🔷 সিকিমের মুখ্যমন্ত্রী পি এস তামাং রাজ্যের মহিলাদের কল্যাণের জন্য 2টি প্রকল্প চালু করেছেন। দুটি যোজনা হল ‘আমা যোজনা' এবং 'বাৎসল্য যোজনা’।
🔷 সম্প্রতি কেনিয়ার নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন William Ruto.
🔷 HDFC ব্যাঙ্ক উত্তর কেরালার কোঝিকোড়ে প্রথমবার সম্পুর্ন মহিলা পরিচালিত শাখা ব্যাঙ্ক খুলেছে।
🔷 সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তির সেক্রেটারি অলকেশ কুমার শর্মাকে 10 সদস্যের ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-এর প্যানেলে নিযুক্ত করেছেন।
🔷 সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবনী নিয়ে লেখা ❝Putin His Life and Times❞ শিরোনামে বইটি লিখেছেন Philip Short.
🔷 বিসিসিআই এর প্রাক্তন ভারপ্রাপ্ত সচিব এবং ঝাড়খণ্ড রাজ্যের প্রাক্তন ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট অমিতাভ চৌধুরী সম্প্রতি প্রয়াত হয়েছেন।
🔷 আয়ারল্যান্ডের ক্রিকেটার Kevin O’Brien সম্প্রতি ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছেন। তিনি তিনটি টেস্ট, 153টি ODI এবং 110 টি-টোয়েন্টিতে মোট 5850 রান করেছেন এবং 172 উইকেট শিকার করেছেন।
🔷 সম্প্রতি মালয়েশিয়াতে ❝সুলতান আজলাং সাহা কাপ❞ অনুষ্ঠিত হবে।
🔷 সম্প্রতি রাজস্থান সরকার ❝মুখ্যমন্ত্রী অনুপ্রতি কোচিং যোজনা❞ চালুউ করেছে। এতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে প্রতিযোগিতা মুলক পরীক্ষায় কোচিং দেওয়া হবে।
🔷 থাই পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস এবং ভারতের পাবলিক ব্রডকাস্টার প্রসার ভারতীর সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে।