Important Current Affairs 04.09.2021
1. BSF নতুন ডাইরেক্টর জেনারেল কে হলেন?
a) শিবকুমার শর্মা
b) পঙ্কজ কুমার সিং
c) প্রকাশ কুমার আগারওয়াল
d) সঞ্জীব মিত্র
সঠিক উত্তর b)-পঙ্কজ কুমার সিং
* বি.এস.এফের সদরদপ্তর নয়াদিল্লি।
* বি.এস.এফ এর প্রতিষ্ঠা 1 ডিসেম্বর 1965 সাল।
2. ডিফেন্স এক্সপো 2022 আয়োজন করবে কোন রাজ্য?
a) দিল্লি
b) উড়িষ্যা
c) উত্তর প্রদেশ
d) গুজরাট
সঠিক উত্তর d)- গুজরাট
3. ‘ব্ল্যাক নিকড ক্রেন’ কে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্টেট বার্ড হিসেবে ঘোষণা করল?
a) লাদাখ
b) দিল্লি
c) হরিয়ানা
d) উত্তরউত্তর প্রদেশ
সঠিক উত্তর c)- লাদাখ
* লাদাখের লেফটেন্যান্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর।
4. তুষার চিতা কে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্টেট অ্যানিমেল হিসেবে ঘোষণা করল?
a) উত্তরপ্রদেশ
b) মধ্যপ্রদেশ
c) লাদাখ
d) দিল্লি
সঠিক উত্তর c)- লাদাখ
5. রাজ্যসভার সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন?
a) ভেঙ্কাইয়া নাইডু
b) পীযূষ গোয়েল
c) ধর্মেন্দ্র প্রধান
d) পি.পি.কে. রামাচার্যলু
সঠিক উত্তর d)- পি.পি.কে. রামাচার্যলু
6. টোকিও প্যারা অলিম্পিক 2020 সালে প্রবীন কুমার রুপোর পদক জয় লাভ করলেন তিনি কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত?
a) হাই জাম্প
b) লং জাম্প
c) জ্যাভলিন থ্রো
d) কোনোটিই নয়
সঠিক উত্তর a)- হাই জাম্প
7. 2021 bird photographer of the Year award এ ভূষিত হলেন কোন ব্যক্তি
a) আলেকজান্দ্রো প্রীতো
b) উইলিয়াম স্মিথ
c) ম্যাকক্স হেনরি
d) কোনোটিই নয়
সঠিক উত্তর a)- আলেকজান্দ্রো প্রীতো
* ইনি মেক্সিকোর বাসিন্দা।
8. সম্প্রতি ন্যাশনাল ডেভলপমেন্ট ব্যাংক কোন দেশকে নতুন সদস্যের মান্যতা দিয়েছে?
a) বাংলাদেশ
b) উরুগুয়ে
c) UAE
d) উপরোক্ত সবগুলি
সঠিক উত্তর d)- উপরোক্ত সবগুলি
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
* নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর > সাংঘাই, চীন
* নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা > ব্রিকস
9. কে জম্মু-কাশ্মীরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ‘সাথ’ নামে একটি নতুন গ্রামীন কর্মসূচি চালু করলেন?
a) নরেন্দ্র মোদি
b) মনোজ সিনহা
c) রাধা কৃষ্ণ মধুর
d) স্মৃতি ইরানি
সঠিক উত্তর b)- মনোজ সিনহা
* জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
10. কোন কেন্দ্রীয় মন্ত্রী ‘নিউট্রি গার্ডেন’ চালু করলেন?
a) নরেন্দ্র মোদি
b) স্মৃতি ইরানি
c) রাধা কৃষ্ণ মন্ত্র
d) অনুরাগ ঠাকুর
সঠিক উত্তর b)- স্মৃতি ইরানি
• স্মৃতি ইরানী বর্তমানে মহিলা এবং শিশু কল্যাণ বিভাগের দায়িত্বে রয়েছেন।