➡️ 19 অগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয়। মানুষকে ফটোগ্রাফিতে উৎসাহিত করতে প্রতিবছর এই দিবস পালন করা হয়।
➡️ ভারত শ্রীলঙ্কাকে একটি “Dornier Maritime Reconnaissance Aircraft” নামক বিমান উপহার দিয়েছে। উপকূলবর্তী সুরক্ষা প্রদান করার কাজে এই বিমানটি ব্যবহার করা হবে।
➡️ ডুরান্ড কাপ 2022 আয়োজন করবে পশ্চিমবঙ্গ, মনিপুর এবং আসাম রাজ্য। 2022-এ এটি 131তম সংস্করণ। মোট কুড়িটি দল এতে অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চিপ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে।
➡️ NATGRID এর নতুন CEO হিসাবে নিযুক্ত হয়েছেন পিযূষ গোয়েল। NATGRID এর প্রতিষ্ঠা সাল 2009 এবং সদরদপ্তর – নতুন দিল্লি।
➡️ কোটাক মাহিন্দ্র ব্যাংক ❝KOTAK CRÈME❞ নামক এক ধরনের স্যালারি অ্যাকাউন্ট চালু করেছে। পেমেন্ট সংক্রান্ত সুবিধা দিতে এই অ্যাকাউন্টটি ভারতের সমস্ত কর্পোরেটদের কাছে পৌঁচে দেওয়া হবে।
➡️ FIBA U-18 Women’s Asian Basketball Championship আয়োজন করবে কর্নাটক রাজ্য।
➡️ ভারতীয় রেলওয়ে প্রটেকশন ফোর্স ❝Operation Yatri Suraksha❞ নামে ক্যাম্পেইন চালু করেছে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
➡️ ওড়িশা রাজ্য সরকার উপকূলবর্তী সুরক্ষা বাড়াতে ❝National Institute of Ocean Technology❞ এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে এই চুক্তি স্বাক্ষর করেছে।
➡️ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি মুম্বাইয়ে ভারতের প্রথম ❝Electric Double Decker❞ বাস লঞ্চ করেছে। বাসের নাম দেয়া হয়েছে ❝Switch Eiv 2022❞, এই বাস গুলি পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে।
➡️ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবর্ন (IFFM) 2022 পুরষ্কারে সেরা চলচিত্রের নাম হল “83”। সেরা অভিনেতা – রনবীর সিং এবং সেরা অভিনেত্রী হয়েছেন শেফালী শাহ।
পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্স | |
---|---|
18-08-2022 | Click Here |
19-08-2022 | Click Here |
পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স | |
---|---|
21-08-2022 | Click Here |
22-08-2022 | Click Here |