1. বেকার যুবকদের সাহায্য করতে কোন রাজ্য সরকার ‘মেরা কাম মেরা মান’ স্কিম চালু করতে চলেছে?
a) দিল্লি
b) হরিয়ানা
c) পাঞ্জাব
d) চন্ডীগড়
সঠিক উত্তর c– পাঞ্জাব
*সমস্ত প্রতিযোগিতামূলক পপরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য :–
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী – ক্যাপ্টেন অমরিন্দর সিং
পাঞ্জাবের রাজ্যপাল – বনওয়ারিলাল পুরোহিত
2. স্টুয়ার্ট বিনি সম্প্রতি খেলা থেকে অবসর ঘোষণা করলেন, ইনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
a) ফুটবল
b) ক্রিকেট
c) হকি
d) টেনিস
সঠিক উত্তর b– ক্রিকেট
3. কোন কেন্দ্রীয় মন্ত্রী ‘ফিট ইন্ডিয়া ’ মোবাইল আপ চালু কর লেন?
a) ধর্মেন্দ্র প্রাধান
b) নির্মালা সীতারামন
c) অনুরাগ ঠাকুর
d) রমেশ প্রক্রিয়াল
সঠিক উত্তর c– অনুরাগ ঠাকুর
4. টোকিও প্যারালিম্পিক 2020 মারিয়াপ্পান থাঙ্গাভেলু হাইজাম্পে (T63) কোন পদক জয়লাভ করলেন?
a) সোনা
b) রুপো
c) ব্রোঞ্জ
d) কোনোটিই না
সঠিক উত্তর b– রুপো
5. টোকিও প্যারালিম্পিক 2020 হাইজাম্পে শরদ কুমার (T63) কোন পদক পেয়েছেন?
a) সোনা
b) রুপা
c) ব্রোঞ্জ
d) কোনোটিই না
সঠিক উত্তর c– রুপা
6. পশ্চিমবঙ্গ পুলিশ দিবস কবে পালন করা হয়?
a) 1 লা অগাস্ট
b) 2 ই জুলাই
c) 3 ই জুন
d) 1 লা সেপ্টেম্বর
সঠিক উত্তর d – 1 লা সেপ্টেম্বর
7. নিউরোসার্জারিতে কোন ডাক্তার International Life Time Achievement Award পেলেন?
a) ডঃ সত্যজিৎ মাহালী
b) ডঃ পকাশ দুবে
c) ডঃ বিস্বজিৎ শর্মা
d) ডঃ বসন্ত কুমার মির্শ্র
সঠিক উত্তর d– ডঃ বসন্ত কুমার মিশ্র
8. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কোথায় ভাসমান ATM চালু করেছে?
a) কানপুর
b) কোলকাতা
c) কটক
d) শ্রীনগর এর ডাল লেক
সঠিক উত্তর d– শ্রীনগর এর ডাল লেক
9. ADIDAS কোম্পানি 'Stay in Play' ক্যাম্পেইন এর পন্য উদ্ভাবনের জন্য কাকে নিযুক্ত ক রেছেন?
a) নীরজ চোপড়া
b) মীরা বাই চানহু
c) রানি রামপাল
d) মিতালি রাজ
সঠিক উত্তর b– মীরা বাই চানহু
*সমস্ত প্রতিযোগিতামূলক পপরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য :–
টোকিও অলিম্পিকে 2020 ভারোত্তোলন 49 কেজি বিভাগে সিলভার মেডেল জয়লাভ করেছেন মীরাবাঈ চানু।
10. কোন রাজ্য সরকার মহিলা মৎস ব্যবসায়ীদের বিনামুল্যে বাস পরিসেবা দেওয়ার কথা ঘোষণা করলেন?
a) কেরল
b) কর্নাটক
c) তামিলনাড়ু
d) ওড়িশা
সঠিক উত্তর a – কেরল
*সমস্ত প্রতিযোগিতামূলক পপরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য :–
কেরলের মুখ্যমন্ত্রী – পিনরাই বিজয়ন
কেরলের রাজ্যপাল – আরিফ মহম্মদ খান