9th August 2022 Current Affairs in Bengali | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।

১) জাতীয় তাঁত দিবস পালন করা হয় ৭ই অগাস্ট। তাঁতিদের সম্মান জানাতে প্রতিবছর ৭ই আগস্ট জাতীয়তা দিবস পালিত হয়।

২) ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন ইন্দ্রজিৎ কামোত্র।

৩) ভারতীয় দাবা কিংবদন্তি বিশ্বনাথ আনন্দ আন্তর্জাতিক দাবা ফেডারেশনের ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। বিশ্ব দাবা ফেডারেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।

৪) প্রতিটি জেলায় একটি করে সংস্কৃত ভাষিক গ্রাম নির্মাণ করার কথা ঘোষণা করেছে উত্তরাখন্ড সরকার।

৫) স্বাধীনতা সংগ্রামী ঈশ্বর লাল সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি আজাদ হিন্দ ফৌজের মেজর নিযুক্ত ছিলেন এবং সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে কাজ করেছেন। ৯২ বছর বয়সে সিঙ্গাপুরে প্রয়াত হয়েছে।

৬) ভারতের ৭৫তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন ভি প্রনব। ইনি তামিলনাড়ুর বাসিন্দা।

৭) ২০২২ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ এ ভারত বাংলাদেশকে ৫-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন গুরকিরাত সিং (৮ গোল)।

৮) তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামা’কে “dPal rNgam Duston” পুরস্কারে সম্মানিত করা হয়েছে যা লাদাকের সর্বোচ্চ বেসামরিক সম্মান।

৯) ৭ই আগস্ট Javlin Throw দিবস পালন করা হয়। ২০২১ টোকিও অলিম্পিকে এথলেটিক্সে ভারতে প্রথম স্বর্ণপদবি জ্যাভলিং নিক্ষেপ করি নীরজ চোপড়ার সম্মানে এই দিবস পালন করা হয়। এ বছর এটি দ্বিতীয়তম।

১০) কমনওয়েলথ গেমস ২০২২ নিখাদ জারিন বক্সিংয়ে সোনা জিতেছেন।

১১) কমনওয়েলথ গেমস ২০২২ ভিনেস ফোগাট কুস্তিতে মহিলাদের 53 কেজি বিভাগে স্বর্ন পদক জিতেছেন। 

বিঃদ্রঃ- পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad