2022 Commonwealth Games Winners List in Bengali | 2022 কমনওয়েলথ গেমস এর বিস্তারিত তথ্য


কমনওয়েলথ গেমস প্রথম খেলা শুরু হয়েছিল 1930 সালে কানাডার হ্যামিলটন শহরে। কমনওয়েলথ গেমস প্রতি চার বছর অন্তর হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 এবং 1946 সালে এই খেলার আয়োজন করা হয়নি। 

  • 2022 সালের কমনওয়েলথ গেমস 22তম সংষ্করন।
  • 2022 সালের কমনওয়েলথ গেমস ইংল্যান্ডের বার্মিংহামে আলেকজান্ডার স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল।
  • 2022 কমনওয়েলথ গেমস-এ মোট 72 দেশ অংশ গ্রহণ করেছিল।
  • 2022 কমনওয়েলথ গেমস এর অফিসিয়াল ম্যাসকট ছিল ❝পেরি দ্য বুল❞।
  • 2022 কমনওয়েলথ গেমস এর অফিসিয়াল মোটো ছিল ❝Sport is just the beginning❞.
  • 2022 কমনওয়েলথ গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন পিভি সিন্ধু এবং মনপ্রিত সিং।
  • 2022 কমনওয়েলথ গেমস এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন নিখহত জারিন।
  • 2022 সালের কমনওয়েলথ গেমস -এ প্রথমবার মহিলাদের T20 ক্রিকেট খেলাকে শামিল করা হয়েছে। 
  • 2022 কমনওয়েলথ গেমস -এ তীরন্দাজ ইভেন্টকে বাদ দেওয়া হয়েছে।
  • 2022 কমনওয়েলথ গেমস-এ প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। 
  • 2022 কমনওয়েলথ গেমস-এ ভারত চতুর্থ স্থানে রয়েছে। 
  • 2022 কমনওয়েলথ গেমসএ ভারত মোট 61টি পদক জিতেছেন। 
  • 2022 কমনওয়েলথ গেমস-এ ভারতের প্রথম পদক বিজেতা হলেন শংকর মহাদেব সরগর (রৌপ্য পদক,ভারোত্তোলন)।
  • 2022 কমনওয়েলথ গেমস-এ ভারতের প্রথম স্বর্ন পদক বিজেতা হলেন মীরা বাই চানু (ভারোত্তোলন)। 

2022 কমনওয়েলথ গেমস-এ ভারত মোট 61 টি পদক জিতেছে। পরীক্ষায় যেগুলি আসতে পারে তাদের নাম, কোন বিভাগে, কোন পদক এবং কোন রাজ্যের বাসিন্দা ছকের সাহায্যে আলোচনা করে দেওয়া হল।

নাম পদক ইভেন্ট রাজ্য
মীরা বাই চানু সোনা ভারোত্তোলন, 49কেজি মনিপুর
জেলেমি লালরিংনুগা সোনা ভারোত্তোলন, 67কেজি মিজোরাম
আচিন্ত শিউলি সোনা ভারোত্তোলন, 73কেজি পশ্চিমবঙ্গ
বজরং পুনিয়া সোনা কুস্তি, 65কেজি হরিয়ানা
সাক্ষী মালিক সোনা কুস্তি, 62কেজি হরিয়ানা
দীপক পুনিয়া সোনা কুস্তি, 86কেজি হরিয়ানা
রবি কুমার দহিয়া সোনা কুস্তি, 57কেজি হরিয়ানা
বিনেশ ফোগাট সোনা কুস্তি, 53কেজি হরিয়ানা
নবীন কুমার সোনা কুস্তি, 74কেজি হরিয়ানা
নীতু ঘংঘস সোনা বক্সিং, 48কেজি হরিয়ানা
অমিত পাংগল সোনা বক্সিং, 51কেজি হরিয়ানা
নিখহাত জারিন সোনা বক্সিং, 50কেজি তেলেঙ্গানা
লক্ষ্য সেন সোনা ব্যাটমিন্টন উত্তরাখন্ড
পিভি সিন্ধু সোনা ব্যাটমিন্টন তেলেঙ্গানা
ভাবিনা প্যাটেল সোনা প্যারা টেবিল টেনিস গুজরাটে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad