তাঞ্জোরের চোল বংশ
দক্ষিণ ভারতের গৌরবময় অতীত চোল সাম্রাজ্যের ইতিহাস জানুন এই বিশদ বাংলায়। রাজা রাজ চোল থেকে রাজেন্দ্র চোল, কূলতুঙ্গ পর্যন্ত, তাঁদের সামরিক সাফল্য, সাংস্কৃতিক উন্নয়ন, মন্দির নির্মাণ (যেমন- ব্ৰিহদেশ্বর মন্দির), এবং সাহিত্যে অবদানের বিস্তারিত বিবরণ এখানে পাওয়া যাবে। চোল সাম্রাজ্য কিভাবে ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছিল, তা সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। এটি ইতিহাস প্রেমী, শিক্ষার্থী এবং সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য আদর্শ।
চোল সাম্রাজ্য, চোল রাজবংশের ইতিহাস, প্রাচীন ভারতীয় ইতিহাস, রাজা রাজ চোল, রাজেন্দ্র চোল, দক্ষিণ ভারতের সাম্রাজ্য, ব্রিহদেশ্বর মন্দির, তামিল রাজারা, ভারতীয় মন্দির স্থাপত্য, ইতিহাস ব্লগ
খ্রিস্টিয় দ্বিতীয় শতকে চোল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। চোল আমলে অষ্টধাতু ও ব্রোঞ্জের ধাতু মূর্তিগুলির মধ্যে সবথেকে বেশি শিবের মুর্তি লক্ষনীয়। শিবের নটরাজ মুর্তি চোল সাম্রাজ্যের শ্রেষ্ঠ নিদর্শন।
কারিকল (আনুমানিক খ্রিস্টিয় দ্বিতীয় শতক)
- ➤ চোলদের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন কারিকল।
- ➤ পান্ড্য ও চেরদের পরাজিত করে নিজ আধিপত্য প্রতিষ্ঠা করেন।
- ➤ তিনি সিংহল জয় করেন।
বিজয়ালয় (৮৫০-৮৭১ খ্রিস্টাব্দ)
- ➤ খ্রিস্টিয় নবম শতকে বিজয়ালয় চোল বংশের পুনঃপ্রতিষ্ঠা করেন।
- ➤ তাঁর আমলে চোল শক্তির পুনরুত্থান ঘটে।
- ➤ তিনি মুণ্ডায়ার কাছ থেকে তাঞ্জোর অধিকার করেন।
প্রথম আদিত্য (৮৭১-৯০৭ খ্রিস্টাব্দ)
- ➤ তিনি তাঁর সামন্ত প্রভু পল্লবরাজ অপরাজিত বর্মনকে পরাস্ত ও হত্যা করে তাই মণ্ডলম-সহ পল্লবরাজ্য দখল করেন।
- ➤ তিনি সালেম ও পশ্চিম গঙ্গরাজ্যও অধিকার করেন।
প্রথম পরান্তক (৯০৭-৯৫৩ খ্রিস্টাব্দ)
- ➤ তিনি পাণ্ড্য রাজা দ্বিতীয় জয়সিংহকে পরাজিত করে ‘মাদুরাইকোণ্ড’ উপাধি ধারণ করেন।
- ➤ তিনি কাঞ্চিতে রাজধানী স্থাপন করেন।
- ➤ তাঁর আমলে উত্তরে নেলোর পর্যন্ত চোল রাজ্য বিস্তৃত হয়।
প্রথম রাজরাজ (৯৮৫-১০১৪ খ্রিস্টাব্দ)
- ➤ তিনিই ছিলেন চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা।
- ➤ তিনি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন।
- ➤ তিনি পাণ্ড্য, কেরল, মহীশুর, সিংহল জয় করেন।
- ➤ তিনি মালদ্বীপ জয় করেন ভারত মহাসাগরে বাণিজ্যপথ নিশ্চিত করার জন্য।
- ➤ তিনি বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিনত করেন।
- ➤ তিনি ছিলেন শৈবধর্মের অনুরাগী।
- ➤ তিনি বৃহদারেশ্বর, রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেন।
প্রথম রাজেন্দ্র চোল (১০১৪-১০৪৪ খ্রিস্টাব্দ)
- ➤ তিনিই ছিলেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা।
- ➤ তিনি সিংহলের প্রথম মহেন্দ্রকে পরাজিত ও বন্দী করেন।
- ➤ তিনি পাণ্ড্য, কেরল, চালুক্যদের পরাস্ত করেন।
- ➤ তিনি পূর্ববঙ্গে গোবিন্দচন্দ, পশ্চিমবঙ্গে প্রথম মহীপাল ও দক্ষিণবঙ্গের রণশূরকে পরাস্ত করে ‘গঙ্গাইকোণ্ড’ উপাধি নেন।
- ➤ বাংলা বিজয় স্মরণীয় রাখতে তিনি নতুন রাজধানীর নামকরন করেন ‘গঙ্গাইকোন্ড চোলপুরম’।
- ➤ তিনি চীনে কূটনৈতিক দূত পাঠান।
- ➤ তিনি সিংহল, ব্রহ্মদেশ, আন্দামান-নিকোবর ও দক্ষিণ এশিয়ার শ্রীবিজয় রাজ্য জয় করেন।
- ➤ গঙ্গইকোণ্ড চোলপুরম-সহ অন্যান্য অসামান্য স্থাপত্য ও ভাস্কর্য্যে তাঁর অবদান স্মরণীয়
- ➤ তাঁর আমলে চোল নৌবাহিনী আরো শক্তিশালী হয়।
রাজাধিরাজ চোল (১০৪৪-১০৫২ খ্রিস্টাব্দ)
- ➤ তিনি পাণ্ড্য, কেরল, সিংহলের বিদ্রোহ দমন করেন।
- ➤ তিনি কোলাপুর দখল করে জৈনমন্দির পুড়িয়ে দেন।
দ্বিতীয় রাজেন্দ্র
- ➤ তিনি চালুক্যদের পরাস্ত করে কোলাপুরে জয়স্তম্ভ নির্মাণ করেন।
প্রথম কুলোতুঙ্গ (১০৭০-১১৭২ খ্রিস্টাব্দ)
- ➤ তিনি বেঙ্গিকে চোল সাম্রাজ্যের সঙ্গে সংযুক্ত করেন।
- ➤ তিনি সিংহল রাজ বিজয়বাহুকে পুনরায় পরাস্ত করেন।
- ➤ তিনি পাণ্ড্য ও কেরলদের বিদ্রোহ দমন করেন।
- ➤ তিনি ৭২ জন বণিককে দূত হিসেবে চীনে পাঠান।
- ➤ শ্রীবিজয় রাজ্য অর্থাৎ মালব, সুমাত্রা ও জাভা’র সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ।
- ➤ তাঁকে বলা হত ‘সুঙ্গামতবিত্ত’।
- ➤ প্রথম কুলতুঙ্গের মৃত্যুর পর অভ্যন্তরীণ বিদ্রোহ ও যুদ্ধবিগ্রহে চোল রাজ্য দুর্বল হয়ে পড়ে।
- ➤ ১২৯৭ খ্রিস্টাব্দে পান্ড্যরাজ সুন্দর কাঞ্চি দখল করেন ও চোল সাম্রাজ্যের পতন ঘটে।
Also Read>>