11th August 2022 Important Current Affairs in Bengali | বাংলায় দৈনিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স


Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।


1) 9th অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। আদিবাসীদের স্বাধীনতা ও অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই দিবস পালন করা হয়।

2) সম্প্রতি ইজরায়েল দেশের বৈজ্ঞানিকেরা বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রুন আবিষ্কার করেছে।

3) ইজরায়েল দেশের তেল আবিব শহরের  এক স্টেটের নাম পরিবর্তন করে গুরুদেব রবীন্দ্র নাথ ঠাকুরের নামে রাখা হয়েছে। 

4) সম্প্রতি প্রয়াত হয়েছেন মারাঠি অভিনেতা প্রদীপ পটবর্ধন।
5) নীতি আয়োগ এর রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্স 2021 প্রথম স্থানে রয়েছে কর্নাটক রাজ্য।

6) ন্যাশনাল স্পোর্টস ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে উত্তরাখন্ড রাজ্য।

7) ভারতের প্রথম হিমালয়ান মশলা উদ্দান উত্তরাখন্ডের রানিখেতে স্থাপন করা হয়েছে। 

8) সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে দ্বীপাক্ষিক যুদ্ধ অভ্যাস ❝বজ্র প্রহার 2022❞ হিমাচল প্রদেশে শুরু হয়েছে। 

9) সম্প্রতি অমিত শাহ ❝মোদি @20 : ড্রিম মিড ডেলিভারি❞ নামক পুস্তকের ওড়িয়া সংষ্কারন প্রকাশ করেছেন।

10) সম্প্রতি শেষ হওয়া কমনওয়েলথ গেমস 2022 এ প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।  মোট 178 মেডেল পেয়ে শীর্ষ স্থানে রয়েছে। ভারত চতুর্থ স্থানে রয়েছে। ভারত মোট 61টি মেডেল জয়লাভ করেছে।

11) সম্প্রতি ভারতীয় গল্ফার গগনজীত ভুল্লার মন্দিরী ইন্দোনেশিয়া ওপেন গল্ফ টুর্নামেন্ট জয়লাভ করেছে।

12) সম্প্রতি পাওয়ার গ্রীড করপোরেশান এর চিফ ফিনানশিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন প্রমোধ কুমার। 

13) সম্প্রতি কেন্দ্র সরকার জম্মু-কাশ্মীরের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক করার জন্য ❝পরবাজ যোজনা❞ চালু করেছে।   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad