Current Affairs in Bengali 07.09.2021

 প্রতিদিনের গুরুত্বপূর্ণ Current Affairs


1. এশিয়ার মধ্যে প্রথম কোন দেশ প্লাস্টিক চুক্তি চালু করল?
a) ভারত 
b) চীন 
c) রাশিয়া 
d) ইরান
সটিক উত্তর  a)– ভারত
*চুক্তির লক্ষ্য প্লাস্টিক দূষণ কমানো।

2. এশিয়ান স্কোয়াস ফেডারেশন এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন?
a) Pawban Agarwal
b) Vinod Sharma
c) Cyrus Poncha
d) None of these
সটিক উত্তর c)– Cyrus Poncha

3. 2020 টোকিও প্যারা অলিম্পিকে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহনকারীর ব্যক্তির নাম কি?
a) প্রমোদ ভগত
b) সিংরাজ আদানা
c) হরবিন্দর সিং
d) অবনি লেখরা
সটিক উত্তর d) – অবনি লেখরা

4. সম্প্রতি কোন রাজ্য অনলাইন প্লাটফর্মে জুয়া বা বেটিং বন্ধ করতে চলেছে?
a) তামিলনাড়ু
b) মধ্যপ্রদেশ 
c) কর্নাটক
d) কেরল
সটিক উত্তর c) – কর্নাটক
*
5. ভারতের কোন দেশের সঙ্গে দ্বি-বার্ষিক সামুদ্রিক যুদ্ধ মহড়া  ‘ASUINDEX’ আয়োজন করবে?
a) জাপান 
b) অস্ট্রেলিয়া 
c) আমেরিকা 
d) রাশিয়া 
সঠিক  উত্তর b)– অস্ট্রেলিয়া
*অস্ট্রেলিয়ার রাজধানী– ক্যানবেরা
*অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী– স্কট মরিসন
*কারেন্সি –অস্ট্রেলিয়ান ডলার

6. অন্ধ্রপ্রদেশের উপদেস্টা হিসাবে কে নিযুক্ত হলেন?
a) রজনিস কুমার 
b) অমিতাভ কুমার 
c) প্রশান্ত কুমার 
d) আবেশ কুমার 
সঠিক  উত্তর a) – রজনিস কুমার 

7. ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সাথে  দুই সপ্তাহের যৌথ সামরিক মহড়া ‘সূর্যকিরণে’র অংশগ্রহণ করবে?
a) নেপাল
b) ভুটান 
c) বাংলাদেশ 
d) শ্রীলঙ্কা 
সঠিক উত্তর a)– নেপাল 
*২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে 3 অক্টোবর পর্যন্ত।
*এবছর এটি  ১৫তম সংস্করণ।

8. ‘Dutch Grand Prix’ 2021 কে জয়লাভ করলেন?
a) Max Verstappen
b) Luwis Hamilton
c) Willam Smith
d) None of these
সঠিক উত্তর a)– Max Verstappen
*Max Verstappen একজন ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার। 

9. 'Know Your Rights and Claim Them : A Guide For Youth' বইটি কার লেখা?
a) এঞ্জেলিনা জোলি
b) প্রিয়াঙ্কা চোপড়া 
c) ওইল স্মিথ 
d) দিপীকা পান্ডুকোন
সঠিক উত্তর – এঞ্জেলিনা জোলি

10. 130 তম ডুরান্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে?
a) কোলকাতা
b) মুম্বাই 
c) চেন্নাই 
d) কানপুর 
সঠিক উত্তর – কোলকাতা
কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রিড়াঙ্গনে অনুষ্ঠিত হবে। 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad