Ads Area

Rastrakut Empire details in Bengali | রাষ্ট্রকূট বংশ

 

Rastrakut empire details in Bengali

রাষ্ট্রকূট বংশ

দন্তিদূর্গ (আনুমানিক ৭৫০-৭৫৮ খ্রিস্টাব্দ)

➤ দন্তিদূর্গ হলেন রাষ্ট্রকুট রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা।

➤ তিনি প্রথমে চালুক্যদের সামন্ত রাজা ছিলেন।

➤ চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্যের মৃত্যুর পর স্বাধীন রাজ্য হিসাবে গুজরাট, মালব, বেরার জয় করেন।

➤ পরবর্তীতে চালুক্যরাজ দ্বিতীয় কীর্তিরমনকে পরাস্ত করে মহারাষ্ট্রের উত্তর ভাগ নিজ অধিকারে আনেন।

➤ তাঁর উপাধি ছিল 'মহারাজাধিরাজ'।


প্রথম কৃষ্ণ (৭৫৮-৭৭৩ খ্রিস্টাব্দ)

➤ তিনি মহীশূরের গঙ্গ শাসক ও চালুক্যদের পরাজিত করেন।

➤ তিনি ইলোরায় পাহাড় কেটে শিব মন্দির তৈরি করান।


প্রথম ধ্রুব (৭৮০-৭৯৩ খ্রিস্টাব্দ)

➤ মহীশূরের গঙ্গা বংশীয় রাজা, বেঙ্গীর চালুক্যরাজ ও পল্লবরাজকে পরাজিত করে সমগ্র দাক্ষিণাত্য নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেন।

➤ উত্তর ভারতের প্রতিহার রাজ বৎস ও পালরাজা ধর্মপালকে পরাজিত করে গাঙ্গেয় উপত্যকায় নিজ আধিপত্য বিস্তার করেন।

➤ তাঁর উপাধি ছিল - ‘শ্রীবল্লভ'।

তৃতীয় গোবিন্দ (৭৯৩-৮১৪ খ্রিস্টাব্দ)

➤ উত্তর ভারতে প্রতিহার শাহি ও বাংলার পাল শক্তিকে প্রতিহত করে উত্তরে হিমালয় পর্যন্ত রাজ্য বিস্তার করেন

➤ তিনি পল্লব রাজধানী কাঞ্চি অধিকার করেন।

➤ তিনি সিংহলের রাজাকে তাঁর আনুগত্য মানতে বাধ্য করেন।

➤ তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা।


প্রথম অমোঘবর্ষ (৮১৪-৮৭৭ খ্রিস্টাব্দ)

➤ তিনি রাজধানী নাসিক থেকে মান্যখেট-এ নিয়ে যান।

➤ তিনি ‘রত্নমালিকা’, ‘কবিরাজমাগ” নামে দু'টি গ্রন্থ রচনা করেন।


দ্বিতীয় কৃষ্ণ (৮৭৮-৯১৪ খ্রিস্টাব্দ)

➤ প্রথম ভোজকে তিনি পরাজিত করেন।

➤ তিনি গুজরাট দখল করেন।


তৃতীয় ইন্দ্ৰ (৯১৪-৯২২ খ্রিস্টাব্দ)

➤ তিনি কনৌজ নগরী ধ্বংস করেন।

➤ তিনি উজ্জয়িনী অধিকার করেন।

তৃতীয় কৃষ্ণ (৯৪০-৯৬৮ খ্রিস্টাব্দ)

➤ তিনি কাঞ্চি ও তাঞ্জোর জয় করেন।

➤ তাকোলামের যুদ্ধে তিনি চোলদের পরাজিত করেন।

➤ উত্তরে প্রতিহাররাজ মহীপালকে পরাজিত করে তিনি কালাঞ্জর ও চিত্রকূট দখল করেন।

➤ কেরল ও পাণ্ড্যদের পরাজিত করে রামেশ্বর সেতুবন্ধে বিজয়স্তম্ভ প্রোথিত করেন।

➤ তিনি মালব, উজ্জয়িনী ও বুন্দেলখণ্ড জয় করেন।

➤ সিংহলের রাজাও তাঁর বশ্যতা মেনে নেন।

➤ তিনি নিজেকে ‘সকল দক্ষিণ দিগাধিপতি' বলে অভিহিত করেছেন।

Also Read>>

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad