Vice President of India, Details in Bengali | উপ রাষ্ট্রপতি সম্পর্কিত কমপ্লিট নোট

উপ-রাষ্ট্রপতি যোগ্যতা ও গুরুত্বপূর্ণ ধারা

Dear Students, 

আজকের আলোচ্য বিষয় হলো ভারতীয় সংবিধানের উপরাষ্ট্রপতি সম্পর্কে। উপরাষ্ট্রপতি সম্পর্কে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে অতীতে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতে আসতে পারে। সেগুলি এখানে ভালো করে আলোচনা করা হল। চলুন তাহলে শুরু করা যাক।

Table of Content (toc)

➡️ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন।

➡️ ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

◼️উপ-রাষ্ট্রপতির যোগ্যতা:-

💠ভারতীয় নাগরিক হতে হবে

💠কার্তিক বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে।

💠রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোন লাভজনক পদে থাকার চলবে না।

💠রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে।

💠সংসদ বা রাজ্য আইনসভার সদস্য থাকা চলবে না।

>> আরও পড়ুন : পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে

◼️উপ-রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি:-

💠সংবিধানের ৬৩ নং ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির মতো উপ-রাষ্ট্রপতিও সংসদের উভয় কক্ষের সদস্যের দ্বারা গঠিত নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন।

◼️উপ-রাষ্ট্রপতির কার্যাবলী :-

💠উপ-রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ ৫ বছর। তবে তিনি নির্ধারিত কার্যকর শেষ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন কিংবা তাকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায়।

💠উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি রুপে কাজ করে যদিও তিনি রাজ্যসভার সদস্য নন।

💠রাষ্ট্রপতির পর শূন্য হলে উপরাষ্ট্রপতি সর্বাধিক ৬ মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন।


◼️উপ-রাষ্ট্রপতির অপসারন পদ্ধতি:-

💠রাষ্ট্রপতির মতো উপ-রাষ্ট্রপতিকেও অসাংবিধানিক কাজের জন্য বরখাস্ত বা ইমপিচমেন্ট করা যেতে পারে। দুই ক্ষেত্রে একই পদ্ধতি।

💠উপ-রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের প্রস্তাব কেবলমাত্র রাজ্যসভায় উত্থাপন করা যায় এবং উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্য দ্বারা সমর্থিত হতে হবে। 

◼️উপ-রাষ্ট্রপতি সম্পর্কে অন্যান্য বিষয়:-

💠উপ-রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

💠উপ-রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রাজ্যসভায় সকল বিল ও প্রস্তাব উত্থাপিত হয়।

💠উপ-রাষ্ট্রপতি যেহেতু রাজ্যসভার সদস্য নয়, তাই কোনো ক্ষেত্রেই রাজ্যসভায় ভোটাভুটির সময় তার অধিকার নেই।

💠রাষ্ট্রপতির অনুপস্থিতি জনিত কারনে উপ-রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।(সর্বাধিক ৬ মাস)

💠উপ-রাষ্ট্রপতি যদি কার্যনিবার্হী রাষ্ট্রপতি পদে বহাল থাকেন তখন তিনি রাজসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন না। তখন তিনি রাজ্যসভার বেতন ও ভাতা পান না, রাষ্ট্রপতির বেতন ও ভাতা পান। 

◼️প্রাক্তন উপ-রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:-

💠স্বাধীন ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন।

💠ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন একমাত্র উপ-রাষ্ট্রপতি যিনি পরপর দুই বার এই পদে আসীন ছিলেন। 

💠স্বাধীন ভারতের প্রথম মুসলিম উপ-রাষ্ট্রপতি ডঃ জাকির হোসেন। 

💠স্বাধীন ভারতের প্রথম দলিত উপ-রাষ্ট্রপতি R.K. Narayan.

💠ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন, R.K. Narayan, আর. ভেঙ্কটরমন, ডঃ শঙ্কর দয়াল শর্মা, এরা সকলেই উপ-রাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি উভয় পদে নির্বাচত হয়েছেন।

>> আরও পড়ুন42 তম সংবিধান সংশোধন

◼️উপ-রাষ্ট্রপতি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা:-

💠৬৩ নং ধারা : ভারতে একজন উপ-রাষ্ট্রপতি থাকবেন। 

💠৬৪ নং ধারা : উপ-রাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। 

💠৬৫ নং ধারা : রাষ্ট্রপতির অবর্তমানে তার দায়িত্ব পালন করবেন উপ-রাষ্ট্রপতি। 

💠৬৬ নং ধারা : উপ-রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি।

💠৬৭  নং ধারা : উপ-রাষ্ট্রপতির কার্যকাল।

💠৬৮ নং ধারা : পূর্ববর্তী উপ-রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার পূর্বে পরবর্তী উপ-রাষ্ট্রপতির নির্বাচন শেষ করতে হবে। 

💠৬৯ নং ধারা : উপ-রাষ্ট্রপতি শপথ গ্রহণ।

 >> আরও পড়ুন : ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু সম্পর্কে জানুন।

বিভিন্ন প্রতিযোগিতা মূলক প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়  এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-passed)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad