Current Affairs 03.09.2021
1. ইন্দো তিব্বত বর্ডার পুলিশের নতুন director-general কে হলেন
a) সঞ্জয় অরোরা
b) প্রাকাশ প্যাটেল
c) বিপিন রাওয়াত
d) বিশ্বজিৎ সাহা
সঠিক উত্তর a– সঞ্জয় আরোরা
2. সম্প্রতি কোন দেশ ফুড ইমার্জেন্সি কথা ঘোষণা করেছে?
a) ভারত
b) বাংলাদেশ
c) মায়ানমার
d) শ্রীলঙ্কা
সঠিক উত্তর d– শ্রীলঙ্কা
3. কোন IRS অফিসার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন?
a) পবন আগরওয়াল
b) সুনীল অরোরা
c) সুভাষ চন্দ্র
d) জে. বি. মহাপাত্র
সঠিক উত্তর d – জে. বি. মহাপাত্র
4. সম্প্রতি প্রয়াত হলেন জয়ী সিদ্ধর্থ শুক্লা কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন?
a) রাজনীতিবিদ
b) লেখক
c) অর্থনীতিবিদ
d) অভিনেতা
সঠিক উত্তর d– অভিনেতা
5. সম্প্রতি আসাম রাজ্য রাজিব গান্ধী ওরাং ন্যাশনাল পার্কের নাম করে কি রাখলেন?
a) ওরাং ন্যাশনাল পার্ক
b) রাজিব গান্ধী ন্যাশনাল পার্ক
c) আসাম ন্যাশনাল পার্ক
d) উপরের কোনোটিই না।
সঠিক উত্তর a– ওরাং ন্যাশনাল পার্ক
6. ছত্রিশগড় রাজ্যের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন?
a) রাকেশ কুমার ভাদুড়িয়া
b) প্রশান্ত কুমার মিশ্র
c) প্রাকাশ কুমার
d) উপরের কোনোটিই না।
সঠিক উত্তর b– প্রশান্ত কুমার মিশ্র
7. জাম্বিয়ার রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হলেন?
a) Hakainde Hichilema
b) Sukhaende Ftrank
c) Mohiende Smith
d) None of these
সঠিক উত্তর a– Hakainde Hichilema
8. বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয়?
a) 2 সেপ্টেম্বর
b) 1 সেপ্টেম্বর
c) 3 সেপ্টেম্বর
d) 5 সেপ্টেম্বর
সঠিক উত্তর a–2 সেপ্টেম্বর
9. সম্প্রতি কতজন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন?
a) 5 জন
b) 7 জন
c) 9 জন
d) 11 জন
সঠিক উত্তর c– 9 জন
10. AXIS bank এর মড ও চেও পদে কে নিযুক্ত হলেন?
a) সোমা মন্ডল
b) হিমা কোহলি
c) দিলীপ কুমার
d) অমিতাভ চৌধুরী
সঠিক উত্তর d – অমিতাভ চৌধুরী