ভারতীয় জাতীয় কংগ্রেস বিস্তারিত তথ্য
ভারতীয় জাতীয় কংগ্রেস —
- *1885 খ্রিস্টাব্দের 28 শে ডিসেম্বর এ. ও. হিউম বোম্বাইয়ের বোম্বাইয়ের গোকুলদাশ তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন।
- প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। (বোম্বে অধিবেশন –1885 সাল)
- *প্রথম মহিলা সভাপতি ছিলেন Annie Besant (কলকাতা অধিবেশন–1917 সাল)
- প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু।
- ভারতের প্রথম রাজ্যপাল সরোজিনী নাইডু।
- প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট জর্জ ইয়ুল। (এলাহাবাদ অধিবেশন – 1888 সাল)
- প্রথম মুসলিম সভাপতি বদরুউদ্দিন তৈয়াজী। (মাদ্রাজ অধিবেশন –1887 সাল)
- যে সমস্ত মহিলারা কংগ্রেসের সভাপতিত্ব করেছেন।আনি বেসান্ত,সরোজিনী নাইডু, নেলী সেনগুপ্ত (কোলকাতা অধিবেশন –1933)
- প্রথম কংগ্রেসের বিভাজন হয় 1907 সালে সুরাট অধিবেশনে। সভাপতি ছিলেন রাসবিহারী বসু।
- প্রথম কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে 1916 সালে লক্ষৌ চুক্তি হয়।
- ‘স্বরাজ’ কথাটি প্রথম ব্যবহৃত হয় 1906 সালে কলকাতা অধিবেশনে। সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি।
- গান্ধীজি একমাত্র বেলগাঁও (1924) অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন।
- ‘পূর্ণ স্বরাজ’ দাবি করা প্রথম ঘোষণা করা হয়েছিল 1929 সালের লাহোর অধিবেশনে। সভাপতি ছিলেন জহরলাল নেহেরু।
- ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন।
- কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি 1886 সালে।
- কংগ্রেসের সম্মেলনকে ‘তিনদিনের তামাশা’ বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত।
- ‘বন্দেমাতারাম’ গানটি প্রথম গাওয়া হয় 1896 সালের কলকাতা অধিবেশনে। সভাপতিত্ব করেছিলেন ডঃ রহিমা তুল্লা এম সাহানি।
- প্রথমবার জাতীয় সংগীত ‘জন গণ মন’ গানটি গাওয়া হয় কোলকাতা অধিবেশনে, 27 শে ডিসেম্বর 1911 তে। সভাপতি ছিলেন বিশান নারায়ণ ডার।
- সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। (দিল্লি অধিবেশন –1923)
- 1926 সালে নৈহাটি অধিবেশনে সমস্ত কর্মচারীদের ‘খাদি কাপড় পরা’ বাধ্যতামূলক করা হয়।
- 1885 সালে প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন।
- 1936 সালে লক্ষৌ অধিবেশনে জহরলাল নেহেরু প্রথমবার ‘সমাজতন্ত্রের’ ব্যাখ্যা দেন।