থানেশ্বরের পুষ্যভূতি বংশ
পূর্ব পাঞ্জাবের কুরুক্ষেত্রের কাছে থানেশ্বরের পুষ্যভূতি বংশের উদ্ভব হয়। এনারা সকলেই গুপ্তদের অধীনস্থ সামন্ত ছিলেন। বাণভট্টের ‘হর্ষচরিত’, হিউয়েন সাঙের সি-ইউ-কি, মুদ্রা, লিপি ইত্যাদি থেকে এই বংশের সম্পর্কে জানা যায়৷
Table Of Content (toc)
পুষ্যভূতি
➤ পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যভূতি।
➤ পুষভূতি শিবের উপাসক ছিলেন।
➤ তাঁর পরবর্তী রাজারা ছিলেন—(i) মহারাজা নরবর্ধন, (ii) মহারাজা রাজ্যবর্ধন, (iii) মহারাজা আদিত্যবর্ধন।
প্রভাকরবর্ধন (580-605 খ্রিষ্টাব্দ)
➤ তিনি এই বংশের প্রথম স্বাধীন শাসক ছিলেন।
➤ প্রভাকরবর্ধন ‘পরমভট্টারক মহারাজাধিরাজ’, ‘প্রতাপশীল’ নামেও পরিচিত ছিলেন।
➤ তিনি হুন, গুর্জর, গান্ধার, মালবদের বিরুদ্ধে জয়লাভ করেন।
➤ তিনি মৌখরিরাজ গ্রহবর্মনের সঙ্গে নিজ কন্যা রাজ্যশ্রীর বিবাহ দেন।
➤ 605 খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয়।
➤ তিনি সূর্যের উপাসক ছিলেন।
রাজ্যবর্ধন (605-606 খ্রিষ্টাব্দ)
➤ প্রভাকরবর্ধনের মৃত্যুর পর রাজ্যবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেন।
➤ রাজ্যবর্ধন, মালবরাজ দেবগুপ্ত কর্তৃক গ্রহবর্মনের হত্যার প্রতিশোধ নিতে এবং রাজ্যশ্রীকে উদ্ধার করতে কনৌজ আক্রমণ করেন। যুদ্ধে দেবগুপ্ত পরাজিত ও নিহত হন।
➤ 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক রাজ্যবর্ধনকে হত্যা করেন।
হর্ষবর্ধন (606-647 খ্রিষ্টাব্দ)
➤ তিনি 606 খ্রিস্টাব্দে রাজ্যবর্ধনের মৃত্যুর পর সিংহাসনে বসেন।
➤ তিনি 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন 'হর্ষাব্দ' বা 'হর্ষ-সম্বৎ' চালু করেন।
➤ নেপাল ও কাশ্মীর-সহ বিন্ধের উত্তরে সকল ভূখণ্ড অর্থাৎ পাঞ্জাব, কনৌজ, বাংলা, বিহার, ওড়িষ্যা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
➤ তাঁর গৃহীত উপাধিগুলি ছিল—'শিলাদিত্য’, ‘সকলোত্তরপথনাথ’ (সূত্র—আইহোল শিলালিপি)।
➤ তিনি সুনাট্যকার ছিলেন। হর্ষবর্ধন সংস্কৃতে নাটক রচনা করেন যথা—নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা।
➤ তাঁর সভাকবি ছিলেন বাণভট্ট। বাণভট্ট রচনা করেন—‘কাদম্বরী’ ও ‘হর্ষচরিত’।
➤ তাঁর সভা অলংকৃত করতেন জয়সেন, ময়ুরমাতঙ্গ, দিবাকর, কবি মৌর্য, কবি ভর্তহরি প্রমুখ।
➤ হর্ষবর্ধনের সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ বিদ্যাচর্চার শ্রেষ্ঠ পীঠস্থানে পরিণত হয়।
➤ এসময়কার উল্লেখযোগ্য সাহিত্যিক উপাদান হল হিউয়েন সাঙ রচিত সি-ইউ-কি।
➤ তিনি শিব ও সূর্যের উপাসক হলেও পরধর্মসহিষু ছিলেন।
➤ তিনি সরাইখানা, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি স্থাপন করেন।
➤ তার রাজত্বকালে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙ ভারতে আসেন।
➤ 634 থ্রি. দাক্ষিণাত্যের চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে তিনি পরাজিত হন।