সাতবাহন বংশ - সিমুক | প্রথম সাতকর্নী | গৌতমীপুত্র সাতকর্নী | যজ্ঞশ্রী সাতকর্নী

Satbahan Dynasty details in Bengali

 সাতবাহন বংশ 

Table of Content (toc)

সিমুক (খ্রিস্টপূর্ব প্রথম শতকে)

➤তিনি কান্ত ও শুঙ্গ বংশকে ধ্বংস করে নিজ আধিপত্য স্থাপন করেন।

➤তিনি ছিলেন সাতবাহন বংশের প্রথম শাসক।

➤তিনি গোদাবরী নদীর তীরে প্রতিষ্ঠান বা পৈঠান নামে রাজধানী স্থাপন করেন।

➤তিনি বিদিশা জয় করেন।


কানহ বা কৃষ্ণ (আনুমানিক ২১২-১৯৪ খ্রিস্টপূর্ব)

➤সিমুকের পর তাঁর কনিষ্ঠ ভাই কানহ সিংহাসনে বসেন।

➤পুরান সুত্রে জান যায়, তিনি নিষ্ঠুরতার সাথে শাসনকার্য পরিচালনা করতেন।

➤তার আমলে সাতবাহন রাজ্যের সীমানা পশ্চিমে অন্তত নাসিক পর্যন্ত বিস্তৃত হয়।


প্রথম সাতকর্ণী (আনুমানিক ১৯৪-১৮৫ খ্রিস্টপূর্ব)

➤নায়নিকা রচিত নানাঘাট শিলালিপি থেকে তার রাজত্বকাল সম্পর্কে জানা যায়।

➤তিনি খারবেল কর্তৃক পরাজিত হন।

➤পশ্চিম মালব জয়ের পর তিনি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন।

➤তিনি “দক্ষিণাপথপতি” উপাধি ধারণ করেন।

➤প্রথম সাতকর্ণীর মৃত্যুর পরবর্তি ১০০ বছরের ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না।


গৌতমীপুত্র সাতকর্ণী (আনুমানিক ১০৬ - ১৩০ খ্রিস্টাব্দ)

➤সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী।

➤গৌতমী বলশ্রী দ্বারা রচিত নাসিক প্রশস্তি থেকে তার রাজত্বকাল সম্পর্কে জানা যায়। 

➤তিনি মহারাষ্ট্র, গুজরাট, সৌরাষ্ট্র, মালব, বেরার, উত্তর কোঙ্কন দখল করেন। 

➤শকরাজা নহপানকে পরাজিত করেন।

➤ব্রাহ্মণ্যধর্মের পৃষ্ঠপােষক হলেও বৌদ্ধদের প্রতি তিনি উদার ছিলেন।


বশিষ্ঠিপুত্র পুলমায়ী (আনুমানিক ১৩০-১৫৪ খ্রিস্টাব্দ)

➤তিনি দুই মাস্তুলভুক্ত জাহাজের ছাপওয়ালা মুদ্রার প্রচলন করেন।

➤তার সময়ে অমরাবতী বৌদ্ধ স্তুপটির আয়তন বৃদ্ধি করা হয়। 


যজ্ঞশ্রী সাতকর্ণী (আনুমানিক ১৬৫-১৯৪ খ্রীস্টাব্দ)

➤সাতবাহন বংশের সর্বশেষ উল্লেখযোগ্য শাসক ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী।

➤তিনি শকদের হাত থেকে পশ্চিম ভারত ও নর্মদা উপত্যকা পুনরুদ্ধার করেন।

➤তার রাজ্য বঙ্গোপসাগর থেকে আরবসাগর পর্যন্ত বিস্তৃত ছিল।

➤তিনি দার্শনিক নাগার্জুনকে পৃষ্ঠপােষকতা করেন। 

➤তিনি ছিলেন সাতবাহন বংশের শেষ উল্লেখযােগ্য রাজা।

 Also Read>>

হর্ষঙ্ক বংশ ও  শিশুনাগ বংশ (link)

কুষাণ বংশ (link)

রাষ্ট্রকূট বংশ (link)

মৌর্যবংশ (link)

সিপাহী বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য (link)

আসল নাম এবং তার উপাধি (link)

Gupta Empire (link)

বাতাপির চালুক্য বংশ (link)

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad