বাতাপির চালুক্য বংশ
বাতাপি বা বাদামির চালুক্য রাজবংশ (Calukya Dynasty) দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধশালী রাজবংশ। ষষ্ঠ শতাব্দী থেকে অষ্টম শতাব্দীর মধ্যে এই রাজবংশ বাতাপি (বর্তমান বাদামি, কর্ণাটক) অঞ্চল শাসন করে। চালুক্য রাজারা তাদের প্রশাসনিক দক্ষতা, সামরিক বিজয় ও স্থাপত্য নিদর্শনের জন্য বিশেষভাবে পরিচিত। তারা বহু মন্দির ও গুহা নির্মাণ করেছেন, যেমন বাদামির গুহামন্দির, যা আজও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এই রাজবংশ সংস্কৃতি, ভাষা ও কাব্যচর্চায় বিশেষ অবদান রেখেছে।
এখানে আপনি জানতে পারবেন বাতাপি চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা, শাসকগণের নাম, প্রশাসনিক ব্যবস্থা, যুদ্ধ ইতিহাস ও তাদের নির্মিত বিখ্যাত স্থাপত্যকলা সম্পর্কে বিস্তারিত। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক বিষয়।
চালুক্য বংশের প্রথম রাজা ছিলেন জয়সিংহ। বাতাপি বা বাদামির চালুক্য যারা পশ্চিমি চালুক্য নামেও পরিচিত, তার থেকে বেঙ্গির ও কল্যানীর চালুক্য রাজবংশের উদ্ভব হয়।
প্রথম পুলকেশী (আনুমানিক ৫৩৫-৫৬৬ খ্রিস্টাব্দ)
➤ তাঁর আমলে প্রকৃত অর্থে স্বাধীন চালুক্য শাসনের সূচনা হয়।
➤ তাঁর আমলে চালুক্যদের রাজধানী আইহোল থেকে বাদামি বা বাতাপিতে স্থানান্তরিত হয়।
➤ তিনি আইহোল, বাদামি ও পত্তাদকাল অঞ্চলে বহু হিন্দু মন্দির নির্মাণ করেন।
➤ তিনি ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী ছিলেন।
প্রথম কীর্তিবর্মন (৫৬৬-৫৯৭ খ্রিস্টাব্দ)
➤ তিনি বেলারি ভেলকে নল এবং বনভাসি কদম্বদের পরাজিত করেন।
➤ তিনি মৌর্যদের পরাজিত করে বিহার ও বাংলাদেশ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন।
➤ দক্ষিণ ভারতে তিনি চোল, পাণ্ড্য প্রভৃতি তামিল রাজ্যগুলি জয় করেন।
➤ তিনি মুক্তেশ্বর মন্দির নির্মাণ করেন।
➤ তাঁর উপাধি ছিল ‘পুররাগ পরাক্র’।
মঙ্গলেশ (৫৯৭-৬১০ খ্রিস্টাব্দ)
➤ তিনি গুজরাট, খান্দেশ ও মালব জয় করেন।
➤ তিনি কলচুরি শক্তিকে পরাস্ত করে মধ্য ও উত্তর মহারাষ্ট্র দখল করেন।
➤ তাঁর উপাধি ছিল ‘রাণাবিক্রান্ত’, ‘পৃথিবী-বল্লভ'।
➤ তিনি বাতাপির বিষ্ণুমন্দির নির্মাণ করেন।
দ্বিতীয় পুলকেশী (৬১০-৬৪২ খ্রিস্টাব্দ)
➤ এই বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি।
➤ তিনি বল্লভ, পৃথিবী বল্লভ, পরমেশ্বর পরম ভগবৎ, সত্যাশ্রয় নামে পরিচিত ছিলেন।
➤ তিনি হর্ষবর্ধন ও প্রথম নরসিংহ বর্মনকে পরাস্ত করেন।
➤ চৈনিক পরিব্রাজক ৬৪১ খ্রীস্টাব্দে হিউয়েন সাঙ তাঁর রাজ্য পরিভ্রমণ করেন।
➤ পারস্য সম্রাট দ্বিতীয় খসরুর সঙ্গে তাঁর মৈত্রীর সম্পর্ক ছিল।
➤ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির আইহোল প্রশস্তি থেকে তাঁর ইতিহাস জানা যায়।
➤ পল্লবরাজ প্রথম নরসিংহবর্মন পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে দ্বিতীয় পুলকেশীকে হত্যা করেন।
প্রথম বিক্রমাদিত্য (৬৫৫-৬৮০ খ্রিস্টাব্দ)
➤ তিনি পল্লবদের বিতাড়িত করে রাজধানী কাঞ্চি দখল করেন।
➤ তিনি চোল, পান্ড্য ও কেরলদের বশ্যতা স্বীকারে বাধ্য করেন।
➤ তাঁর উপাধি ছিল ‘তরাইরাজ’, ‘রাজমল্ল’, ‘বিরুসত্তাশ্রয়’।
বিনয়াদিত্য (৬৮০-৬৯৬ খ্রিস্টাব্দ)
➤ তিনি পল্লব, মালব, কলচুরি, চোল, অলুপ, গঙ্গ প্রভৃতি রাজাদের পরাস্ত করেন।
➤ তাঁকে বলা হল ‘পলিভঞ্জ'।
বিজয়াদিত্য (৬৯৬-৭৩৩ খ্রিস্টাব্দ)
➤ তিনি কাঞ্চি আক্রমণ করে পল্লবরাজার দ্বিতীয় পরমেশ্বর বর্মনকে পরাস্ত করেন।
➤ বিজাপুরের বিজয়নেশ্বর শিবমন্দিরটি নির্মাণ করেন।
➤ তাঁর সময়ে জৈন ধর্মের বিকাশ ঘটে।
➤ তিনি সঙ্গমেশ্বর মন্দির নির্মাণ করেন।
দ্বিতীয় বিক্রমাদিত্য (৭৩৩-৭৪৬ খ্রিস্টাব্দ)
➤ তিনি ছিলেন বাতাপির শেষ শ্রেষ্ঠ চালুক্য রাজা।
খ্রিস্টাব্দ
➤ তিনি চোল, পাণ্ড, কেরল, কলব্রজদের পরাস্ত করেন।
➤ তাঁর আমলে ভারতের সর্বপ্রথম পার্সি উপনিবেশ গড়ে ওঠে।
➤ তিনি বিরুপাক্ষ মন্দির, আইহোলের বিষ্ণুমন্দির নির্মাণ করেন।
দ্বিতীয় কীৰ্তিবর্মন (৭৪৬-৭৫৩ খ্রিস্টাব্দ)
➤ তাঁর আসল নাম ছিল রাজাপ্পা।
➤ তাঁর আমলে দাক্ষিণাত্যে রেশম শিল্পরীতির উদ্ভাবন ও উন্নতি হয়।
➤ তাঁর উপাধি ছিল “বীরদাসত্তাশ্রয়”।
➤ রাষ্ট্রকূট বংশের দন্তিদূর্গ দ্বিতীয় কীৰ্তিবর্মনকে পরাজিত করলে বাতাপির চালুক্য বংশের পতন ঘটে।
Also Read>>