Current Affairs – 01.09.2021
1. প্রভুরাম শর্মা কোন দেশের সেনা প্রধান হিসাবে নিযুক্ত হলেন?
A)নেপাল
B) ভুটান
C)শ্রীলঙ্কা
D)ভারত
সঠিক উত্তর – নেপাল
*প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য :
নেপালের রাজধানী – কাঠমান্ডু
নেপালের রাষ্ট্রপতি – বিদ্যাদেবি ভান্ডারি
নেপালের প্রধানমন্ত্রী –শের বাহাদু দুবে
2. Belgium Grand Prix- 2021 জয়লাভ করলেন কে?
A)Max Verstappen
B) Luwis Hamilton
C) Sargio Perez
D) none of these
সঠিক উত্তর – Max Verstappen
3. সসম্প্রতি ‘ওয়াংচুয়া’ উৎসব পালিত হল কো রাজ্যে?
A) ত্রিপুরা
B) আসাম
C) মেঘালয়
D) মিজোরাম
সঠিক উত্তর b – আসাম
*সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য :
আসামের রাজধানী –দিসপুর
আসামের রাজ্যপাল –জগদীশ মুখী
আসামের প্রধানমন্ত্রী – হিমান্ত বিশ্ব শর্মা
4. আন্তর্জাতিক জলবায়ু সন্মেলন 2020 কোথায় অনুষ্ঠিত হবে?
A)আমেরিকা
B)ইংল্যান্ড
C) ভারত
D)ব্রাজিল
সঠিক উত্তর c – ভারত
*সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য :
ভারতের রাষ্ট্রপতি –শক্তিকান্ত দাশ(16th)
5. কোন ভারতীয় দাবা গ্রান্ডমাস্ট্রার 'Baercelona Open Chess title' জয়লাভ করলেন?
A)S.P. Seturaman
B) D.k. Murli
C) D.S Tirumurti
D) now of this
সঠিক উত্তর a– S. P. Seturaman
6. সম্প্রতি 85 বছর বয়সে বুদ্ধদেব গুহ মারা গেলেন তিনি কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন?
A)বিজ্ঞান
B)সাহিত্য
C) সাংবাদিকতা
D)অভিনেতা
সঠিক উত্তর b – সাহিত্য
7. ভারতের কোন রাজ্য প্রথম 100 শতাংশ প্রাপ্ত ববয়স্কদের করোনা টিকাকরন সম্পন্ন করল?
গুজরাট
A)হিমাচল প্রদেশ
B)উত্তর প্রদেশ
C)আসাম
D) সিকিম
সঠিক উত্তর b – হিমালয় প্রদেশ
8. বিশ্বের কোথায় সবচেয়ে উচ্চতম মুভি থিয়েটার তৈরি করা হল?
A)কাশ্মীর
B) লাদাখ
C) সিকিম
D)কাঠমান্ডু
সঠিক উত্তর b– লাদাখ
9. কোন কোম্পানি এজেন্টদের জন্য 'ANANDA' নামে মোবাইল অ্যাপ চালু করেছে?
A) SBI
B) RBI
C) HDFC
D) LIC
সঠিক উত্তর d– LIC
10. কোন কেন্দ্রীয় মন্ত্রী ‘MY PAD, MY RIGHT’ প্রকল্প চালু করেলেন?
A) পিজুস গোয়েল
B) নির্মলা সীতারামন
C)ধর্মেন্দ্র প্রধান
D) নিটিন গডকড়ি
সঠিক উত্তর b – নির্মলা সীতারামন