Doenload Admit Card for West Bengal Constable/ ledy Constable 2021 | এই মাত্র প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল WBP Admit Card

Download Admit Card 

WBP Constable/Ledy Constable 


     ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে 2020 সালের কনস্টেবল এবং লেডি কনস্টেবল এর বিজ্ঞপ্তি জারি  করেছিল। এর পর এক বছরেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর পরীক্ষার দিন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ।  পরীক্ষার দিন ঘোষণা করেছে  26 সেপ্টেম্বর  2021। পরীক্ষা হবে OMR অ্যানসার সিটে। 6 সেপ্টেম্বর থেকে এডমিট দেয়া হবে নোটিশ জারি করা হয়েছিল। 


     ইতিমধ্যে এডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে। এডমিট কার্ড ডাউনলোড করতে নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন । যদি Server Down থাকে কিছুক্ষণ পরে পরে চেষ্টা করবেন। বার বার পেজ রিফ্রেশ করবেন। 

    Download Admit Card  উপর ক্লিক করলে জেলা অনুযায়ী  5 টা লিঙ্ক আছে দেখাবে,  আপনার যে জেলা সেই লঙ্কে ক্লিক করে Admit Card ডাউনলোড করে নিন।

 WB Police Constable/ ledy Constable

Download Admit Card


       উপরে Download Admit Card উপর ক্লিক করুন এবং অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করুন তাহলে আপনি আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করতে কিছু সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে সাবমিট করুন।


ধন্যবাদ 
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad