স্বরভক্তি বা বিপ্রকর্ষ কাকে বলে ও তার উদাহরণ।


 স্বরভক্তি বা বিপ্রকর্ষ 

উচ্চারণের সুবিধার জন্য প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনবর্ণকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনার রীতিকে বলে স্বরভক্তি বা বিপ্রকর্ষ।

দুটি ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনির আগম হওয়ার জন্য একে মধ্যস্বরাগম বলা হয়।

 

উদাহরণঃ-

১) 'অ' কারের আগম

কর্ম >করম,

ধর্ম >ধরম,

হর্ষ > হরষ,

স্নান >সিনান,

শ্রী>ছিরি,

রত্ন>রতন, 

স্বপ্ন > স্বপন,

জন্ম>জনম 


২) 'ই' কারের আগম 

প্রীতি >পিরীতি, 

স্নান >সিনান,

শ্রী >ছিরি, 

মিত্ত্র>মিত্ত্রির,

ফিল্ম >ফিলিম,

ক্লিপ >কিলিপ

৩) 'উ' কারের আগম

মুক্তা >মুকুতা,

পুত্র >পুত্তুর, 

মুল্ক > মুলুক 


৪) 'এ' কারের আগম

ধ্যান >ধেয়ান, 

ব্যাকুল >বেয়াকুল,

গ্রাম >গেরাম

গ্লাস >গেলাস


৫) 'ও' কারের আগম

শ্লোক >শোলোক

চক্র > চক্কোর 


Also Read >> 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad