Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।
1) ভারত ছাড়ো আন্দোলন দিবস পালন করা হয় 8 অগাস্ট। 8 অগাস্ট 1942 সালে মহাত্মা গান্ধী প্রথম ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন।
2) সম্প্রতি রাজস্থানের পুষ্কর জেলায় প্রথম ❝SAND ART PARK❞ স্থাপন করা হয়েছে।
3) সম্প্রতি ভারতের রিসার্ভ ব্যাংক নিয়ম লঙ্ঘন করার জন্য ইন্ডিয়ান ব্যাংকের উপর 32 লাখ টাকা জরিমানা করেছে।
4) আদানি এন্টারপ্রাইজ প্রযুক্তিগত উন্নতির জন্য ইজরায়েল ইনোভেশন অথরিটি এর সাথে সমঝোতা স্বাক্ষর করেছে।
5) সম্প্রতি গোয়া রাজ্য সরকার পরবর্তী শিক্ষাবর্ষ থেকে 100% National Education Policy লাঘু করতে চলেছে।
6) সম্প্রতি ফ্রান্স দ্বারা কন্নম সুন্দরম কে ❝নাইট অফ দ্য অডার অফ মেরিট অ্যাওয়ার্ড❞ এ সন্মানিত করা হয়েছে।
7) সম্প্রতি Indian Space Reasearch Organisation (ISRO) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে দেশের সবচেয়ে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।
8) সম্প্রতি দক্ষিন কোরিয়া দেশ ❝দনুরী❞ নামক চন্দ্রযান মিশন লঞ্চ করেছে।
9) Council For Scientific and Industrial Reasearch ( CSIR) এর প্রথম মহিলা মহাসচিব পদে নিযুক্ত হয়েছেন নল্লাথাম্বি কলাইসেলবি।
10) সম্প্রতি গুস্তাবো পেট্রো কলম্বিয়ার প্রফম বামপন্থি রাষ্ট্রপতি হয়েছেন।
11) সম্প্রতি ভার্জিনিয়ার ভারতীয়-আমেরিকান মহিলা আর্য বালবেকর ❝MISS INDIA – USA❞ খেতাব জিতেছেন।