১) জাতীয় তাঁত দিবস পালন করা হয় ৭ই অগাস্ট। তাঁতিদের সম্মান জানাতে প্রতিবছর ৭ই আগস্ট জাতীয়তা দিবস পালিত হয়।
২) ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন ইন্দ্রজিৎ কামোত্র।
৩) ভারতীয় দাবা কিংবদন্তি বিশ্বনাথ আনন্দ আন্তর্জাতিক দাবা ফেডারেশনের ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। বিশ্ব দাবা ফেডারেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।
৪) প্রতিটি জেলায় একটি করে সংস্কৃত ভাষিক গ্রাম নির্মাণ করার কথা ঘোষণা করেছে উত্তরাখন্ড সরকার।
৫) স্বাধীনতা সংগ্রামী ঈশ্বর লাল সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি আজাদ হিন্দ ফৌজের মেজর নিযুক্ত ছিলেন এবং সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে কাজ করেছেন। ৯২ বছর বয়সে সিঙ্গাপুরে প্রয়াত হয়েছে।
৬) ভারতের ৭৫তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন ভি প্রনব। ইনি তামিলনাড়ুর বাসিন্দা।
৭) ২০২২ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ এ ভারত বাংলাদেশকে ৫-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন গুরকিরাত সিং (৮ গোল)।
৮) তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামা’কে “dPal rNgam Duston” পুরস্কারে সম্মানিত করা হয়েছে যা লাদাকের সর্বোচ্চ বেসামরিক সম্মান।
৯) ৭ই আগস্ট Javlin Throw দিবস পালন করা হয়। ২০২১ টোকিও অলিম্পিকে এথলেটিক্সে ভারতে প্রথম স্বর্ণপদবি জ্যাভলিং নিক্ষেপ করি নীরজ চোপড়ার সম্মানে এই দিবস পালন করা হয়। এ বছর এটি দ্বিতীয়তম।
১০) কমনওয়েলথ গেমস ২০২২ নিখাদ জারিন বক্সিংয়ে সোনা জিতেছেন।
১১) কমনওয়েলথ গেমস ২০২২ ভিনেস ফোগাট কুস্তিতে মহিলাদের 53 কেজি বিভাগে স্বর্ন পদক জিতেছেন।
বিঃদ্রঃ- পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।