Daily Important Current Affairs in Bengali - 20th August 2022 | বাংলায় দৈনিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স


◼️Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।

➡️ 19 অগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয়। মানুষকে ফটোগ্রাফিতে উৎসাহিত করতে প্রতিবছর এই দিবস পালন করা হয়।

➡️ ভারত শ্রীলঙ্কাকে একটি “Dornier Maritime Reconnaissance Aircraft” নামক বিমান উপহার দিয়েছে। উপকূলবর্তী সুরক্ষা প্রদান করার কাজে এই বিমানটি ব্যবহার করা হবে।

➡️ ডুরান্ড কাপ 2022 আয়োজন করবে পশ্চিমবঙ্গ, মনিপুর এবং আসাম রাজ্য। 2022-এ এটি 131তম সংস্করণ। মোট কুড়িটি দল এতে অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চিপ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে।

➡️ NATGRID এর নতুন CEO হিসাবে নিযুক্ত হয়েছেন পিযূষ গোয়েল। NATGRID এর প্রতিষ্ঠা সাল 2009 এবং সদরদপ্তর – নতুন দিল্লি। 

➡️ কোটাক মাহিন্দ্র ব্যাংক ❝KOTAK CRÈME❞ নামক এক ধরনের স্যালারি অ্যাকাউন্ট চালু করেছে। পেমেন্ট সংক্রান্ত সুবিধা দিতে এই অ্যাকাউন্টটি ভারতের সমস্ত কর্পোরেটদের কাছে পৌঁচে দেওয়া হবে।

➡️ FIBA U-18 Women’s Asian Basketball Championship আয়োজন করবে কর্নাটক রাজ্য।

➡️ ভারতীয় রেলওয়ে প্রটেকশন ফোর্স ❝Operation Yatri Suraksha❞ নামে ক্যাম্পেইন চালু করেছে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

➡️ ওড়িশা রাজ্য সরকার উপকূলবর্তী সুরক্ষা বাড়াতে ❝National Institute of Ocean Technology❞ এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে এই চুক্তি স্বাক্ষর করেছে।

➡️ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি মুম্বাইয়ে ভারতের প্রথম ❝Electric Double Decker❞ বাস লঞ্চ করেছে। বাসের নাম দেয়া হয়েছে ❝Switch Eiv 2022❞, এই বাস গুলি পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে।

➡️ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবর্ন (IFFM) 2022 পুরষ্কারে সেরা চলচিত্রের নাম হল “83”। সেরা অভিনেতা – রনবীর সিং এবং সেরা অভিনেত্রী হয়েছেন শেফালী শাহ।

পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্স
18-08-2022 Click Here
19-08-2022 Click Here
পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স
21-08-2022 Click Here
22-08-2022 Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad