Daily Important Current Affairs with Static GK 16.09.2021

 Current Affairs in bengali


1. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস  (International day off democracy) প্রতিবছর কবে পালন করা হয়?
a) 15 সেপ্টেম্বর 
b) 16 সেপ্টেম্বর 
c) 17 সেপ্টেম্বর 
d) 14 সেপ্টেম্বর 
সঠিক উত্তর a)- 15 সেপ্টেম্বর
*ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 2007 সাল থেকে এই দিনটিকে আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস পালন করা শুরু করে।

2. ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কোন দেশকে শীতকালীন
 বেইজিং অলিম্পিক 2022 -এ ব্যান করেছে? 
a) উত্তর কোরিয়া 
b) দক্ষিণ কোরিয়া 
c) সিঙ্গাপুর 
d) ইন্দোনেশিয়া 
সঠিক উত্তর b) -দক্ষিণ কোরিয়া 
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
IOC এর প্রতিষ্ঠা সাল 23 জুন 1894.
সদর দপ্তর- সুইজারল্যান্ড
প্রেসিডেন্ট- Thomas Bach 

3. সম্প্রতি পারাদ্বীপ বন্দর'টি নিউজে রয়েছে, বন্দর'টি কোন রাজ্যে অবস্থিত?
a) পশ্চিমবঙ্গ 
b) ওড়িষ্যা 
c) অন্ধ্রপ্রদেশ 
d) কেরল 
সঠিক উত্তর-b) ওড়িশ‍্যা
* সম্প্রতি পারাদ্বীপ বন্দরে কন্টেইনার পরীক্ষণ যন্ত্র বসানো হয়েছে।

4. 14th BRICS SUMMIT-2022 এর আয়োজক দেশের নাম কি? 
a) ভারত 
b) চীন 
c) রাশিয়া 
d) সাউথ আফ্রিকা 
সঠিক উত্তর – b) চীন
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
*2021 সালে ব্রিকস সামিট অনুষ্ঠিত হবে ভারতে।
* 1st BRICS Summit হয়েছিল রাশিয়াতে।

5. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘অত্যাধুনিক সর্দারধাম ভবন’ এর উদঘাটন করলেন?
a) গুজরাট 
b) মহারাষ্ট্র 
c) কর্ণাটক 
d) তামিলনাড়ু 
সঠিক উত্তর-a) গুজরাট
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
গুজরাটের রাজধানী -গান্ধীনগর। 
গুজরাটের মুখ্যমন্ত্রী- ভূপেন্দ্রভাই প্যাটেল।
গুজরাটের রাজ্যপাল- আচার্যদেব ভরাট।

6. ডেনিয়েল মেদভেদেভ 2021 US Open Men's Single বিভাগে নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ডস্লাম জয় লাভ করলেন, ডেনিয়েল মেদভেদেভ কোন দেশের টেনিস প্লেয়ার? 
a) আমেরিকা 
b) রাশিয়া 
c) ইংল্যান্ড 
d) অস্ট্রেলিয়া 
সঠিক উত্তর -b) রাশিয়া
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
রাশিয়ার রাজধানী- মস্কো।
রাশিয়ার প্রেসিডেন্ট- ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার মুদ্রার নাম রাশিয়ান রুবেল।

7. August ICC Player of the Month কোন ক্রিকেটার হলেন? 
a) বিরাট কোহলি 
b) রোহিত শর্মা 
c) জো রুট 
d) স্টিভ স্মিথ 
সঠিক উত্তর c)- জো রুট
* জো রুট ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন।
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর প্রতিষ্ঠা সাল 1909
সদরদপ্তর - দুবাই, UAE
চেয়ারম্যান – Greg Barclay

8. নাজিম মিকাতি লেবাননের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন, লেবাননের রাজধানীর নাম কি?
a) Beirut
b) Jerusalem
c) Madrid
d) None of these
 সঠিক উত্তর a)- Beirut
* লেবাননের মুদ্রার নাম- পাউন্ড।

9. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যে রাজা মহেন্দ্র প্রতাপ সিং স্টেট ইউনিভার্সিটি এর শিলান্যাস করলেন?
a) মধ্যপ্রদেশ 
b) অন্ধ্রপ্রদেশ 
c) হিমাচল প্রদেশ 
d) উত্তরপ্রদেশ 
সঠিক উত্তর d)- উত্তর প্রদেশ
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
উত্তর প্রদেশের রাজধানী লাখনৌ। 
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন- যোগী আদিত্যনাথ 
উত্তরপ্রদেশের রাজ্যপালের নাম- আনন্দিবেন প্যাটেল।

10. G-20 Summit 2021 কোন দেশ হোস্ট করবে?
a) ফ্রান্স 
b) ইতালি 
c) জার্মানি 
d) রাশিয়া 
সঠিক উত্তর b)- ইতালি
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
ইতালির রাজধানী রোম 
ইতালির প্রেসিডেন্ট – Sergio Mattarella 
ইতালির মুদ্রা – ইউরো ।


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad