সৈয়দ বংশ (১৪১৪-১৪৫১ সাল)
খিজির খাঁ (১৪১৪-১৪২১ সাল)
- খিজির খাঁ, দৌলত খাঁ'কে পরাজিত করে দিল্লিতে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন।
- খিজির খাঁ নিজেকে সৈয়দ বা হজরত মহম্মদের বংশধর বলে দাবি করেন।
- তিনি রাইয়াত-ই-আলা উপাধি নেন।
- তৈমুরের পুত্র শাহরুখের প্রতিনিধি হিসাবে তিনি শাসনকার্য চালাতেন।
- জয়া শরহিন্দের লেখা ‘গরিক-ই-মুবারকশাহি’ গ্রন্থ থেকে তাঁর রাজত্বকাল সম্পর্কে জানা যায়।
- ১৪২১ সালে খিজির খাঁর মৃত্যু হয়।
Table Of Content (toc)
মোবারক শাহ (১৪২১-১৪৩৪ সাল)
- মোবারক খান ‘শাহ’ উপাধি গ্রহণ করে নিজেকে সুলতান বলে ঘোষণা করেন।
- তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ব্যর্থ হন।
- তাঁর সময়কালে দোয়াব অঞ্চল ও খান্দের উপজাতিরা বিদ্রোহী হয়ে ওঠে।
- তিনি যশরত, খোক্কার এবং তুর্কা বাকছা বিদ্রোহ দমন করেন।
মহম্মদ শাহ (3808-১৯৪৩ সাল)
- মোবারক শাহের পরবর্তী শাসক ছিলেন মহম্মদ শাহ। তিনি শাসক হিসাবে অযোগ্য ছিলেন।
- মহম্মদ শাহ তাঁর মন্ত্রী শারওয়ার উল-মুলকের হাতের পুতুলে পরিণত হন।
- কামাল উল মুলকের হাতে শারওয়ার নিহত হন।
- মহম্মদ শাহ কামাল উল মুলককে উজির পদে নিয়োগ করেন।
- ১৪৪৫ সালে মহম্মদ শাহের মৃত্যু হয়।
আলাউদ্দিন আলম শাহ (১৪৪৩-১৪৫১ সাল)
- সৈয়দ বংশের শেষ সুলতান আলাউদ্দিন আলম শাহ ছিলেন অকর্মণ্য ও দুর্বল চরিত্র পুরুষ।
- তাঁর রাজত্বকালে প্রধানমন্ত্রী হামিদ খাঁ লাহোর ও মুলতানের শাসনকর্তা বহলুল লোদিকে দিল্লি আক্রমণের জন্য সাহায্য চান।
- ১৪৫১ খ্রী. বহলুল লোদি দিল্লি এসে হামিদ খাঁকে বন্দি করে হত্যা করেন এবং দিল্লির সকল ক্ষমতা নিজের হাতে নেন।
লোদি বংশ (১৪৫১–১৫২৬ সাল)
বহুলুল লোদি (১৪৫১-১৪৮৯ সাল)
- বহলুল লোদি দিল্লিতে প্রথম আফগান বংশ প্রতিষ্ঠা করেন।
- তিনি নিজেকে মাসাদ-ই-আলি বলতেন।
- তিনি মেওয়াট, গোয়ালিয়র, কাম্পিলা, পাতিয়ালি, মুলতান ও সিরহিনদের জায়গিরদারদের বিদ্রোহ সফলভাবে দমন করেন।
- তিনি ‘বহুলোলি’ নামে তামার মুদ্রা প্রচলন করেন।
- ১৪৮৯ সালে গোয়ালিয়র বিজয়ের পথে তাঁর মৃত্যু ঘটে।
সিকান্দার লোদি (১৪৮৯-১৫১৭)
- লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সিকান্দার লোদি।
- তাঁর আসল নাম ছিল নিজাম খান।
- ১৫১৭ সাল আধুনিক আগ্রা শহরের প্রতিষ্ঠাতা।
- তিনি ১৫০৪ সালে তাঁর রাজধানী আগ্রায় নিয়ে যান।
- তিনি গুলরুক বা লালফুল ছদ্মনামে কবিতা লিখতেন।
- তিনি বাংলা আক্রমণ করেন এবং বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন এর সাথে চুক্তি স্বাক্ষর করেন।
- তিনি ‘গজ-ই-সিকান্দারি' নামে নতুন এক প্রকার পরিমাপ পদ্ধতি নির্মাণ করেন।
ইব্রাহিম লোদি (১৫১৭-১৫২৬ সাল)
- তিনি দিল্লির লোদি বংশের শেষ সুলতান।
- তিনি কনিষ্ঠ ভ্রাতা জালাল খানকে বিষপ্রয়োগ করে হত্যা করেন।
- গোয়ালিয়র আক্রমণ করে মানসিংহ ও তাঁর পুত্র বিক্রমজিতকে পরাজিত করেন।
- পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি এবং গুজরাটের শাসনকর্তা আলম খাঁ লোদি কাবুলের শাসক বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করেন।
- ১৫২৬ সালে ২১ এপ্রিল বাবরের বিরুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হন এবং মারা যান।
- এর ফলে দিল্লিতে লোদি বংশের পতন হয় এবং সুলতানি যুগের অবসান ঘটে এবং ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়।
________________________________________________
- সাতবাহন বংশ সম্পর্কে বিস্তারিত পড়ুন
- কাঞ্চির পল্লব বংশ সম্পর্কে বিস্তারিত পড়ুন
- দাস (slave) বংশ সম্পর্কে বিস্তারিত পড়ুন
- গৌড়ের বা বাংলার স্বাধীন রাজবংশ সম্পর্কে জানুন।
- তুঘলক বংশ সম্পর্কে বিস্তারিত জানুন।
- জৈনধর্ম ও জৈন সন্মেলন সম্পর্কে জানুন।