নীরজ চোপড়া Neeraj Chopra Important For Competitive Exams



নীরজ চোপড়া ভারতের হয়ে অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণপদক জিতেছেন নীরজ চোপড়া ভারতের প্রথম স্বর্ণ ক্রীড়াবিদ। তিনি 87.58m দূরত্ব নিক্ষেপ করেন। 2021 সালে টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-ফাইনালে ভারতের হয়ে স্বর্ণপদক বিজয়ী। 


নীরজ চোপড়া উচ্চতা ও ওজন

নীরজ চোপড়া হরিয়ানায় অবস্থিত খান্দ্রা গ্রামের বাসিন্দা। তিনি চণ্ডীগড়ের ডিএভি কলেজে পড়াশোনা সসম্পুর্ণ করেছেন। বর্তমানে তিনি সুবেদার পদে ভারতীয় সেনায় নিযুক্ত রয়েছেন। নীরজ চোপড়া ওজন 86 কেজি ও উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। 


Important for competitive exam

1.টোকিও অলিম্পিক 2020 জ্যাভলিন থ্রো তে সোনার পদক পেল নীরজ চোপড়া। (দূরত্ব -87.85 মিটার) 

2. অভিনব বিন্দ্রার পরে ইনি একজন ব্যক্তি যিনি ব্যক্তিগত খেলায় স্বর্ণপদক পেলেন। 

3. এর আগে অভিনব বিন্দ্রা 2008 সালে বেইজিং অলিম্পিকে Shooter-এ স্বর্ণপদক পান।

4. নীরজ চোপড়া আর্মির সুবেদার পদে নিযুক্ত আছেন। 

5. কোচ—UWE HOHN

6. হরিয়ানার পানিপথ জেলার বাসিন্দা। 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad