আজকের অলোচ্য বিষয় বিভিন্ন দেশ ও মহাদেশের প্রধান প্রধান তৃণভূমির নাম
  সম্পর্কে আজকের নোটসটি খুব সুন্দরভাবে ছকের সাহায্যে  তৈরি করা হয়েছে। এখানে
  সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই
  গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার
  সম্ভাবনা খুব বেশি। নিম্নে "Names of major grasslands of different countries
  and continents" সম্পর্কে  আলোচনা করা হল।
বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন।
| তৃণভূমির নাম | অবস্থান | 
|---|---|
| পম্পাস | আর্জেন্টিনা ও উরুগুয়ে | 
| ল্যানোস | ভেনুজুয়েলা | 
| স্তেপ | উত্তর এশিয়া ও ইউরোপ | 
| ডাউনস | অস্ট্রেলিয়া | 
| তৈগা | এশিয়া ও ইউরোপ | 
| সাভানা | অস্ট্রেলিয়া ও আফ্রিকা | 
| প্রেইরি | উত্তর আমেরিকা | 
| ক্যান্টারবেরি | নিউজিল্যান্ড | 
| পুস্ট্রাজ | হাঙ্গেরি | 
| সেলভা | দক্ষিণ আমেরিকা | 

