Competitive Exam related Online Mock Test in Bengali Part - 24 | অনলাইন জিকে মক টেস্ট

 

Competitive exam mock test

Dear Students, 

আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি Online GK Quiz Test Number- 24, এখানে বাছাই করে 20টি Top Most Important GK প্রশ্ন -উত্তর নিয়ে Mock Test এর মতো করে আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে। Mock Test দেওয়ার মাধ্যমে আপনার প্রস্তুতি কতোটা হয়েছে তা যাচাই করতে পারবেন। এছাড়াও নিজের আত্মবিশ্বাস বহুগুন বৃদ্ধি পাবে। 

Mock Test এর নিয়মাবলি 

  • মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে।
  • প্রতিটি প্রশ্নের জন্য সময় 40 সেকেন্ড। প্রতিটি প্রশ্নের মান 1
  • প্রশ্নগুলি র‍্যানডমভাবে স্ক্রিনে আসবে। এই Quiz Test -এ কোনো নেগেটিভ মার্কিং নেই। 
  • Next Question অপশানে ক্লিক করলে পরের প্রশ্নটি স্ক্রিনে আসবে।
  • চারটি অপশনের যে কোন একটি উত্তরে ক্লিক করতে হবে।
  • যে কোন অপশনে ক্লিক করলে সাথে সাথেই সঠিক উত্তর জানতে পারবেন।
  • সব উত্তর দেওয়ার পর নীচে See Your Result অপশনে ক্লিক করলে আপনার Scoreboard দেখতে পাবেন। 
  • কত পারসেন্ট ঠিক উত্তর দিয়েছেন তা জানতে পারবেন।

Previous Mock Test এবং Next Mock Test এর লিংক নীচে দেওয়া হয়েছে। 

Start The Quiz অপশনে ক্লিক করে মক টেস্ট চালু করুন। (alert-success)


Quiz Application

You will have 40 second to answer each question. কুইজটিতে অংশ নিতে নীচের অপশনে ক্লিক করুন।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


এই রকম Bangla Mock Test দেওয়ার জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন এবং ডেইলি আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-passed)

যে প্রশ্নগুলি এই Mock Test -এ ইনক্লুড করা হয়েছে-

  1. ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় মহিলার কবির নাম কি?
  2. এশিয়ান কোন মহিলা প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন?
  3. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত?
  4. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না?
  5. কত সাল থেকে শীতকালীন অলিম্পিক আরম্ভ হয়েছিল?
  6. কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যালেন অতিক্রম করেছেন?
  7. উইলম্বডন শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
  8. ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি?
  9. Ace শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
  10. প্রথম ভারতীয় মিস ওয়াল্ড এর নাম কি?
  11. কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি
  12. প্রথম কোন মহিলা এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন?
  13. প্রথম মহিলা মহাকাশ্চারীর নাম কি?
  14. জয় জওয়ান জয় কিষাণ'- কার উক্তি?
  15. কোলকাতায় কবে থেকে মেট্রোরেল চালু হয়েছে?
  16. ভারতের কোথায় 80% কয়লা সঞ্চিত রয়েছে?
  17. ধনেখালি কী জন্য বিখ্যাত?
  18. তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত?
  19. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?
  20. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad