Harshanka & Sishunag & Nanda Dynasty Details in Bengali | হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ এবং নন্দ বংশ

Harshanka & Sishunag & Nanda Dynasty Details in Bengali

Table Of Content (toc)

◑ হর্ষঙ্ক বংশ (৫৪৪-৪৩০ খ্রিস্টপূর্বাব্দ)

বিম্বিসার (৫৪৪-৪৯২ খ্রিস্টপূর্বাব্দ)

➤ মগধে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার।

➤ বিম্বিসার গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন।

➤ বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক।

➤ আনুমানিক ৫৪৪ খ্রিস্টপূর্বাব্দে বিম্বিসার মগধের সিংহাসনে বসেন।

➤ বিম্বিসারের রাজধানী ছিল রাজগীর।

➤ বুদ্ধচরিত থেকে জানা যায় হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসারের রাজত্বকালেই মগধের সাম্রাজ্য বিস্তার শুরু হয়েছিল।

➤ তিনি কোশল, বৈশালি ও মোদ্রা বংশের বৈবাহিক বন্ধনের মাধ্যমে মগধের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি করেন।


অজাতশত্রু (৪৯৩-৪৬০ খ্রিস্টপূর্বাব্দ)

➤ বিম্বিসারের পুত্র অজাতশত্রু তাঁর পিতাকে হত্যা করে ৪৯৩ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন।

➤ অজাতশত্রুর সময় মগধ ক্ষমতার শীর্ষে পৌঁছায়।

➤ অজাতশত্রুর উপাধি ছিল কুনিক।

➤ অজাতশত্রুর সময় কোশলের সঙ্গে মগধের যুদ্ধ হয়। এই যুদ্ধে কোশলরাজ প্রসেনজিৎ পরাস্ত হয়ে তাঁর কন্যা ভজিরাকুমারীর সঙ্গে অজাতশত্রুর বিয়ে দেন।

➤ অজাতশত্রু বৈশালির লিচ্ছবিরাজ চেতকের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন।

➤ যুদ্ধে বৃজি, মল্ল-সহ ৩৬টি গণরাজ্য অজাতশত্রুর বিরুদ্ধে ও বৈশালির পক্ষে যোগ দিলে অজাতশত্রু কূটকৌশলে গণরাজ্যগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করেন এবং জয়ী হন।

➤ অজাতশত্রুর সময় গিরিব্রজ বা রাজগৃহে প্রথম বৌদ্ধ সংগীত অনুষ্ঠিত হয়।


উদয়িন (৪৬০-৪৪৪ খ্রিস্টপূর্বাব্দ)

➤ অজাতশত্রুর পরে মগধের সিংহাসনে বসেন উদয়িন বা উদয়ভদ্র।

➤ তাঁর আমলে পাটলিপুত্র মগধ সাম্রাজ্যের রাজধানীতে পরিণত হয়।

➤ উদয়িনের প্রধান কৃতিত্ব হল গঙ্গা ও শোন নদীর সঙ্গম স্থলে অবস্থিত পাটলিপুত্র নগরের নির্মাণ।

➤ ৪৪৪ খ্রিস্টপূর্বাব্দে উদয়িনির রাজত্বকাল শেষ হয়।

➤ উদয়িনের পর যথাক্রমে অনিরুদ্ধ, মুন্ড, নাগদশক মগধের সিংহাসনে বসেন।

➤ ৪৩০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হর্ষঙ্ক বংশ রাজত্ব করে। 

➤ হর্ষঙ্ক বংশের শেষ রাজা হলেন নাগদশক।


◑ শিশুনাগ বংশ (৪৩০-৩৪৪ খ্রিস্টপূর্বাব্দ)

শিশুনাগ 

➤ হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগদশককে হত্যা করে তাঁর সভাসদ শিশুনাগ মগধের সিংহাসনে বসেন।

➤ শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ বৈশালিতে তার রাজধানী স্থানান্তরিত করেন।

➤ অবন্তির রাজা অর্ষকের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য শিশুনাগ কিছুদিন গিরিব্রজে রাজধানী স্থানান্তর করেন।

➤ গৃহযুদ্ধে বিক্ষত অবত্তি মগধের আক্রমনে পরাস্ত ও অধিকৃত হলে শিশুনাগ তাঁর রাজধানী পিতৃরাজ্য বৈশালিতে স্থানান্তর করেন। 

➤ তিনি ৪১২-৩৯৪ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন।


কালাশোক

➤ শিশুনাগের পর মগধের সিংহাসনে বসনে কাকবংশ বা কালাশোক।

➤ তাঁর সময় মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয়।

➤ কালাশোক বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেল।

➤ তিনি মগধের রাজধানী পাকাপাকিভাবে পাটলিপুত্র নগরে স্থাপন করেন।

➤ ৩৪৪ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শিশুনাগ বংশ মগধে রাজত্ব করে।


◑ নন্দ বংশ (৩৪৪-৩২১ খ্রিস্টপূর্বাব্দ)

মহাপদ্মনন্দ

➤ মহাপদ্মনন্দ কালাশোকের ১০ পুত্র এবং কালাশোককে হত্যা করে মগধের সিংহাসনে বসেন এবং নন্দবংশ প্রতিষ্ঠা করেন।

➤ মহাপদ্মনন্দ একজন জনৈক শুদ্র ছিলেন।

তিনি প্রথম অ-ক্ষত্রিয় রাজবংশ প্রতিষ্ঠা করেন।

➤ মহাপদ্মনন্দের উপাধি ছিল একরাট, ‘সর্বক্ষত্রান্তক’ ও ‘দ্বিতীয় পরশুরাম'।

➤ মহাপদ্মনন্দ পাঞ্চাল, কাশি, ইক্ষ্বাকু, অস্মক, মিথিলা প্রভৃতি ক্ষত্রিয় রাজ্যগুলি মগধের অধিনে আনেন।

➤ নন্দবংশের রাজধানী ছিল পাটলিপুত্র।

➤ ঐতিহাসিক রাধাকুমুদ মুখোপাধ্যায় মহাপদ্মনন্দকে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট’ বলে অভিহিত করেছেন।


ধননন্দ

➤ মহাপদ্মনন্দের পুত্র ধননন্দ ছিলেন নন্দ বংশের শেষ রাজা।

➤ তার সময় গ্রীক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন।

➤ ধননন্দ অত্যাচারী রাজা ছিলেন। 

➤ ধননন্দের মন্ত্রী ছিলেন তক্ষশিলার বিশিষ্ট কূটনীতিবিদ চানক্য। চানক্যের প্রকৃত নাম বিষ্ণুগুপ্ত।

➤ চানক্যের সহায়তায় ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মগধে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন।

Also Read >>

কুষাণ বংশ (link)

রাষ্ট্রকূট বংশ (link)

মৌর্যবংশ (link)

সিপাহী বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য (link)

আসল নাম এবং তার উপাধি (link)

Gupta Empire (link)

বাতাপির চালুক্য বংশ (link)

সেন রাজবংশে (link)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad