কাঞ্চির পল্লব বংশ
Table Of Content (toc)
শিবঙ্কন্দ বর্মন
➤ খ্রিস্টীয় তৃতীয় শতকে পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন শিবঙ্কন্দ বর্মন।
➤ তিনি ছিলেন সাতবাহনদের একজন সামন্ত।
➤ তাঁর রাজ্য কৃষ্ণা জেলা থেকে বেলারি পর্যন্ত বিস্তৃত ছিল।
➤ তাঁর রাজধানী ছিল কাঞ্চিপুর।
সিংহবিষ্ণু (৫৭৫-৬০০ খ্রিস্টাব্দ)
➤ কৃষ্ণা থেকে কাবেরী পর্যন্ত তাঁর আধিপত্য স্থাপিত হয়।
➤ পাণ্ড্য, চের ও চোল রাজ্য তাঁর বশ্যতা স্বীকার করে।
➤ তার আমলে মহাবলীপুরম শিল্পচর্চার বিখ্যাত কেন্দ্রে পরিণত হয়।
➤ তিনি বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন।
➤ কবি ভারবি তাঁর পৃষ্ঠপোষকতা লাভ করেন।
➤ সিংহবিষ্ণুর সভাকবি ছিলেন ভারবি।
➤ কিরাতার্জুনীয়ম এর রচয়িতা হলেন ভারবি।
প্রথম মহেন্দ্ৰবৰ্মন (৬০০-৬৩০ খ্রিস্টাব্দ)
➤ তিনি জৈন ধর্ম পরিত্যাগ করেন ও শৈব ধর্ম গ্রহণ করেন।
➤ তিনি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন।
➤ তিনি ত্রিচিনোপল্লি, আর্কট ও চিঙ্গলপেট জেলায় বহু সুদৃশ্য মন্দির নির্মাণ করেন।
➤ তিনি সংগীতজ্ঞ হিসাবেও বিখ্যাত ছিলেন।
➤ তাঁর রচিত ব্যঙ্গ নাটক ‘মত্ত বিলাস প্রহসন’ যা তাঁর সংস্কৃত ভাষায় দক্ষতার সাক্ষ্য বহন করে।
➤ তাঁর উপাধি ছিসল ‘গুণভার’
প্রথম নরসিংহবর্মন (৬৩০-৬৬৮ খ্রিস্টাব্দ)
➤ পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হলেন ইনি।
➤ তিনি দ্বিতীয় পুলকেশীকে পরাস্ত করে বাতাপি দখল করে ‘বাতাপিকোণ্ড’ উপাধি নেন।
➤ তিনি চোল, চের ও পাণ্ড্যদের পরাস্ত করেন।
➤ তিনি সিংহলে দু'টি নৌ-অভিযান পাঠান।
➤ মহাবলীপুরমের বিখ্যাত রথমন্দির তাঁর আমলে তৈরি।
দ্বিতীয় মহেন্দ্রবর্মন (৬৬৮-৬৭০ খ্রিস্টাব্দ)
➤ চালুক্য সম্রাট প্রথম বিক্রমাদিত্য তাকে পরাস্ত ও হত্যা করেন।
প্রথম পরমেশ্বরবর্মন (670-695 খ্রিস্টাব্দ)
➤ তিনি শৈব ধর্মে অনুরাগী ছিলেন।
➤ কাঞ্চি মন্দির স্থাপন করেন।
দ্বিতীয় নরসিংহবর্মন (৬৯৫-৭২২ খ্রিস্টাব্দ)
➤ তাঁর আমলে কাঞ্চিতে কৈলাসনাথের মন্দির তৈরি হয়।
➤ তিনি মহাবলীপুরমের মন্দিরগুলির নির্মাণকার্য সম্পূর্ণ করেন।
➤ তিনি শিবের উপাসক ছিলেন।
➤ তিনি চীন সম্রাটের কাছে দূত পাঠান, আরব ও তিব্বতীদের সঙ্গে যুদ্ধে তাঁকে সাহায্যের জন্য।
➤ তাঁর উপাধি ছিল ‘রাজসিংহ'।
➤ সংস্কৃত পণ্ডিত দণ্ডি তাঁর সভাকবি ছিলেন।
দ্বিতীয় পরমেশ্বরবর্মন ((৭২২-৭৩০ খ্রিস্টাব্দ)
➤ তিনি চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্যের কাছে পরাস্ত হন।
➤ তিনি গঙ্গোরাজার হাতে নিহত হন।
দ্বিতীয় নন্দীবর্মন (৭৩০-৭৯৬ খ্রিস্টাব্দ)
➤ তিনি ছিলেন বিষ্ণুর উপাসক।
➤ তিনি কাঞ্চির বিখ্যাত বৈকুন্ঠপেরুমল মন্দিরটি নির্মাণ করেন।
➤ তিনি মুক্তেশ্বরের মন্দিরটি নির্মাণ করেন।
➤ তিনি পাণ্ড্যদের সঙ্গে যুদ্ধে পরাজিত হন।
➤ তিনি রাষ্ট্রকূট 'আক্রমণের হাত থেকে পল্লব রাজ্য রক্ষা করতে তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন।
➤ শেষ পল্লব রাজা অপরাজিত বর্মন আদিত্য চোলের হাতে পরাজিত হন।
Also Read>>
সিপাহী বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য (link)