2020 Tokyo Olympic full Details in Bengali | টোকিও অলিম্পিক গেমস ২০২০

Tokyo Olimpic details Bengali


২০২০ টোকিও অলিম্পিক অলিম্পিকের গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করা হল---

১) করোনা মহামারির কারণে ২০২১ সালে আয়োজিত হয়েছিল।
২) জাপানের টোকিও শহরে আয়োজিত হয়েছিল।
৩) ম্যাসকটের নাম হল ❝মিরাইতোবা❞
৪) মোটো হল - ❝United by Emotion❞
৫) অংশগ্রহণকারী দেশ ২০৫ টি
৬) ইভেন্ট ৩৩ টি খেলায় ৩৩৯টি ইভেন্টে খেলা হয়েছিল।
৭) মশাল বহনকারী নাওমি ওসাকা (জাপানের মহিলা টেনিস খেলোয়াড়)
৮) উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন কিংবদন্তি বক্সার মেরি কম এবং জাতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।
৯) কুস্তিগীর বজরং কুনিয়া সমাপ্তি অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন।

২০২০ টোকিও অলিম্পিকে ভারতের হয়ে মেডেল জয়ী গণের সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করা হল।

Table Of Content (toc)

নীরজ চোপড়া

১) নীরদ চোপড়া হরিয়ানার পানিপথ জেলার বাসিন্দা।
২) 87.58 মিটার জ্যাকলিন থ্রোতে নিরজ চোপড়া সোনার পদক জয়লাভ করেছেন।
৪) অভিনব বিন্দার পরে দ্বিতীয় অ্যাথলেট হিসাবে সোনার পদক জয় করেছেন নিরজ চোপড়া।
৫) প্রথম ভারতীয় হিসাবে ট্রাক এন্ড ফিল্ডিং সোনার পদক পেয়েছেন।
৬) ২০১৮ সালে অর্জুন পুরস্কার পেয়েছেন।
৭) ২০২১ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন।

মীরাবাঈ চানু

১) মীরাবাঈ চানু মনিপুর রাজ্যের বাসিন্দা।
২) তিনি টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে রুপোর পদক জয়লাভ করেছেন।
৩) ২০১৮ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন
৪) ২০১৮ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।

________________________________________________

________________________________________________

রবি কুমার দহিয়া

১) তিনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা।
২) রবি কুমার দহিয়া কুস্তিতে রুপোর পদক জয়লাভ করেছেন।
৩) তিনি ভারতের পঞ্চম কুস্তিগীর হিসেবে এই পদক পেয়েছেন।
৪) ২০২১ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ঘোষিত হয়েছেন।


বজরং পুনিয়া

১) তিনি হরিয়ানা রাজ্যের খুধান জেলার বাসিন্দা।
২) ভারতের ষষ্ঠ কুস্তিগীর হিসাবে টোকিও অলিম্পিকে পুরুষদের ৫৬ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
৩) তিনি ২০১৫ সালে অর্জুন পুরস্কার পেয়েছেন।
৪) ২০১৯ সালে পদ্মশ্রী এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন।


লাভলীনা বরগেহেন

১) তিনি অসমের গোলাঘাট জেলার বাসিন্দা।
২) ভারতীয় মহিলা বক্সার হিসাবে টোকিও অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন।
৩) ২০২০ সালে অর্জুন পুরস্কার পেয়েছেন। 
৪) ২০২১ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন।


পি ভি সিন্ধু

১) তিনি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ জেলার বাসিন্দা।
২) তিনি টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জিতেছেন।
৩) তিনি ভারতের প্রথম মহিলা খেলোয়াড় যিনি পরপর দুটো অলিম্পিকে দেশকে পদক উপহার দিয়েছেন।
৪) ২০১৩ সালে অর্জুন পুরস্কার পেয়েছেন।
৫) ২০১৫ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।
৬) ২০১৬ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন।
৭) ২০২০ সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন।


ভারতীয় হকি দল

১) ভারতীয় পুরুষ হকি দল জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে 41 বছর পর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছে।
২) ১৯৮০ সালে শেষবার হকিতে ভারত সোনার পদক জিতেছিল।
৩) টোকিও অলিম্পিকে ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক ছিলেন মনপ্রিত সিং।

________________________________________________

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad