18th August 2022 Current Affairs in Bengali | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।

1) ১৭ই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামী মদন লাল ধিংড়ার মৃত্যুবার্ষিকী। মদন লাল ধিংড়া ১৯০৯ সালে ব্রিটিশ পুলিশ অফিসার কার্জন গুলি করে হত্যা করেন এবং পুলিশের হাতে ধরা পড়েন। তাকে ১৭ই আগস্ট ফাঁসি দেওয়া হয়।

2) Canoe Sprint World Championship 2022 রুপোর পদক জয়লাভ করলেন পূজা ওঝা। ইনি প্রথম ভারতীয় হিসেবে এই পদক জিতেছেন।

3) প্রসিদ্ধ বিজনেস ম্যান রাকেশ ঝুনঝুনওয়ালা ৬২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি বিগ বুল নামে পরিচিত।

4) সম্প্রতি কর্ণাটক সরকার ঘোষণা করেছে যে রাজ্যের বিভিন্ন বিভাগ ক্রীড়াবিদদের জন্য দুই শতাংশ করে সংরক্ষণ দেয়া হবে।

5) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল “ MAKE IN INDIA NO-1” মিশন চালু করেছেন। এই মিশনের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, কৃষিকাজ এবং কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে।

6) সম্প্রতি মাস্টারকার্ড চারজন ব্যাডমিন্টন খেলোয়াড়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন। এদের নাম গুলি হল- লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, চিরাগ শেট্টি এবং এস. রঙ্কিরেড্ডি।

7) সম্প্রতি জম্মু-কাশ্মীরে ❝ভিলেজ ডিফেন্স গার্ড❞ স্কিম চালু করা হয়েছে।

8) সম্প্রতি ভারত-থাইল্যান্ড যৌথ কমিশন মিটিং ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাই এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর সহ-সভাপতি ছিলেন। ভারত ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক ৭৫ বছর পূর্ণ হয়েছে।

9) সম্প্রতি ফিফা ভারতীয় ফুটবল বোর্ডকে অনির্দিষ্ট কালের জন্য ব্যান করেছে।

10) সম্প্রতি কেন্দ্রীয় ওয়াটার প্রজেক্ট মিনিস্টার গজেন্দ্র সিং শেখওয়াত ঘোষণা করেছেন গঙ্গা ও তার উপনদী গুলিকে পরিষ্কার করার জন্য ৩০ হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad