পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য । Important fact of West Bengal.


Dear Students, 
আজকের বিষয় পশ্চিমবঙ্গ সম্পর্কে খুটিনাটি সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলি এখানে তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। নিম্নে পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করা হল।
  • পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি 1950।
  • পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল 88752 বর্গ কিমি।
  • জনসংখ্যার দিয়ে পশ্চিমবঙ্গের স্থান 4th (India)।
  • আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান 13 তম।
>> আরও জানুন : ভারতের রাষ্ট্রপতি 
  • পশ্চিমবঙ্গ আগে বঙ্গ নামে পরিচিত ছিল।
  • বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। তার রাজনৈতিক রাজধানী ছিল কর্ণসুবর্ণ।
  • বাংলার সর্বশেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা।
  • বিংশ শতাব্দীর প্রথমভাগে বাংলা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান কেন্দ্র।
  • 1772 সালে কলকাতা ভারতের রাজধানী ঘোষিত হয়।
  • 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা।
  • পশ্চিমবঙ্গের কলকাতা ভারতের দ্বিতীয় বৃহত্তম নগর।
  • ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ‘ঘুম’ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত।
  • পশ্চিমবঙ্গে ‘ক্রান্তীয় আদ্র পর্ণমোচী’ জলবায়ু সবথেকে বেশি দেখা যায়।
  • ভারতে চা উৎপাদনে আসাম প্রথম, পশ্চিমবঙ্গের দ্বিতীয়। বিশ্বে ভারত চা উৎপাদনে দ্বিতীয়।
  • ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় 1898 সালে দার্জিলিংয়ের সিদ্রাপং এ।
  • সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিং কে।
  • পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি কে।
  • পশ্চিমবঙ্গের বোটানিক্যাল গার্ডেনর বটগাছ পৃথিবীর বৃহত্তম বটগাছ।
  • পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন।
  • কৃষ্ণনগর মৃৎ শিল্পের জন্য বিখ্যাত।
  • পশ্চিমবঙ্গের সর্বাধিক কোন সমৃদ্ধ ও জেলা পুরুলিয়া।
  • আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় অবস্থিত।
  • হাওড়া শহরটি কে ভারতের গ্লাসগো বলা হয়।
  • পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প পাট শিল্প।
  • পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা।
  • পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল উত্তর দিনাজপুর জেলার চোপড়া।
  • পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ।
  • পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী নাম বিধানচন্দ্র রায়।
  • পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম চক্রবর্তী রাজা গোপালাচারী।
>> আরও জানুন : ভারতের উপ রাষ্ট্রপতি 
  • পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত 950/1000 জন।
  • পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা 295 (294+1 Anglo-Indian)।
  • লোকসভার আসন সংখ্যা 42।
  • রাজ্যসভার আসন সংখ্যা 16।
  • পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা 23।
সর্বশেষ যুক্ত হওয়া জেলা গুলি হল
  • পশ্চিম মেদিনীপুর –2002 
  • পূর্ব মেদিনীপুর –2002 
  • আলিপুরদুয়ার –2014 জুন 25 
  • কালিম্পং –2017 ফেব্রুয়ারি 14 
  • ঝাড়গ্রাম– 2017 এপ্রিল 4 
  • পূর্ব বর্ধমান –2017 এপ্রিল 7 
  • পশ্চিম বর্ধমান –2017 এপ্রিল 7
দৈনিক ফ্রী অনলাইন মক টেস্ট দেওয়ার জন্য হিটলিস্ট ক্যাটাগরি চেক করুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন। (alert-success)

কলকাতা হাইকোর্ট 
  • ভারতের প্রাচীনতম হাইকোর্ট হল কলকাতা হাইকোর্ট। 
  • প্রতিষ্ঠিত হয়েছিল 1 জুলাই 1862।
  • কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি স্যার বার্নিশ পিকক। 
  • ভারত স্বাধীন হওয়ার পর কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি শ্রী ফণিভূষণ চক্রবর্তী। 
>> আরও জানুন : বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ
পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বিষয়
  • পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু মেছো বিড়াল (ফিশিং ক্যাট)। 
  • পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখি ধলাগলা মাছরাঙ্গা। 
  • পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল শিউলি। 
  • পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ ছাতিম গাছ।
  • পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় নদী হুগলি, দামোদর। 
  • পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় খেলা ফুটবল।
  • পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় নৃত্য গৌড়ীয় নৃত্য 
বিভিন্ন প্রতিযোগিতা মূলক প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়  এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-passed)

________________________________________________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad