নীরজ চোপড়া ভারতের হয়ে অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণপদক জিতেছেন নীরজ চোপড়া ভারতের প্রথম স্বর্ণ ক্রীড়াবিদ। তিনি 87.58m দূরত্ব নিক্ষেপ করেন। 2021 সালে টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-ফাইনালে ভারতের হয়ে স্বর্ণপদক বিজয়ী।
নীরজ চোপড়া উচ্চতা ও ওজন
নীরজ চোপড়া হরিয়ানায় অবস্থিত খান্দ্রা গ্রামের বাসিন্দা। তিনি চণ্ডীগড়ের ডিএভি কলেজে পড়াশোনা সসম্পুর্ণ করেছেন। বর্তমানে তিনি সুবেদার পদে ভারতীয় সেনায় নিযুক্ত রয়েছেন। নীরজ চোপড়া ওজন 86 কেজি ও উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি।
Important for competitive exam
1.টোকিও অলিম্পিক 2020 জ্যাভলিন থ্রো তে সোনার পদক পেল নীরজ চোপড়া। (দূরত্ব -87.85 মিটার)
2. অভিনব বিন্দ্রার পরে ইনি একজন ব্যক্তি যিনি ব্যক্তিগত খেলায় স্বর্ণপদক পেলেন।
3. এর আগে অভিনব বিন্দ্রা 2008 সালে বেইজিং অলিম্পিকে Shooter-এ স্বর্ণপদক পান।
4. নীরজ চোপড়া আর্মির সুবেদার পদে নিযুক্ত আছেন।
5. কোচ—UWE HOHN
6. হরিয়ানার পানিপথ জেলার বাসিন্দা।