Daily Important Current Affairs in Bengali - 05.09.2021

 Daily Current Affairs



1. ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড এর প্রথম মহিলা চেয়ারপারসন ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? 
a) সোমা মন্ডল 
b) বর্তিকা শুক্লা 
c) অমিতাভ দাশ 
d) প্রকাশ রঞ্জন খাড়া
সঠিক উত্তর b -বর্তিকা শুক্লা
*ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠা সাল 1965।

2. 6th ইস্টার্ন ইকোনমিক ফোরাম 2021 শীর্ষ সম্মেলনে ভারতের হয়ে কে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন?
a) নরেন্দ্র মোদি 
b) রামনাথ কোবিন্দ 
c) পীযূষ গোয়েল 
d) স্মৃতি রানী 
সঠিক উত্তর a– নরেন্দ্র মোদি

3. টোকিও প্যারা অলিম্পিক 2020 মনিশ নারওয়াল 50 মিটার পিস্তল শুটিং এ কোন পদক জয় লাভ করলেন?
a) সোনা 
b) রুপা 
c) ব্রোঞ্জ 
d) কোনটাই না 
সঠিক উত্তর a- সোনা

4. কোন রাজ্য ‘ রাজীব গান্ধী ইনোভেশন সিটি’ নির্মাণ করতে চলেছে?
a) গুজরাট 
b) দিল্লি 
c) মহারাষ্ট্র 
d) কর্ণাটক 
সঠিক উত্তর c- মহারাষ্ট্র
* প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য :-
মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব – ঠাকরে মহারাষ্ট্র রাজ্যের রাজ্যপাল – ভগৎ সিং কোশিয়ারি
মহারাষ্ট্র রাজ্যের প্রতিষ্ঠা সাল – 1 মে 1960

5. হুরুণ রিপোর্ট অনুযায়ী স্টার্টআপ ইকোসিস্টেম 2021-এ ভারতের স্থান কত?
a) প্রথম 
b) দ্বিতীয 
c) তৃতীয় 
d) চতুর্থ 
সঠিক উত্তর c- তৃতীয় 
প্রথম স্থানে রয়েছে আমেরিকা 
দ্বিতীয় স্থানে রয়েছে চীন

6. ন্যাশনাল ইস্পাত নিগম লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? 
a) সোমা মন্ডল 
b) বিকাশ রঞ্জন 
c) রাজিব জৈন 
d) অতুল ভট
সঠিক উত্তর d- অতুল ভট

7. টোকিও প্যারা অলিম্পিক 2020 প্রবীন কুমার রুপো পদক জয় লাভ করলেন, ইনি কোন স্পোর্টস এর সাথে যুক্ত?
a) হাই জাম্প 
b) লং জাম্প 
c) জ্যাভলিন থ্রো 
d) কোনোটিই নয় 
সঠিক উত্তর  a– হাইজাম্প

8. টোকিও প্যারা অলিম্পিক 2020 অরবিন্দর সিং ব্রোঞ্জ পদক জয় লাভ করলেন, তিনি কোন স্পোর্টস এর সাথে যুক্ত?
a) তীরন্দাজি 
b) হাইহাই জাম্প 
c) জ্যাভলিন থ্রো 
d) ব্যাডমিন্টন 
সঠিক উত্তর  a – তীরন্দাজি

9. ডিফেন্স এক্সপো 2022 আয়োজন করবে কোন রাজ্য? 
a) দিল্লি 
b) উড়িষ্যা 
c) উত্তর প্রদেশ 
d) গুজরাট 
সঠিক উত্তর d)- গুজরাট

10. রাজ্যসভার সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? 
a) ভেঙ্কাইয়া নাইডু 
b) পীযূষ গোয়েল 
c) ধর্মেন্দ্র প্রধান 
d) পি.পি.কে. রামাচার্যলু
সঠিক উত্তর d)- পি.পি.কে. রামাচার্যলু



              Current Affairs 06.09.2021


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad