Current Affairs-17.09.2021
1. ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার 2021 কাকে দেওয়া হল?
a) ভানুমতী ঘিওয়ালা
b) সুধাময়ী দেবী
c) ভবানী আগরওয়াল
d) কোনোটিই না
সঠিক উত্তর a) - ভানুমতী ঘিওয়ালা
2. ‘International Ozone layer'- সংরক্ষণ দিবস কবে পালন করা হয়?
a) 15 সেপ্টেম্বর
b) 16 সেপ্টেম্বর
c) 17 সেপ্টেম্বর
d) 18 সেপ্টেম্বর
সঠিক উত্তরঃ -b) 16 সেপ্টেম্বর
3. সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর মধ্যে সামরিক মহড়া আয়োজন করবে রাশিয়া, এই সামরিক মহড়া নাম কি?
a) PEACEFUL MISSION
b) PEACEFUL EXERCISE
c) BEAUTIFUL MISSION
d) BEAUTIFUL EXERCISE
সঠিক উত্তর a) – PEACEFUL MISSION
সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• সাংহাই কোওপারেশান অরগানাইজেশান এর প্রতিষ্ঠাসাল-2001
• সদরদপ্তর–বেজিং, চীন
• সদস্য দেশ-8
4. আগস্ট মাসে Women's ICC Player of the Month কে হলেন?
a) Mitali Raj
b) Smriti Mandhana
c) Eimear Richardson
d) None of these
সঠিক উত্তর c)- Eimear Richardson
* আগস্ট মাসে Men's ICC Player of the Month- জো রুট।
5. সম্প্রতি CBIC কোন এয়ারপোর্ট’কে ‘Custom Airport' হিসাবে ঘোষণা করল?
a) কলকাতা দমদম এয়ারপোর্ট
b) দিল্লি এয়ারপোর্ট
c) ব্যাঙ্গালোর এয়ারপোর্ট
d) কুশিনগর এয়ারপোর্ট
সঠিক উত্তর d)- কুশিনগর এয়ারপোর্ট
সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
* Custom Airport – মানে সেখানে শুধুমাত্র মালপত্র এক্সপোর্ট এবং ইমপোর্ট করা হয়।
*CIBC এর ফুল নাম – Central Board of Indirect tax and Custom.
6. ল্যাথিশ মালিঙ্গা ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর গ্রহণ করলেন, তিনি কোন দেশের ক্রিকেটার?
a) শ্রীলঙ্কা
b) বাংলাদেশ
c) পাকিস্তান
d) আফগানিস্তান
সঠিক উত্তর a)- শ্রীলংকা
সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• IPL সবচেয়ে সফলতম ফাস্ট বোলার – ল্যাথিস মালিঙ্গা।
• শ্রীলঙ্কার রাজধানী –শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে।
• শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী –মহিন্ডা রাজাপাক্সা
• শ্রীলঙ্কার রাষ্ট্রপতি – গোটাবায়া রাজাপাক্সা
7. ICC Hall of Fame 2021 কাকে প্রদান করা হয়েছে?
a) Vinoo Mankar
b) Sachin Tendulkar
c) Kapil Dev
d) Ravi Sashtri
সঠিক উত্তর a)- Vinoo Mankar
সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• ICC প্রতিষ্ঠা সাল–1909
• ICC সদরদপ্তর- দুবাই, UAE
• ICC চেয়ারম্যান – গ্রেক বার্কলে
8. সম্প্রতি দুই দেশের ইউজারদের মধ্যে দ্রুত প্রেমেন্ট এর জন্য PayNow এবং UPI এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে, PayNow কোন দেশের পেমেন্ট সিস্টেম?
a) সিঙ্গাপুর
b) ইন্দোনেশিয়া
c) মালয়েশিয়া
d) ভারত
সঠিক উত্তর a)- সিঙ্গাপুর
সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• সিঙ্গাপুরের রাজধানী – সিঙ্গাপুর সিটি
• সিঙ্গাপুরের রাষ্ট্রপতি –Halimah Yeacob
• সিঙ্গাপুরের মুদ্রা- সিঙ্গাপুর ডলার
9. BRICS সদস্য ভুক্ত দেশ গুলির ট্যাক্স অথরিটি সম্প্রতি একটি ভার্চুয়ালি মিটিং আয়োজন করেছিল, এই মিটিংয়ে ভারতের হয়ে সভাপতিত্ব করেছেন কে?
a) নরেন্দ্র মোদী
b) অমিত শাহ
c) তরুণ বাজাজ
d) নির্মলা সীতারামন
সঠিক উত্তর c)- তরুণ বাজাজ
সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• উন্নতশীল 5টি দেশের রাষ্ট্রিয় সংগঠন।
• পাঁচটি সদস্য দেশ হল–ব্রাজিল, রুশ, ভারত, চীন, সাউথ আফ্রিকা।
• সাউথ আফ্রিকা 2010সালে সদস্যপদ গ্রহণ করে।
10. জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস কবে পালন করা হয়?
a) 18 সেপ্টেম্বর
b) 16 সেপ্টেম্বর
c) 17 সেপ্টেম্বর
d) 15 সেপ্টেম্বর
সঠিক উত্তর d) - 15 সেপ্টেম্বর