Ads Area

1857 সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য | Important facts of the Sepahi Rebellion of 1857

 সিপাহী বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য



1. সিপাহি বিদ্রোহের রাজনৈতিক কারণ

  • লর্ড ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতি, স্বত্ববিলোপ নীতি ও কুশাসনের অজুহাতে তিনি সাতারা, সম্বলপুর, নাগপুর, ঝাঁসি, কর্ণাটক, অযোধ্যা, প্রভৃতি রাজ্যগুলি গ্রাস করে।
  • পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তকপুত্র নানা সাহেবের বাৎসরিক ভাতা ও পেশোয়া পদ লুপ্ত করা হয়।
  • কৃষকদের ওপর অতিরিক্ত কর চাপানো হয়।

2. সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ

  • এনফিল্ড রাইফেল এর ব্যবহার। এতে গরুর ও শূকরের চর্বি মেশানো থাকে তাই হিন্দু-মুসলিম এই টোটা ব্যবহারে অসম্মত হয়। 
এই সব কারনে সিপাহীদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয় এবং বিদ্রোহ ঘোষণা করে।
সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ তথ্য:

  • *1857 সালে 29 মার্চ সিপাহীরা ব্যারাকপুরে চর্বি মেশানো কার্তুজ ব্যবহারে অস্বীকার করেন ও সিপাহী মঙ্গল পান্ডে বিদ্রোহ ঘোষণা করেন।
  • *1857 সালে বড়লাট ক্যানিংয়ের সময়কালে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
  • 1857 সালে 29 মার্চ মঙ্গল পান্ডে ব্রিটিশ কমান্ডার কে হত্যা করেন এবং বিচারে তার ফাঁসি হয়।
  • পরবর্তীকালে ধীরে ধীরে সারা ভারতে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
  • *মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
  • *মহাবিদ্রোহের প্রধান নেতা মঙ্গল পান্ডে।
  • সিপাহী বিদ্রোহ দমন কারী ইংরেজ সেনাপতিগন হলেন নিকলস, হাডসন, কলিন এবং ক্যাম্পবেল। 
  • বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে ইংরেজ ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতের প্রশাসনিক দায়িত্ব রাখা সম্ভব নয় বলে বিবেচনা করে।
  • *1858 সালের 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস করার মাধ্যমে কোম্পানির শাসনের অবসান হয়।
  • এই আইন অনুসারে ভারতের শাসন কার্য পরিচালনার সকল দায়িত্ব রানীর প্রতিনিধি হিসেবে ‘ভারত সচিবে’র হাতে অর্পিত হয়।
  • বিদ্রোহের পর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়।
  • *মহারানীর ঘোষণাপত্র জারি হয় 1858 সালের 1 নভেম্বর।
  • মঙ্গল পান্ডে ছিলেন 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি সেনা। এটিকে পরে ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেন।
  • অযোধ্যায় মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তাতিয়া টোপি।
  • * রানী লক্ষ্মীবাঈ এর প্রকৃত নাম মণিকর্ণিকা। 
  • রানী লক্ষ্মীবাঈ এর স্বামীর তথা ঝাঁসির মহারাজার নাম নাম গঙ্গাধর রাও।
  • *মহাবিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প দুরাশা’।
  • মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন পামস্টোন।
  • *তাতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পান্ডু রঙ্গ। 
  • 1857 সালে মহাবিদ্রোহের সময় আসামে নেতৃত্ব দিয়েছিলেন মনিরাম দত্ত। 
  • 1858 সালের আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন । 
  • *ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করে 1856 সালে।
  • তাতিয়া টোপি তার বন্ধুর বিশ্বাসঘাতকতায় ইংরেজদের হাতে নিহত হন।
  • *1857 সালের মহাবিদ্রোহ কে একটি ‘পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ’ বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকার। 
  • ডিসরেলির মতে ‘এটি একটি জাতীয় বিদ্রোহ’।
  • কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানাসাহেব, আজিমুল্লাহ।
  • ঝাঁসিতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাঈ।
  • এলাহাবাদে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন লিয়াকত আলি।
  • জগদীশপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং, অমর সিং।
  • *মথুরাতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলে কদম সিং।
  •    ভারতীয় জাতীয় কংগ্রেস কমপ্লিট নোট

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad