Thaneswar's Pushyabhuti Dynasty details in Bengali | Harshabardhan Rule | Ancient History in India

 

Thaneswar's Pushyabhuti Dynasty details in Bengali

থানেশ্বরের পুষ্যভূতি বংশ

পূর্ব পাঞ্জাবের কুরুক্ষেত্রের কাছে থানেশ্বরের পুষ্যভূতি বংশের উদ্ভব হয়। এনারা সকলেই গুপ্তদের অধীনস্থ সামন্ত ছিলেন। বাণভট্টের ‘হর্ষচরিত’, হিউয়েন সাঙের সি-ইউ-কি, মুদ্রা, লিপি ইত্যাদি থেকে এই বংশের সম্পর্কে জানা যায়৷

Table Of Content (toc)

পুষ্যভূতি

➤ পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যভূতি। 

➤ পুষভূতি শিবের উপাসক ছিলেন।

➤ তাঁর পরবর্তী রাজারা ছিলেন—(i) মহারাজা নরবর্ধন, (ii) মহারাজা রাজ্যবর্ধন, (iii) মহারাজা আদিত্যবর্ধন।


প্রভাকরবর্ধন (580-605 খ্রিষ্টাব্দ)

➤ তিনি এই বংশের প্রথম স্বাধীন শাসক ছিলেন।

➤ প্রভাকরবর্ধন ‘পরমভট্টারক মহারাজাধিরাজ’, ‘প্রতাপশীল’ নামেও পরিচিত ছিলেন।

➤ তিনি হুন, গুর্জর, গান্ধার, মালবদের বিরুদ্ধে জয়লাভ করেন।

➤ তিনি মৌখরিরাজ গ্রহবর্মনের সঙ্গে নিজ কন্যা রাজ্যশ্রীর বিবাহ দেন।

➤ 605 খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয়।

➤ তিনি সূর্যের উপাসক ছিলেন।

রাজ্যবর্ধন (605-606 খ্রিষ্টাব্দ)

➤ প্রভাকরবর্ধনের মৃত্যুর পর রাজ্যবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেন।

➤ রাজ্যবর্ধন, মালবরাজ দেবগুপ্ত কর্তৃক গ্রহবর্মনের হত্যার প্রতিশোধ নিতে এবং রাজ্যশ্রীকে উদ্ধার করতে কনৌজ আক্রমণ করেন। যুদ্ধে দেবগুপ্ত পরাজিত ও নিহত হন।

➤ 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক রাজ্যবর্ধনকে হত্যা করেন।


হর্ষবর্ধন (606-647 খ্রিষ্টাব্দ)

➤ তিনি 606 খ্রিস্টাব্দে রাজ্যবর্ধনের মৃত্যুর পর সিংহাসনে বসেন।

➤ তিনি 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন 'হর্ষাব্দ' বা 'হর্ষ-সম্বৎ' চালু করেন।

➤ নেপাল ও কাশ্মীর-সহ বিন্ধের উত্তরে সকল ভূখণ্ড অর্থাৎ পাঞ্জাব, কনৌজ, বাংলা, বিহার, ওড়িষ্যা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।

➤ তাঁর গৃহীত উপাধিগুলি ছিল—'শিলাদিত্য’, ‘সকলোত্তরপথনাথ’ (সূত্র—আইহোল শিলালিপি)।

➤ তিনি সুনাট্যকার ছিলেন। হর্ষবর্ধন সংস্কৃতে নাটক রচনা করেন যথা—নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা।

➤ তাঁর সভাকবি ছিলেন বাণভট্ট। বাণভট্ট রচনা করেন—‘কাদম্বরী’ ও ‘হর্ষচরিত’।

➤ তাঁর সভা অলংকৃত করতেন জয়সেন, ময়ুরমাতঙ্গ, দিবাকর, কবি মৌর্য, কবি ভর্তহরি প্রমুখ।

➤ হর্ষবর্ধনের সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ বিদ্যাচর্চার শ্রেষ্ঠ পীঠস্থানে পরিণত হয়।

➤ এসময়কার উল্লেখযোগ্য সাহিত্যিক উপাদান হল হিউয়েন সাঙ রচিত সি-ইউ-কি।

➤ তিনি শিব ও সূর্যের উপাসক হলেও পরধর্মসহিষু ছিলেন।

➤ তিনি সরাইখানা, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি স্থাপন করেন।

➤ তার রাজত্বকালে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙ ভারতে আসেন।

➤ 634 থ্রি. দাক্ষিণাত্যের চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে তিনি পরাজিত হন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad