বাতাপির চালুক্য বংশ
চালুক্য বংশের প্রথম রাজা ছিলেন জয়সিংহ। বাতাপি বা বাদামির চালুক্য যারা পশ্চিমি চালুক্য নামেও পরিচিত, তার থেকে বেঙ্গির ও কল্যানীর চালুক্য রাজবংশের উদ্ভব হয়।
Table Of Content (toc)
প্রথম পুলকেশী (আনুমানিক ৫৩৫-৫৬৬ খ্রিস্টাব্দ)
➤ তাঁর আমলে প্রকৃত অর্থে স্বাধীন চালুক্য শাসনের সূচনা হয়।
➤ তাঁর আমলে চালুক্যদের রাজধানী আইহোল থেকে বাদামি বা বাতাপিতে স্থানান্তরিত হয়।
➤ তিনি আইহোল, বাদামি ও পত্তাদকাল অঞ্চলে বহু হিন্দু মন্দির নির্মাণ করেন।
➤ তিনি ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী ছিলেন।
প্রথম কীর্তিবর্মন (৫৬৬-৫৯৭ খ্রিস্টাব্দ)
➤ তিনি বেলারি ভেলকে নল এবং বনভাসি কদম্বদের পরাজিত করেন।
➤ তিনি মৌর্যদের পরাজিত করে বিহার ও বাংলাদেশ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন।
➤ দক্ষিণ ভারতে তিনি চোল, পাণ্ড্য প্রভৃতি তামিল রাজ্যগুলি জয় করেন।
➤ তিনি মুক্তেশ্বর মন্দির নির্মাণ করেন।
➤ তাঁর উপাধি ছিল ‘পুররাগ পরাক্র’।
মঙ্গলেশ (৫৯৭-৬১০ খ্রিস্টাব্দ)
➤ তিনি গুজরাট, খান্দেশ ও মালব জয় করেন।
➤ তিনি কলচুরি শক্তিকে পরাস্ত করে মধ্য ও উত্তর মহারাষ্ট্র দখল করেন।
➤ তাঁর উপাধি ছিল ‘রাণাবিক্রান্ত’, ‘পৃথিবী-বল্লভ'।
➤ তিনি বাতাপির বিষ্ণুমন্দির নির্মাণ করেন।
দ্বিতীয় পুলকেশী (৬১০-৬৪২ খ্রিস্টাব্দ)
➤ এই বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি।
➤ তিনি বল্লভ, পৃথিবী বল্লভ, পরমেশ্বর পরম ভগবৎ, সত্যাশ্রয় নামে পরিচিত ছিলেন।
➤ তিনি হর্ষবর্ধন ও প্রথম নরসিংহ বর্মনকে পরাস্ত করেন।
➤ চৈনিক পরিব্রাজক ৬৪১ খ্রীস্টাব্দে হিউয়েন সাঙ তাঁর রাজ্য পরিভ্রমণ করেন।
➤ পারস্য সম্রাট দ্বিতীয় খসরুর সঙ্গে তাঁর মৈত্রীর সম্পর্ক ছিল।
➤ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির আইহোল প্রশস্তি থেকে তাঁর ইতিহাস জানা যায়।
➤ পল্লবরাজ প্রথম নরসিংহবর্মন পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে দ্বিতীয় পুলকেশীকে হত্যা করেন।
প্রথম বিক্রমাদিত্য (৬৫৫-৬৮০ খ্রিস্টাব্দ)
➤ তিনি পল্লবদের বিতাড়িত করে রাজধানী কাঞ্চি দখল করেন।
➤ তিনি চোল, পান্ড্য ও কেরলদের বশ্যতা স্বীকারে বাধ্য করেন।
➤ তাঁর উপাধি ছিল ‘তরাইরাজ’, ‘রাজমল্ল’, ‘বিরুসত্তাশ্রয়’।
বিনয়াদিত্য (৬৮০-৬৯৬ খ্রিস্টাব্দ)
➤ তিনি পল্লব, মালব, কলচুরি, চোল, অলুপ, গঙ্গ প্রভৃতি রাজাদের পরাস্ত করেন।
➤ তাঁকে বলা হল ‘পলিভঞ্জ'।
বিজয়াদিত্য (৬৯৬-৭৩৩ খ্রিস্টাব্দ)
➤ তিনি কাঞ্চি আক্রমণ করে পল্লবরাজার দ্বিতীয় পরমেশ্বর বর্মনকে পরাস্ত করেন।
➤ বিজাপুরের বিজয়নেশ্বর শিবমন্দিরটি নির্মাণ করেন।
➤ তাঁর সময়ে জৈন ধর্মের বিকাশ ঘটে।
➤ তিনি সঙ্গমেশ্বর মন্দির নির্মাণ করেন।
দ্বিতীয় বিক্রমাদিত্য (৭৩৩-৭৪৬ খ্রিস্টাব্দ)
➤ তিনি ছিলেন বাতাপির শেষ শ্রেষ্ঠ চালুক্য রাজা।
খ্রিস্টাব্দ
➤ তিনি চোল, পাণ্ড, কেরল, কলব্রজদের পরাস্ত করেন।
➤ তাঁর আমলে ভারতের সর্বপ্রথম পার্সি উপনিবেশ গড়ে ওঠে।
➤ তিনি বিরুপাক্ষ মন্দির, আইহোলের বিষ্ণুমন্দির নির্মাণ করেন।
দ্বিতীয় কীৰ্তিবর্মন (৭৪৬-৭৫৩ খ্রিস্টাব্দ)
➤ তাঁর আসল নাম ছিল রাজাপ্পা।
➤ তাঁর আমলে দাক্ষিণাত্যে রেশম শিল্পরীতির উদ্ভাবন ও উন্নতি হয়।
➤ তাঁর উপাধি ছিল “বীরদাসত্তাশ্রয়”।
➤ রাষ্ট্রকূট বংশের দন্তিদূর্গ দ্বিতীয় কীৰ্তিবর্মনকে পরাজিত করলে বাতাপির চালুক্য বংশের পতন ঘটে।
Also Read>>
সিপাহী বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য (link)