Five Years Plan in India in Bengali | পঞ্চবার্ষিকী পরিকল্পনা

 Five years plan in India

Table of Content (toc)

প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( 1st Five Years Plan) 

➤ সময়লকাল 1951 থেকে 1956

➤উন্নয়নের লক্ষমাত্র ছিল 2.1 কিন্তু প্রকৃত উন্নয়ন হয়েছিল 3.6

➤মডেলের নাম ছিল হ্যারোড ডোমার মডেল।

1st পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় 

➤ খাদ্য উৎপাদন বৃদ্ধি করা যাতে খাদ্য সংকট দূর হয় |

➤ গ্রামীণ পরিকাঠামাে উন্নয়ন করা হয়।

➤ জাতীয় উন্নয়ন পর্যদ (NDC) প্রতিষ্ঠিত হয় 1952 সালে।

>> আরও পড়ুন : ভারতের উপ রাষ্ট্রপতি

দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( 2nd Five Years Plan)

➤ সময়লকাল 1956 থেকে 1961

➤উন্নয়নের লক্ষমাত্র ছিল 4.5 কিন্তু প্রকৃত উন্নয়ন হয়েছিল 4.2

➤মডেলের নাম ছিল মহলানবিশ মডেল।

2nd পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় 

➤ ভারী শিল্পের উপর গুরুত্ব আরােপ

➤ বেকার সমস্যা দূর করতে শিল্পায়নে জোর দেওয়া

➤ দুর্গাপুর, রৌরকেল্লা, ভিলাই ইত্যাদি স্থানে শিল্পগুলি স্থাপন করা হয়, যথাক্রমে ব্রিটেন, জার্মানি এবং USSR-এর সহায়তায়। 

➤ একে নেহরু মহলানবিশ কৌশলও বলা হয়।


তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ( 3rd Five Years Plan)

➤ সময়লকাল 1961 থেকে 1966

➤উন্নয়নের লক্ষমাত্র ছিল 5.5 কিন্তু প্রকৃত উন্নয়ন হয়েছিল 2.7

➤মডেলের নাম ছিল সুখময় চক্রবর্তী এবং প্রফেসর স্যাডি মডেল।


3rd পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়

➤ অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং অর্থনীতিকে স্বনির্ভর ও স্বাবলম্বী করে তােলা এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল।

➤ এই পরিকল্পনাটি সম্পূর্ণরূপে ব্যর্থ কারণ হিসাবে ভারত-পাক যুদ্ধ, ভারত-চিন যুদ্ধ, নেহরুর মৃত্যু, খরা ইত্যাদি 

➤ স্বনির্ভরতার উপর প্রথমবার জোর দেওয়া।

➤ কৃষি ও শিল্পের উপর প্রায় সমান গুরুত্ব দেওয়া হয়। 

➤ একে গ্যাডগিল যােজনাও বলা হয়।


PLAN HOLIDAY

➤ 1966 থেকে 1969 পর্যন্ত কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল না তাই এই সময়লকালকে PLAN HOLIDAY বলা হয়।

➤সময়লকাল ছিল 1966, 1967, 1968, 1969

গুরুত্বপূর্ণ বিষয়

➤ কৃষি উৎপাদন বৃদ্ধি করা হয়।

➤ সবুজ বিপ্লব শুরু হয় 1966-67 সালে, ফলে কৃষিক্ষেত্রে উন্নতি ঘটে। 

➤ 1966 সালে ভারতীয় মুদ্রার প্রথমবার অবমূল্যায়ন

(devaluation) করা হয়।

আরও পড়ুন : 42 তম সংবিধান সংশোধন

চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (4th Five Years Plan)

➤ সময়লকাল 1969 থেকে 1974

➤উন্নয়নের লক্ষমাত্র ছিল 5.7 কিন্তু প্রকৃত উন্নয়ন হয়েছিল 3.2

➤মডেলের নাম ছিল অশােক রুদ্র এবং অ্যালন এস. মানি মডেল।

4th পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়

➤ ভারসাম্যের স্থিতাবস্থার সঙ্গে অগ্রগতি, স্বনির্ভরতার পথে আরও অগ্রগতি এবং সামাজিক বিচার এবং ন্যায়বিচারের অগ্রগতি ছিল মূল উদ্দেশ্য।

➤ সামাজিক ন্যায়বিচারের উপর প্রথমবার জোর দেওয়া হয়

➤ 1971 সালে প্রথমবার ইন্দিরা গান্ধি 'গরিবি হটাও' স্লোগান এর ডাক দেন।

➤ 1971 সালে 14টি বেসরকারি ব্যাঙ্ককে রাষ্ট্রায়ত্ত করা

হয়।

➤ সমাজে দুর্বল ও পিছিয়ে পরা শ্রেণির উপর জোর দেওয়া হয়।


পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (5th Five Years Plan)

➤ সময়লকাল 1974 থেকে 1979

➤উন্নয়নের লক্ষমাত্র ছিল 4.4 কিন্তু প্রকৃত উন্নয়ন হয়েছিল 4.8

5th পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়

➤ মূল উদ্দেশ্য দারিদ্র্য দূরীকরণ এবং স্বনির্ভরতার লক্ষ্যে পৌঁছানো।

➤ দারিদ্র্যতার উপর সরাসরি প্রথমবার জোর দেওয়া হয়।

➤ রাজনৈতিক প্রেক্ষাপটের দরুন এই পরিকল্পনাটি শেষ হওয়ার এক বছর আগেই বন্ধ করা হয়।


প্রবহমান পরিকল্পনা (Rolling Plan)

➤ সময়লকাল 1978, 1979 এবং 1980

➤ এটিকে জনতার 6th প্ল্যানও বলা হয়।

➤ রোলিং প্ল্যানের ধারণা প্রথম দিয়েছিলেন রাগনার ফ্রিস এবং গুনডার মিরডল।


ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (6th Five Years Plan)

➤ সময়লকাল 1980 থেকে 1985

➤উন্নয়নের লক্ষমাত্র ছিল 5.2 কিন্তু প্রকৃত উন্নয়ন হয়েছিল 5.4

➤ মডেলের নাম ছিল বিনিয়োগ যোজনা।

6th পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়

➤ দারিদ্র্যদূরীকরণ এবং বেকারত্ব দূরীকরণ এর উপর জোর দেওয়া হয়।

➤ পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনীতির আধুনিকীকরণ  করা হয়।

➤ সমাজের পিছিয়ে পরা মানুষদের উন্নতিবিধান করা হয়।

➤ আধুনিকীকরণের উপর প্রথমবার জোর দেওয়া হয়।

➤ 1982 সালে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) প্রতিষ্ঠিত হয়।

➤ IRDA, NREP এবং RLEGP ইত্যাদি প্রকল্প চালু হয়।

>> আরও পড়ুন : ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু সম্পর্কে জানুন।

সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (7th Five Years Plan)

➤ সময়লকাল 1985 থেকে 1990

➤উন্নয়নের লক্ষমাত্র ছিল 5.0 কিন্তু প্রকৃত উন্নয়ন হয়েছিল 6.0

➤ মডেলের নাম ছিল বিনিয়োগ যোজনা।

7th পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়

➤ নিয়োগ এবং উৎপাদন বৃদ্ধি করা হয়।

➤ স্বনির্ভর অর্থনীতি তৈরি করা হয়।

➤ 7th পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অপারেশন ব্ল্যাক বোর্ড প্রকল্প চালু হয়েছিল।

➤ "Food work & productivity" -এর উপর জোর দেওয়া হয়।

➤ উদারীকরণের পথে প্রথমবার অগ্রগতি ঘটে।


বার্ষিক পরিকল্পনা (Yearly Plan)

➤ সময়লকাল 1990, 1991 এবং 1992

বার্ষিক পরিকল্পনার উল্লেখযোগ্য দিক

➤ নূতন অর্থনৈতিক পরিকল্পনা দ্বারা অর্থনীতির কাঠামোগত পরিবর্তন করা হয়।

➤ এলপিজি (LPG) মডেল কার্যকর করা হয়।


অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (8th Five Years Plan)

➤ সময়লকাল 1992 থেকে 1997

➤উন্নয়নের লক্ষমাত্র ছিল 5.6 কিন্তু প্রকৃত উন্নয়ন হয়েছিল 6.0

➤ মডেলের নাম ছিল Rao-Manmohan Model

8th পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়

➤ কর্মসংস্থানের সুযােগ বৃদ্ধি করা হয়।

➤ পরিকাঠামােগত উয়ায়ন এর উপর জোর দেওয়া হয়।

➤ এটিকে জলবিভাজিকা রেখা (water shade line) হিসাবে দেখা হয়। কারণ, এটি ছিল অর্থনৈতিক সংস্কারেরর পর প্রথম পরিকল্পনা।

➤ এটি ছিল প্রথম ইঙ্গিতদান্ত এবং বিকেন্দ্রীভূত পরিকল্পনা।


নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (9th Five Years Plan)

➤ সময়লকাল 1997 থেকে 2002

➤উন্নয়নের লক্ষমাত্র ছিল 3.9 কিন্তু প্রকৃত উন্নয়ন হয়েছিল 5.4

9th পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়

➤ এই পরিকল্পনার চারটি দিকের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে -

1.জীবনযাত্রার মান উন্নয়ন। 

2.উৎপাদনের জন্য দক্ষ উৎপাদক বৃদ্ধি।

3.আঞ্চলিক ভারসাম্য

4.স্বনির্ভরতা

➤ এই সময় পঞ্চায়েতীরাজ ব্যবস্থা এবং স্বনির্ভর গােষ্ঠী

(Self help group) প্রতিষ্ঠিত হয়।

➤ সর্বশিক্ষা অভিযান, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা শুরু হয়।


দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (10th Five Years Plan)

➤ সময়লকাল 2002 থেকে 2007 

➤উন্নয়নের লক্ষমাত্র ছিল 8.0 কিন্তু প্রকৃত উন্নয়ন হয়েছিল 7.5

10th পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়

➤ দেশকে আরও সমৃদ্ধ করা যাতে উন্নত দেশের সঙ্গে প্রতিযােগিতায় টিকতে পারা যায়।

➤ 2004 সালে 150টি জেলায় জাতীয় কাজের বদলে (National Food for work)প্রকল্প শুরু হয়।

➤ সামাজিক বিচার এবং ন্যায়বিচারের উপর জাের দেওয়া হয়।

➤ কেলকার কমিটি কর ব্যবস্থার উপর তাদের রিপোর্ট জমা দেয় 2002 সালে।

➤ অর্থনৈতিক অগ্রগতিতে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করা হয়।

>> আরও পড়ুন : ভারতের রাষ্ট্রপতি 

একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (11th Five Years Plan)

➤ সময়লকাল 2007 থেকে 2012

➤উন্নয়নের লক্ষমাত্র ছিল 9.0 কিন্তু প্রকৃত উন্নয়ন হয়েছিল 8.2

11th পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়

➤ কর্মসংস্থানের সুযােগ বৃদ্ধি করা হয়।

➤ শিক্ষিত বেকারের সংখ্যা 5%এর নীচে আনার চেষ্টা করা হয়।

➤ প্রাথমিক বিদ্যালয়ে স্কুলছুট ছাত্রসংখ্যা কমিয়ে আনার চেষ্টা করা হয়।

➤ অপুষ্ট শিশুসংখ্যার বয়স (0-3) বছর, বর্তমান বয়সের অর্ধেকে নামিয়ে আনার চেষ্টা করা হয়।

➤ টেলিফোনের সাহায্যে প্রতিটি গ্রামকে যুক্ত করা এবং ব্রডব্যান্ড-এর সংযুক্তিকরণ করা হয়।


দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (12th Five Years Plan)

➤ সময়লকাল 2012 থেকে 2017 পর্যন্ত। 

➤ 2012 সালের অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রীসভায় দ্বাদশ পরিকল্পনাটি অনুমােদন করা হয়। 

➤ এই পরিকল্পনায় শিক্ষা, পকপ্রণালী এবং স্বাস্থ্যের উন্নতির উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়।

➤ একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার তুলনায় এই পরিকল্পনায় তিনগুণ গুরুত্ব আরােপ করা হয়। 

➤ দ্বাদশ পরিকল্পনায় প্রযুক্তিগত উন্নয়নের ওপর বিশেষভাবে গুরুত্ব আরােপ করা হয়।

➤ দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার আগেই এর বদলে NITI Aayog গঠন করা হয়।

➤ National Institution for Transforming India Aayog (NITI Aayog) গঠিত হয় 1st January 2015 তারিখে।


বিভিন্ন প্রতিযোগিতা মূলক প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়  এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-passed)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad