Ads Area

WBP Constable 2020 mains Question Paper PDF: ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020 মেইন পেপার PDF


Looking for the WBP Constable 2020 Mains Question Paper PDF? Get the original question paper of the West Bengal Police Constable Mains Exam 2020 in PDF format, completely free! This paper is highly beneficial for candidates preparing for upcoming WBP Constable, Kolkata Police, or other West Bengal competitive exams. 
Practicing previous year’s question papers gives you a clear idea of exam pattern, question level, and important topics. Download the WBP 2020 mains paper with answer key and boost your preparation. Stay updated with authentic and downloadable resources to enhance your exam strategy.
আপনাদের পরীক্ষার প্রস্তুতি যাতে আরও অনেক বেশি বেটার হয়, সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি West Bengal Police Constable 2020 Mains Question Paper pdf.

যার মাধ্যমে আপনারা কোন টাইপের প্রশ্ন আসে তার একটা সঠিক ধারণা পাবেন। WBP Constable mains এ মোট 85 নাম্বারের 85 টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। Competitive Exams এর প্রস্তুতির জন্য এই সাইটে ভিজিট করুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হন। 

নীচে Question Paper Download এর লিংক দেওয়া হল। Dowland অপশালনে ক্লিক করার পারে 15 সেকেন্ড ওয়েট করুন, তার পরে Download করার লিংকটি পেয়ে যাবেন। 

কিছু জিকে প্রশ্ন এখানে উল্লেখ করা হল—

1. অইরিশ মানব শরীরের কোথায় অবস্থিত? 

2. অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?

3. ইউরো শব্দটি নিম্নলিখিত কীসের সাথে সম্পর্কিত?

4. 100 ঘনডেসিমিটার সমান কত মিলিমিটার? 

5. বাংলার আকবর কাকে বলা হয়?

6. 1853 সালে প্রথম কোন রাজ্যে রেলপথ স্থাপিত হয়েছিল?

7. Suny Days কোন ক্রিকেটারের আত্মজীবনী? 

8. লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলে?

9. মেঘনাদবধ কার রচনা?

10. কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে? 

সম্পূর্ণ পেপার ডাউনলোড করার জন্য নীচে পিডিএফ লিংক দেওয়া হল-

  • File Name – WBP CONSTABLE 2020 Mains Paper PDF
  • File Size – 4MB

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad