Dear Students,
আজকের অলোচ্য বিষয় গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্রের নাম এবং তাদের কি কাজে ব্যবহার হয় সেই সম্পর্কে খুব সুন্দরভাবে ছকের সাহায্যে তৈরি করা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন Competitive Exams -এ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "Names of various important instruments and their uses" সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
যন্ত্রের নাম | কি কাজে ব্যবহার হয়? |
---|---|
Anemometer | বায়ুপ্রবাহের গতিবেগ |
Anemograph | স্বতঃস্ফূর্তভাবে বায়ুপ্রবাহের গতিবেগ ও দিক |
Barometer | বায়ুর চাপ |
Chronometer | একপ্রকার ঘড়ি বা গ্রিনিচের সময় জ্ঞাপন করে |
Hygrometer | বায়ুর আপেক্ষিক আদ্রতা |
Black bulb thermometer | রৌদ্রের তাপমাত্রা |
Geodimeter | ভূপৃষ্ঠে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দূরত্ব মাপা হয় |
Sextant | কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় |
Windvane | বায়ু প্রবাহের দিক |
Theodolite | জরিপের কাজে উচ্চতা বা কৌণিক দূরত্ব মাপা হয় |
Thermometer | তাপমাত্রা পরিমাপ করা হয় |
Raingauge | বৃষ্টি মাপক যন্ত্র |
Pantograph | মানচিত্র ছোট বা বড় করা যন্ত্র |
Lysimeter | মাটির মধ্যে জলের অনুস্রবনের হার |
Currentometre | নদীর জলের স্রোত মাপা হয় |
Theodolite | জরিপের কাজে উচ্চতা বা কৌণিক দূরত্ব মাপা হয় |
Tellurometre | জরিপের কাজে ব্যবহৃত হয় |
Reversing Thermometer | গভীর সমুদ্রে তাপমাত্রা মাপা হয় |
Petrographic Microscope | শিলা পরীক্ষা করা হয় |
Nephoscope | মেঘের গতিবেগ ও তার সঞ্চারের দিক |
Opisometer | মানচিত্রে নদী, রাস্তা ইত্যাদির দৈর্ঘ্য মাপার জন্য |
Evaporimeter | বাষ্পীভবনের হার মাপা হয় |
Campbell Stokes Recorder | নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা সময় ধরে উজ্জ্বল দিবালোক থাকে |
Actinometer | সৌর শক্তির বিকিরণ |
Altimeter | উচ্চতা মাপার যন্ত্র |