স্বরভক্তি বা বিপ্রকর্ষ
বাংলা ব্যাকরণে স্বরভক্তি (Svarabhakti) বা বিপ্রকর্ষ (Viprakarṣa) গুরুত্বপূর্ণ ধ্বনিগত পরিবর্তন। এখনে আমরা আলোচনা করেছি স্বরভক্তি ও বিপ্রকর্ষ কাকে বলে, তাদের ব্যাকরণগত সংজ্ঞা, প্রয়োগের ধরন এবং বাস্তব উদাহরণ।
স্বরভক্তি হলো ধ্বনিগত পরিবর্তনের এমন একটি প্রক্রিয়া, যেখানে দুটি ব্যঞ্জনের মাঝে একটি স্বর ধ্বনি (সাধারণত অ, ই, উ, এ এবং ও) প্রবেশ করে উচ্চারণ সহজ করতে।
এই টপিকটি বাংলা ব্যাকরণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক, যারা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। সহজ উদাহরণ ও বিশ্লেষণের মাধ্যমে এই বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বোঝা যাবে।
- উচ্চারণের সুবিধার জন্য প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনবর্ণকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনার রীতিকে বলে স্বরভক্তি বা বিপ্রকর্ষ।
- দুটি ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনির আগম হওয়ার জন্য একে মধ্যস্বরাগম বলা হয়।
উদাহরণঃ-
১) 'অ' কারের আগম
- কর্ম >করম,
- ধর্ম >ধরম,
- হর্ষ > হরষ,
- স্নান >সিনান,
- শ্রী>ছিরি,
- রত্ন>রতন,
- স্বপ্ন > স্বপন,
- জন্ম>জনম
২) 'ই' কারের আগম
- প্রীতি >পিরীতি,
- স্নান >সিনান,
- শ্রী >ছিরি,
- মিত্ত্র>মিত্ত্রির,
- ফিল্ম >ফিলিম,
- ক্লিপ >কিলিপ
৩) 'উ' কারের আগম
- মুক্তা >মুকুতা,
- পুত্র >পুত্তুর,
- মুল্ক > মুলুক
৪) 'এ' কারের আগম
- ধ্যান >ধেয়ান,
- ব্যাকুল >বেয়াকুল,
- গ্রাম >গেরাম
- গ্লাস >গেলাস
৫) 'ও' কারের আগম
Also Read >>
- Current Affairs list
- ধ্বনির আগম
- ধ্বনি পরিবর্তনের রীতি
- ধ্বনির লোপ
- পদ কাকে বলে ও তার প্রকারভেদ
- ধ্বনির রুপান্তর
- শব্দ ও তার প্রকারভেদ
- ধ্বনির পরিচয়
- মুণ্ডমাল শব্দ, জোড়কলম শব্দ, যোগরূঢ় শব্দ, লোকনিরুক্তি
- কারক ও তাঁর শ্রেণীবিভাগ