Daily Important Current Affairs in Bengali - 21 August 2022 | বাংলায় দৈনিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স


↪️Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।

◼️ 20 আগস্ট 2022 ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 78 তম জন্মবার্ষিকী। তিনি 1984 থেকে 1989 সাল পর্যন্ত ভারতের 6তম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1991 সালে আত্মঘাতী বোমা হামলায় তিনি নিহত হন।

◼️ রাশিয়াতে ❝VOSTOK-2022❞ নামক মিলিটারি সৈন্য অভ্যাস আয়োজিত হতে চলেছে। এই সামরিক মহড়ায় যে দেশগুলি অংশ গ্রহণ করবে সেই দেশ গুলি হল ভরত, চীন, রাশিয়া,  বেলারুশ, মঙ্গোলিয়া এবং তাজিকিস্তান।

◼️ সম্প্রতি  কানাডায় 65th Commonwealth Parliamentary সম্মেলন অনুষ্ঠিত হবে।  ভারতের হয়ে  ওম বিড়লার নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দল কানাডায় 65তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণ করবেন।  এই সম্মেলনটি 20 থেকে 26 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

◼️ প্রতি বছর 20 আগস্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়। ব্রিটিশ বিজ্ঞানী রোনাল্ড রস ম্যালেরিয়া রোগের ঔষধ আবিষ্কারকে চিহ্নিত করার জন্য এই দিনটি বিশ্ব মশা দিবস হিসাবে পালন করা হয়। 1902 সালে ম্যালেরিয়া নিয়ে কাজ করার জন্য তিনি মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন।

◼️ National Bank for Financial Infrastructure and Development (NaBFID) এর ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন রাজকিরন রাই।

◼️ গোয়া, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ যথাক্রমে ❝হর ঘর জল❞ মিশনের অধিনে সার্টিফিকেট প্রাপ্ত প্রথম রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত গ্রামের মানুষ বর্তমানে ট্যাপ সংযোগের মাধ্যমে নিরাপদ পানীয় জলের সুবিধা পাচ্ছেন।

◼️ UEFA Women’s Champions লীগে খেলা প্রথম ভারতীয় ফুটবলার হলেন মনীষা কল্যাণ। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় অ্যাপোলন লেডিস এফসির হয়ে তার অভিষেক হয়। 2021-22 মরসুমে তিনি AIFF মহিলা ফুটবলারের বর্ষসেরা পুরস্কার হয়েছেন।

◼️ কেরালার প্রথম উপজাতী ঔপন্যাসিক এবং ছোটগল্পকার নারায়ণ সম্প্রতি প্রয়াত হয়েছেন। মৃত্যু কালীন তার বয়স হয়েছিল 82 বছর। নারায়ণ তার প্রথম উপন্যাস ❝Kocharethi❞-র জন্য 1999 সালে কেরালা সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন।

◼️ প্রাক্তন অলিম্পিক ফুটবল অধিনায়ক সমর বদরু ব্যানার্জি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি 1956 সালের মেলবোর্ন অলিম্পিকে দেশকে চতুর্থ স্থান অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন। 2009 সালে তিনি মোহনবাগান রত্ন পুরষ্কার পেয়েছিলেন।


পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্স
20-08-2022 Click Here
পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স
22-08-2022 Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad