19th August 2022 Important Current Affairs in Bengali | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 
Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।


🔷 সিকিমের মুখ্যমন্ত্রী পি এস তামাং রাজ্যের মহিলাদের কল্যাণের জন্য 2টি প্রকল্প চালু করেছেন। দুটি যোজনা হল ‘আমা যোজনা' এবং 'বাৎসল্য যোজনা’।

🔷 সম্প্রতি কেনিয়ার নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন William Ruto.

🔷 HDFC ব্যাঙ্ক  উত্তর কেরালার কোঝিকোড়ে প্রথমবার সম্পুর্ন  মহিলা পরিচালিত  শাখা ব্যাঙ্ক খুলেছে।

🔷 সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তির সেক্রেটারি  অলকেশ কুমার শর্মাকে 10 সদস্যের ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-এর প্যানেলে নিযুক্ত করেছেন।

🔷 সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবনী নিয়ে লেখা ❝Putin His Life and Times❞ শিরোনামে বইটি লিখেছেন Philip Short.

🔷 বিসিসিআই এর প্রাক্তন  ভারপ্রাপ্ত সচিব এবং ঝাড়খণ্ড রাজ্যের প্রাক্তন  ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট অমিতাভ চৌধুরী  সম্প্রতি প্রয়াত হয়েছেন।

🔷 আয়ারল্যান্ডের ক্রিকেটার Kevin O’Brien সম্প্রতি ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছেন। তিনি তিনটি টেস্ট,  153টি ODI এবং 110 টি-টোয়েন্টিতে মোট 5850 রান করেছেন এবং 172 উইকেট শিকার করেছেন।
🔷 সম্প্রতি মালয়েশিয়াতে ❝সুলতান আজলাং সাহা কাপ❞ অনুষ্ঠিত হবে। 
🔷 সম্প্রতি রাজস্থান সরকার ❝মুখ্যমন্ত্রী অনুপ্রতি কোচিং যোজনা❞ চালুউ করেছে। এতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রতিযোগিতা মুলক পরীক্ষায় কোচিং দেওয়া হবে।

🔷 থাই পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস এবং  ভারতের পাবলিক ব্রডকাস্টার প্রসার ভারতীর সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad