Pallab Dynasty Details in Bengali | Ancient History in India | কাঞ্চির পল্লব বংশ

 

Pallaba Dynasty details in Bengali

কাঞ্চির পল্লব বংশ

Table Of Content (toc)

শিবঙ্কন্দ বর্মন

➤ খ্রিস্টীয় তৃতীয় শতকে পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন শিবঙ্কন্দ বর্মন।

➤ তিনি ছিলেন সাতবাহনদের একজন সামন্ত।

➤ তাঁর রাজ্য কৃষ্ণা জেলা থেকে বেলারি পর্যন্ত বিস্তৃত ছিল।

➤ তাঁর রাজধানী ছিল কাঞ্চিপুর।


সিংহবিষ্ণু (৫৭৫-৬০০ খ্রিস্টাব্দ)

➤ কৃষ্ণা থেকে কাবেরী পর্যন্ত তাঁর আধিপত্য স্থাপিত হয়।

➤ পাণ্ড্য, চের ও চোল রাজ্য তাঁর বশ্যতা স্বীকার করে।

➤ তার আমলে মহাবলীপুরম শিল্পচর্চার বিখ্যাত কেন্দ্রে পরিণত হয়।

➤ তিনি বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন।

➤ কবি ভারবি তাঁর পৃষ্ঠপোষকতা লাভ করেন।

➤ সিংহবিষ্ণুর সভাকবি ছিলেন ভারবি।

➤ কিরাতার্জুনীয়ম এর রচয়িতা হলেন ভারবি।

প্রথম মহেন্দ্ৰবৰ্মন (৬০০-৬৩০ খ্রিস্টাব্দ)

➤ তিনি জৈন ধর্ম পরিত্যাগ করেন ও শৈব ধর্ম গ্রহণ করেন।

➤ তিনি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন।

➤ তিনি ত্রিচিনোপল্লি, আর্কট ও চিঙ্গলপেট জেলায় বহু সুদৃশ্য মন্দির নির্মাণ করেন।

➤ তিনি সংগীতজ্ঞ হিসাবেও বিখ্যাত ছিলেন।

➤ তাঁর রচিত ব্যঙ্গ নাটক ‘মত্ত বিলাস প্রহসন’ যা তাঁর সংস্কৃত ভাষায় দক্ষতার সাক্ষ্য বহন করে।

➤ তাঁর উপাধি ছিসল ‘গুণভার’


প্রথম নরসিংহবর্মন (৬৩০-৬৬৮ খ্রিস্টাব্দ)

➤ পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হলেন ইনি।

➤ তিনি দ্বিতীয় পুলকেশীকে পরাস্ত করে বাতাপি দখল করে ‘বাতাপিকোণ্ড’ উপাধি নেন।

➤ তিনি চোল, চের ও পাণ্ড্যদের পরাস্ত করেন।

➤ তিনি সিংহলে দু'টি নৌ-অভিযান পাঠান।

➤ মহাবলীপুরমের বিখ্যাত রথমন্দির তাঁর আমলে তৈরি।


দ্বিতীয় মহেন্দ্রবর্মন (৬৬৮-৬৭০ খ্রিস্টাব্দ)

➤ চালুক্য সম্রাট প্রথম বিক্রমাদিত্য তাকে পরাস্ত ও হত্যা করেন।


প্রথম পরমেশ্বরবর্মন (670-695 খ্রিস্টাব্দ)

➤ তিনি শৈব ধর্মে অনুরাগী ছিলেন।

➤ কাঞ্চি মন্দির স্থাপন করেন।

দ্বিতীয় নরসিংহবর্মন (৬৯৫-৭২২ খ্রিস্টাব্দ)

➤ তাঁর আমলে কাঞ্চিতে কৈলাসনাথের মন্দির তৈরি হয়।

➤ তিনি মহাবলীপুরমের মন্দিরগুলির নির্মাণকার্য সম্পূর্ণ করেন।

➤ তিনি শিবের উপাসক ছিলেন।

➤ তিনি চীন সম্রাটের কাছে দূত পাঠান, আরব ও তিব্বতীদের সঙ্গে যুদ্ধে তাঁকে সাহায্যের জন্য।

➤ তাঁর উপাধি ছিল ‘রাজসিংহ'।

➤ সংস্কৃত পণ্ডিত দণ্ডি তাঁর সভাকবি ছিলেন।


দ্বিতীয় পরমেশ্বরবর্মন ((৭২২-৭৩০ খ্রিস্টাব্দ)

➤ তিনি চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্যের কাছে পরাস্ত হন।

➤ তিনি গঙ্গোরাজার হাতে নিহত হন।


দ্বিতীয় নন্দীবর্মন (৭৩০-৭৯৬ খ্রিস্টাব্দ)

➤ তিনি ছিলেন বিষ্ণুর উপাসক।

➤ তিনি কাঞ্চির বিখ্যাত বৈকুন্ঠপেরুমল মন্দিরটি নির্মাণ করেন।

➤ তিনি মুক্তেশ্বরের মন্দিরটি নির্মাণ করেন।

➤ তিনি পাণ্ড্যদের সঙ্গে যুদ্ধে পরাজিত হন।

➤ তিনি রাষ্ট্রকূট 'আক্রমণের হাত থেকে পল্লব রাজ্য রক্ষা করতে তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন।

➤ শেষ পল্লব রাজা অপরাজিত বর্মন আদিত্য চোলের হাতে পরাজিত হন।

Also Read>>

কুষাণ বংশ (link)

মৌর্যবংশ (link)

সিপাহী বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য (link)

আসল নাম এবং তার উপাধি (link)

Gupta Empire (link)

সাতবাহন বংশ (link)

গৌড়ের বা বাংলার স্বাধীন রাজবংশ (link)

History of Pal Dynasty (link)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad