


প্রশ্ন : ভারতের কোন রাজ্য প্রথম GST বিলটি সমর্থন করে?

উত্তর : আসাম


প্রশ্ন : আসামের আইন সভা কবে GST বিলটি সমর্থন করে?

উত্তর : 12 আগস্ট 2016


প্রশ্ন : কত নং সংবিধান সংশোধনী বিলে GST বিল পাস হয়?

উত্তর : 122


প্রশ্ন : GST বিল যখন ভারতীয় পার্লামেন্টে পাস হয় তখন অর্থমন্ত্রী কে ছিলেন?

উত্তর : অরুণ জেটলি


প্রশ্ন : ভারতীয় সংবিধানের কোন ধারায় GST বর্ণিত আছে?

উত্তর : 101


প্রশ্ন : GST Council কোন অনুচ্ছেদে দ্বারা স্থাপিত হয়?

উত্তর : 279A


প্রশ্ন : GST COUNCIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : নিউ দিল্লি



প্রশ্ন : GST Council এর চেয়ারম্যান কে?

উত্তর : অর্থমন্ত্রী


প্রশ্ন : GSTN কোন ধারায় বর্ণিত আছে ?

উত্তর : COMPANIES ACT, 2013


প্রশ্ন : GSTN এ কত শতাংশ কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর আরোপ করে?

উত্তর : 49%


প্রশ্ন : ভারতের GST মডেল অনুযায়ী কত গুলি করের হার আছে?

উত্তর : 4টি


প্রশ্ন : GST থেকে কোন ট্যাক্স তুলে নেওয়া হয়েছে?

উত্তর : সার্ভিস ট্যাক্স


প্রশ্ন : GST কোন ধরনের কর?

উত্তর : অপ্রত্যক্ষ কর


প্রশ্ন : নিম্নলিখিত দেশ গুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি GST tax slab আছে?

উত্তর : ভারত


প্রশ্ন : কোন বছরে ভারতে প্রথম GST আসে?

উত্তর : 2000


প্রশ্ন : নিম্নলিখিত দেশ গুলির মধ্যে কোনটি GST TAX SLAB এর দিক থেকেই দ্বিতীয় স্থানে রয়েছে?

উত্তর : নেদারল্যান্ডস


প্রশ্ন: HSN code এর পুরো নাম কি?

উত্তর : Harmonized System of Nomenclature


প্রশ্ন : GST council কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছে?

উত্তর : 33


প্রশ্ন : ফ্রান্সে কত GST সালে চালু হয়?

উত্তর : 1954

মক টেস্ট -এ অংশ গ্রহণ করে প্রস্তুতি যাচাই করুন।

গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্রের নাম এবং তাদের ব্যবহার

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad