Gurjara Pratihara Empire details in Bengali | History of Medieval India | গুর্জর প্রতিহার বংশ

Pratihara empire

 গুর্জর প্রতিহার বংশ

প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হলেন হরিন্দ্র।

Table Of Content (toc)

প্রথম নাগভট্ট (৭২৫-৭৪০ খ্রিস্টাব্দ)

➤ সিন্ধুপ্রদেশ থেকে আগত আরব আক্রমণকারীদের পরাস্ত করেন।

➤ তিনি নন্দীকুনী ও যোধপুর অধিকার করেন।

➤ মালব, গুজরাট ও রাজপুতানার কিছু অংশ নিয়ে তাঁর রাজ্য বিস্তার হয়।


বৎসরাজ (৭৭৫-৮০০ খ্রিস্টাব্দ)

➤ তিনি ভান্দি গোষ্ঠীকে পরাজিত করেন।

➤ তিনি ধর্মপালকে পরাজিত করে কনৌজ দখল করেন।

➤ তিনি রাষ্ট্রকূটরাজ ধ্রুবকে পরাস্ত করেন।


দ্বিতীয় নাগভট্ট (৮০০-৮২৫ খ্রিস্টাব্দ)

➤ তিনি কনৌজের চক্রায়ূধকে পরাজিত করেন।

➤ খ্রিস্টাব্দ তিনি মুঙ্গেরের যুদ্ধে ধর্মপালকে পরাস্ত করেন।

➤ তিনি অর্নাট্, মালব, মৎস্য, কিরাত, তুর্ক এবং বৎস জয় করেন।


প্রথম ভোজ (৮৩৬-৮৮৫ খ্রিস্টাব্দ)

➤ তিনি ছিলেন প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা।

➤ তিনি বুন্দেলখণ্ড ও রাজপুতানায় প্রতিহার শক্তি দৃঢ় করেন।

➤ উজ্জয়িনীর যুদ্ধে তিনি রাষ্ট্রকূটরাজ দ্বিতীয় কৃষ্ণকে পরাজিত করেন।

➤ তিনি গুজরাট ও মালবে তাঁর অধিকার বহাল রাখেন।

➤ তিনি তাঁর রাজধানী কনৌজে স্থানান্তরিত করেন।

➤ তিনি ছিলেন বিষ্ণুর উপাসক।


প্রথম মহেন্দ্রপাল (৮৮৫-৯০৮ খ্রিস্টাব্দ)

➤ তিনি পালশক্তিকে পরাস্ত করে মগধ ও উত্তর বাংলার কিছু অংশ অধিকার করেন।

➤ বিখ্যাত সংস্কৃত সাহিত্যকার রাজশেখর তাঁর পৃষ্ঠপোষকতা লাভ করেন।


মহীপাল (৯১২-৯৪৪ খ্রিস্টাব্দ)

➤ রাষ্ট্রকূটরাজা তৃতীয় ইন্দ্র তাঁকে পরাজিত করে রাজধানী কনৌজ বিধবস্ত করেন।

➤ খ্রিস্টাব্দ ত আরব পর্যটক আল-মাসুদি তাঁর সময়ে ভারতে আসেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad