Sashanka The First Ruler of Bengal, Explain in Bengali | গৌড়ের স্বাধীন রাজবংশ

First ruler of Bengal Sashanka

 গৌড়ের বা বাংলার স্বাধীন রাজবংশ

শশাঙ্ক (606-637 খ্রিস্টাব্দ)

➤ শশাঙ্ক ছিলেন গৌড় বা বাংলাদেশের প্রথম সার্বভৌম শাসক। 

➤ তাঁর অপর নাম ছিল নরেন্দ্রগুপ্ত। 

➤ শশাঙ্ক শৈব উপাসক ছিলেন।

➤ তিনি বৌদ্ধধর্ম বিদ্বেষী হিসাবে অভিহিত। 

➤ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।

➤ বাণভট্ট শশাঙ্ককে ‘গৌড়াধর্ম’ ও গৌড়ভুজঙ্গ’ বলে উল্লেখ করেছিলেন ।

➤ গুপ্ত বংশের পতনের ফলে গৌড়ে স্বাধীন রাজবংশের সূচনা হয়। 

➤ তিনি 606 খ্রিস্টাব্দে মহাসেনগুপ্তের মৃত্যুর পর গৌড়ে স্বাধীন রাজ্য গঠন করেন। 

➤ দণ্ডভুক্তি, উৎকল, কঙ্গোদ, মগধ তাঁর সাম্রাজ্যভুক্ত ছিল।  তিনি মালবরাজ দেবগুপ্তের সঙ্গে যৌথভাবে কনৌজ আক্রমণ করে গ্রহবর্মনকে পরাজিত ও নিহত করেন এবং রাজ্যশ্রীকে বন্দি করেন। 

➤ থানেশ্বররাজ ও রাজ্যশ্রীর দাদা রাজ্যবর্ধন দেবগুপ্তকে পরাজিত ও হত্যা করলে শশাঙ্ক রাজ্যবর্ধনকে হত্যা করে এর প্রতিশোধ গ্রহণ করেন। এর ফলে হর্ষবর্ধনের সঙ্গে তাঁর সংঘর্ষের সূত্রপাত হয়। তবে এর ফলাফল সম্বন্ধে কিছু জানা যায় না। মনে করা হয়, শশাঙ্কের সবথেকে বড়ো শত্রু ছিলেন পুষ্যভূতি বংশীয় হর্ষবর্ধন ও কামরূপরাজ ভাস্করবর্মন।

➤ 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হওয়া পর্যন্ত তাঁর সাম্রাজ্য অটুট ছিল।

Also Read>>

কুষাণ বংশ (link)

মৌর্যবংশ (link)

সিপাহী বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য (link)

আসল নাম এবং তার উপাধি (link)

Gupta Empire (link)

সাতবাহন বংশ (link)

গুর্জর প্রতিহার বংশ (link)

History of Pal Dynasty (link)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad