Rastrakut Empire details in Bengali | রাষ্ট্রকূট বংশ

 

Rastrakut empire details in Bengali

রাষ্ট্রকূট বংশ

Table Of Content (toc)

দন্তিদূর্গ (আনুমানিক ৭৫০-৭৫৮ খ্রিস্টাব্দ)

➤ দন্তিদূর্গ হলেন রাষ্ট্রকুট রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা।

➤ তিনি প্রথমে চালুক্যদের সামন্ত রাজা ছিলেন।

➤ চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্যের মৃত্যুর পর স্বাধীন রাজ্য হিসাবে গুজরাট, মালব, বেরার জয় করেন।

➤ পরবর্তীতে চালুক্যরাজ দ্বিতীয় কীর্তিরমনকে পরাস্ত করে মহারাষ্ট্রের উত্তর ভাগ নিজ অধিকারে আনেন।

➤ তাঁর উপাধি ছিল 'মহারাজাধিরাজ'।


প্রথম কৃষ্ণ (৭৫৮-৭৭৩ খ্রিস্টাব্দ)

➤ তিনি মহীশূরের গঙ্গ শাসক ও চালুক্যদের পরাজিত করেন।

➤ তিনি ইলোরায় পাহাড় কেটে শিব মন্দির তৈরি করান।


প্রথম ধ্রুব (৭৮০-৭৯৩ খ্রিস্টাব্দ)

➤ মহীশূরের গঙ্গা বংশীয় রাজা, বেঙ্গীর চালুক্যরাজ ও পল্লবরাজকে পরাজিত করে সমগ্র দাক্ষিণাত্য নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেন।

➤ উত্তর ভারতের প্রতিহার রাজ বৎস ও পালরাজা ধর্মপালকে পরাজিত করে গাঙ্গেয় উপত্যকায় নিজ আধিপত্য বিস্তার করেন।

➤ তাঁর উপাধি ছিল - ‘শ্রীবল্লভ'।

তৃতীয় গোবিন্দ (৭৯৩-৮১৪ খ্রিস্টাব্দ)

➤ উত্তর ভারতে প্রতিহার শাহি ও বাংলার পাল শক্তিকে প্রতিহত করে উত্তরে হিমালয় পর্যন্ত রাজ্য বিস্তার করেন

➤ তিনি পল্লব রাজধানী কাঞ্চি অধিকার করেন।

➤ তিনি সিংহলের রাজাকে তাঁর আনুগত্য মানতে বাধ্য করেন।

➤ তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা।


প্রথম অমোঘবর্ষ (৮১৪-৮৭৭ খ্রিস্টাব্দ)

➤ তিনি রাজধানী নাসিক থেকে মান্যখেট-এ নিয়ে যান।

➤ তিনি ‘রত্নমালিকা’, ‘কবিরাজমাগ” নামে দু'টি গ্রন্থ রচনা করেন।


দ্বিতীয় কৃষ্ণ (৮৭৮-৯১৪ খ্রিস্টাব্দ)

➤ প্রথম ভোজকে তিনি পরাজিত করেন।

➤ তিনি গুজরাট দখল করেন।


তৃতীয় ইন্দ্ৰ (৯১৪-৯২২ খ্রিস্টাব্দ)

➤ তিনি কনৌজ নগরী ধ্বংস করেন।

➤ তিনি উজ্জয়িনী অধিকার করেন।

তৃতীয় কৃষ্ণ (৯৪০-৯৬৮ খ্রিস্টাব্দ)

➤ তিনি কাঞ্চি ও তাঞ্জোর জয় করেন।

➤ তাকোলামের যুদ্ধে তিনি চোলদের পরাজিত করেন।

➤ উত্তরে প্রতিহাররাজ মহীপালকে পরাজিত করে তিনি কালাঞ্জর ও চিত্রকূট দখল করেন।

➤ কেরল ও পাণ্ড্যদের পরাজিত করে রামেশ্বর সেতুবন্ধে বিজয়স্তম্ভ প্রোথিত করেন।

➤ তিনি মালব, উজ্জয়িনী ও বুন্দেলখণ্ড জয় করেন।

➤ সিংহলের রাজাও তাঁর বশ্যতা মেনে নেন।

➤ তিনি নিজেকে ‘সকল দক্ষিণ দিগাধিপতি' বলে অভিহিত করেছেন।

Also Read>>

থানেশ্বরের পুষ্যভূতি বংশ (link)

কুষাণ বংশ (link)

মৌর্যবংশ (link)

সিপাহী বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য (link)

আসল নাম এবং তার উপাধি (link)

Gupta Empire (link)

সাতবাহন বংশ (link)

চোল সাম্রাজ্য (link)

কাঞ্চির পল্লব বংশ (link)

গৌড়ের বা বাংলার স্বাধীন রাজবংশ (link)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad