ধ্বনি পরিবর্তনের রীতি কাকে বলে ? আলোচনা করো।

ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি


ভাষাবিজ্ঞানীরা ধ্বনি পরিবর্তনের চারটি রীতির কথা বলেছেন---

১) ধ্বনির লোপ: 
যেমন—স্বরধ্বনির লোপ, ব্যঞ্জনধ্বনির লোকলোপ, সমাক্ষর লোপ।

২) ধ্বনির আগম :
যেমন—স্বরাগম, স্বরভক্তি বা বিপ্রকর্ষ, ব্যঞ্জনাগম, শ্রুতিধ্বনি।

৩) ধ্বনি রূপান্তর:
যেমন—স্বরসঙ্গতি, অপিনিহিতি, অভিশ্রুতি, সমীভবন, বিষমীভবন, নাসিক্যীভবন।

৪) ধ্বনির স্থানান্তর:
যেমন—ধ্বনিবিপর্যাস, বর্ণদ্বিত্ব, বর্ন বিকৃতি, অন্তর্হতি, ঘোষীভবন, অঘোষীভবন, ক্ষীণায়ন, পীণায়ন।

  • নিম্নে বর্ণনা করা হল----

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad