Dear Students,
আজকের অলোচ্য বিষয় প্রাচীন ভারতের উল্লেখযোগ্য জ্যোতির্বিদদের অবদান সংক্রান্ত তথ্যাবলি আলোচনা করা হয়েছে।
প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যার ইতিহাসে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত ও ভাস্করাচার্য ছিলেন যুগান্তকারী বিজ্ঞানী। এই ব্লগে তাদের আবিষ্কার, গণিত ও জ্যোতির্বিজ্ঞানে অবদান এবং আধুনিক বিজ্ঞানের ওপর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ছাত্রছাত্রী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অতি উপযোগী।
এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন Competitive Exams -এ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, শ্রীপতি, মাধব" সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হল।
বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন।
১) আর্যভট্ট
সময়কাল : ৪৭৬ ৫৫০ খ্রিস্টাব্দ
যে যন্ত্র ব্যবহার করতেন:
- চক্র যন্ত্র (Disk Instrument),
 - গোলা যন্ত্র (Spherical Instrument)
 
অবদান:
- তিনি প্রাচীন ভারতের বিখ্যাত গণিতবিদ ছিলেন।
 - ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম তাঁর নামে 'আর্যভট্ট' রাখা হয়।
 - তিনি সূর্যসিদ্ধান্ত গ্রন্থ রচনা করেছিলেন।
 - তিনি দশমিক পদ্ধতির ব্যবহার করেছিলেন।
 - আধুনিক ত্রিকোণমিতির সূত্রপাত তাঁর হাত ধরেই হয়েছিল।
 - তিনি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের হিন্দু পৌরাণিক ধারণার পরিবর্তে বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করেছিলেন।
 - তিনি পাই এর মান নির্ণয় করেছিলেন এক অভিনব উপায়ে।
 
২) বরাহমিহির
সময়কাল: ৫০৫-৫৮৭খ্রিস্টাব্দ
যে যন্ত্র ব্যবহার করতেন:
- চক্র যন্ত্র (Ring Instrument)
 
অবদান:
- তিনি প্রাচীন ভারতের গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক দার্শনিক, গণিতজ্ঞ ও কবি ছিলেন।
 - পঞ্চসিদ্ধান্তিকা, 'বৃহৎ সংহিতা', 'বৃহৎ জাতক' প্রভৃতি গ্রন্থ রচনা করেছিলেন।
 - তাঁকে আধুনিক ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর জনক বলা হয়।
 - তাঁর রচিত গ্রন্থে ষষ্ঠ শতকের ভারতবর্ষের একটি বিস্তারিত বর্ণনা পাওয়া যায়।
 - তিনি গুপ্ত রাজা বিক্রমাদিত্যের সভায় নবরত্নের এক অন্যতম রত্ন ছিলেন।
 - তিনি ভারতীয় পঞ্জিকার অন্যতম সংস্কারক ছিলেন।
 
৩) ব্রহ্মগুপ্ত
সময়কাল: ৬৬৫-৫৯৮ খ্রিস্টপূর্ব
যে যন্ত্র ব্যবহার করতেন:
- গোলা যন্ত্র (Sphecial Instrument),
 - ভাঙন যন্ত্র (Ring Instrument),
 - চক্র যন্ত্র (Disk Instrument),
 - ধনু যন্ত্র (Bow & Arrow Instrument),
 - ঘাটি যন্ত্র (Time Vessel),
 - সকট যন্ত্র (Two pivoted Sticks),
 - কাটারি যন্ত্র (Scizzor Instrument),
 - শলাকা যন্ত্র (Needlc Instrument),
 - যষ্ঠি যন্ত্র (Stick Instrument)
 
অবদান:
- তিনি ভারতের উল্লেখযোগ্য জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন।
 - ব্রহ্মাস্ফুট সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা ছিলেন।
 - চতুর্ভুজের ক্ষেত্রফল, ডায়োফ্যান্টাইন সমীকরণের সহজ সমাধান করেছিলেন।
 
৪) ভাস্করাচার্য
সময়কাল: ১১১৪-১১৮৫ খ্রিস্টাব্দ
যে যন্ত্র ব্যবহার করতেন:
- চক যন্ত্র (Disk Instrument),
 - চরা যন্ত্র (Semicircular disk Instrument),
 - যষ্টি যন্ত্র (Stick Instrument),
 - গোলা যন্ত্র (Spherical Instrument)
 
অবদান:
- তিনি একজন ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন।
 - তিনি ভারতের বিজাপুরে (বর্তমান কর্ণটিক) জন্মগ্রহণ করেছিলেন।
 - তিনি 'সিদ্ধান্ত শিরোমণি', 'লীলাবতী', 'কারণ-কুতুহল' প্রভৃতি গ্রন্থ রচনা করেছিলেন।
 - তিনি দেবনাগরী বর্ণদ্বারা কোনো অজ্ঞাত রাশিকে চিহ্নিত করার কথা বলেছিলেন।
 - সমকোণী ত্রিভুজ আর সুষম বহুভুজ নিয়ে এ-এর মান বের করেছিলেন।
 - কোনো যন্ত্র ছাড়াই ৩৮৪টি বাহুর একবহুভুজের পরিকল্পনা করেছিলেন।
 - গ্রহের তাৎক্ষণিক গতি পরিমাপ করেছিলেন।
 - এক সেকেন্ড সময়কে তিনি ৩৪ হাজার ভাগে ভাগ করেছিলেন। নাম দিয়েছিলেন 'ত্রুটি'।
 
৫) মাধব
সময়কাল: ১৩৪০-১৪২৫ খ্রিস্টাব্দ
অবদান:
- তিনি ভারতের উল্লেখযোগ্য গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন।
 - তিনি কেরলের সঙ্গমাগ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
 - তিনি 'কেরল স্কুল অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড ম্যাথমেটিক্স'-এর প্রতিষ্ঠাতা।
 
৬) লাল্লা
সময়কাল: অষ্টম শতক
যে যন্ত্র ব্যবহার করতেন: শলাকা যন্ত্র (Needle Instrument)
অবদান:
- তিনি ভারতের উল্লেখযোগ্য গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ ছিলেন।
 - তাঁর লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল 'সিসায়া-ধি-ভারধিদা-তন্ত্র'।
 - তিনি গ্রহ ও নক্ষত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থান, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ, চাঁদের সিজিগি অবস্থান প্রভৃতি পর্যবেক্ষণ করেছিলেন।
 
৭) শ্রীপতি
সময়কাল: ১০১৯-১০৬৬ খ্রিস্টাব্দ
যে যন্ত্র ব্যবহার করতেন: শলাকা যন্ত্র (Needle Instrument)
অবদান:
- তিনি ভারতের উল্লেখযোগ্য জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন।
 - তিনি 'জ্যোতিষরত্নমালা', 'ধ্রুবমানস', 'সিদ্ধান্তশেখর', 'ধিকোতিদাকারানা' প্রভৃতি গ্রন্থের রচয়িতা।
 - তাঁকে একাদশ শতকের সফল ভারতীয় গণিতবিদ ভাবা হয়।
 - তিনি গ্রহের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থান নির্ণয় প্রণালী, গ্রহাদির সংক্রমণকাল সংক্রান্ত সমস্যার সমাধান করেছেন।
 
৮) গণেশ দয়ান্য
সময়কাল: ১৫০৭ খ্রিস্টাব্দ
যে যন্ত্র ব্যবহার করতেন: জালানালিকা যন্ত্র (Star positioning Instrument)
অবদান:
- তিনি একজন ভারতীয় জ্যোতির্বিদ ছিলেন।
 - তিনি 'গ্রহলাঘব', 'সুধীরঞ্জিনি', 'তারযানিযন্ত্রম' গ্রন্থ রচনা করেছেন।
 
৯) ফতেউল্লাহ সিরাজি
সময়কাল: ১৫৮২ খ্রিস্টাব্দ।
অবদান:
- তিনি পার্সিয়ান-ভারতীয় জ্যোতির্বিদ, গণিতজ্ঞ, দার্শনিক ও শিল্পী ছিলেন।
 - তিনি মুঘল সম্রাট আকবরের রাজসভায় দীর্ঘদিন কাজ করেছিলেন।
 - তিনি ভলিগান, গান ব্যারেলস, হ্যান্ড ক্যানন প্রভৃতি যন্ত্র আবিষ্কার করেছিলেন।
 
আরও জানুন -> চোখের বিভিন্ন ত্রুটি বা রোগ

