যার মাধ্যমে আপনারা কোন টাইপের প্রশ্ন আসে তার একটা সঠিক ধারণা পাবেন। WB SSC Group-C তে মোট 60 নাম্বারের 60 টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। আর Group-D এর ক্ষেত্রে 45 নাম্বারের 45 টি প্রশ্ন থাকবে। এখানেও প্রতিটি প্রশ্নের মান 1 করে। সিলেকশন প্রসেস পরবর্তীকালে আপডেট করে দেওয়া হবে।
Competitive Exams এর প্রস্তুতির জন্য এই সাইটে ভিজিট করুন এবং প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হন। সাইড বারে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। নীচে Question Paper Download এর লিংক দেওয়া হল। Dowland অপশালনে ক্লিক করার পারে 15 সেকেন্ড ওয়েট করুন, তার পরে Download করার লিংকটি পেয়ে যাবেন।
কিছু জিকে প্রশ্ন এখানে উল্লেখ করা হল—
1) মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত?
2) আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন?
3) রামসর সাইট কথাটি কিসের সাথে সম্পর্কিত?
4) কোন গ্যাসটি বায়ুতে সর্বাধিক পরিমাণে থাকে?
5) ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত?
6) ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত?
7) মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত?
8) ধরিত্রী দিবস কবে পালন করা হয়?
9) CNG এর পুরো নাম কি?
10) ভিটামিন A এর ঘাটতির ফলে কি রোগ হয়?
বাকি প্রশ্নগুলির জন্য পিডিএফ টি সংগ্রহ করুন। নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে--👇