Current Affair -18.09.2021
1. পলিউশন এর মাত্রা কমাতে ‘শূন্য’ নামে ক্যাম্পেইন চালু করেছে কোন সংস্থা?
a) ভারতীয় রেল
b) টাটা কনসালটেন্সি
c) নীতি আয়োগ
d) ওপরের কোনোটিই নয়
সঠিক উত্তর c)- নীতি আয়োগ
সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:–
• নীতি আয়োগ এর সদরদপ্তর – নিউ দিল্লি।
• নীতি আয়োগ এর সভাপতি– নরেন্দ্র মোদী।
• নীতি আয়োগ এর চিফ এক্সিকিউটিভ অফিসার– অমিতাভ কান্ত।
2. বিশ্ব রোগী নিরাপত্তা দিবস কবে পালন করা হয়?
a) 17 সেপ্টেম্বর
b) 18 সেপ্টেম্বর
c) 19 সেপ্টেম্বর
d) 20 সেপ্টেম্বর
সঠিক উত্তর a)- 17 সেপ্টেম্বর
*2021 এর থিম হল- ‘Safe Maternal and New born care’.
3. কোন কেন্দ্রীয় মন্ত্রী সড়ক দুর্ঘটনা এড়াতে 'iRASTE' প্রকল্প চালু করলেন?
a) নীতিন গড়করি
b) ধর্মেন্দ্র প্রধান
c) পীযূষ গোয়েল
d) ওপরের কোনোটিই নয়
সঠিক উত্তর a)- নীতিন গড়করি
*বর্তমানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী পদে নিযুক্ত আছেন নীতিন গড়করি।
*প্রকল্পের উদ্দেশ্য হলো সড়ক দুর্ঘটনা কমানো।
4. কোন কোম্পানি ভারতের প্রথম কার্বন ক্যাপচার ফ্রেন্ড প্লান্ট তৈরি করতে চলেছে?
a) রিলায়েন্স ইন্ডাস্ট্রির
b) ইনফোসিস
c) উইপ্রো
d) টাটা স্টিল
সঠিক উত্তর d)- টাটা স্টিল
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• টাট স্টিলের সদরদপ্তর - মুম্বাই।
• প্রতিষ্ঠা সাল 1907 ।
• প্রতিষ্ঠাতা - জামসেদজী টাটা।
5. 'Delhi and District Cricket Association' এর অ্যাম্বাসেডর কাকে নিয়োগ করা হল?
a) ভবানী দেবি
b) ইন্দু মালহোত্রা
c) সীমা কোহলি
d) সোমা মন্ডল
সঠিক উত্তর- b) ইন্দু মালহোত্রা
*ইন্দু মালোত্রা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি।
6. কোন দেশ প্রথম 'Global Buddhist Conference' আয়োজন করতে চলেছে?
a) ভারত
b) নেপাল
c) ভুটান
d) চীন
সঠিক উত্তর a) - ভারত
*নভেম্বর মাসে এই সম্মেলন হবে।
7. জনপ্রিয় লেখক ‘আজিজ হাজিনি’ সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি কোন রাজ্যের বাসিন্দা?
a) জম্মু-কাশ্মীর
b) উত্তর প্রদেশ
c) পাঞ্জাব
d) হরিয়ানা
সঠিক উত্তর a)- জম্মু-কাশ্মীর
*2016 সালে কাশ্মীরি ভাষায় ‘অনে খানে' রচনার জন্য তাকে সাহিত্য একাডেমী পুরস্কার দেওয়া হয়েছিল।
8. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে 'One Gram Panchayat- One DIGI Pay Sakhi' নামে একটি নতুন মিশন চালু করেছে?
a) জম্মু-কাশ্মীর
b) দিল্লি
c) পাঞ্জাব
d) হরিয়ানা
সঠিক উত্তর a)- জম্মু-কাশ্মীর
*জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর- মনোজ সিনহা।
9. ভারতীয় আর্মি চিফ এর 8তম সম্মেলন দিল্লিতে আয়োজিত হয়েছে, বর্তমানে আর্মি চিফ এর পদে কে আছেন?
a) মনোজ মুকুন্দ নারভানে
b) আর.কে. সিং ভাদুরিয়া
c) করমবীর সিং
d) ওপরের কোনোটিই নয়
সঠিক উত্তর a)- মনোজ মুকুন্দ নারভানে
সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:–
• বর্তমানে এয়ারফোর্স চিফ পদে আছেন- আর.কে. সিং ভাদুরিয়া
• বর্তমানে নেভি চিপ এর পদে আছেন- করমবীর সিং।
10. ‘2021 International Eco-Hero' পুরস্কার কাকে দেওয়া হয়েছে?
a) শশাঙ্ক শেখর
b) শংকর দেবনাথ
c) আয়ান শঙ্কতা
d) কোনোটিই না
সঠিক উত্তর c)- আয়ান শঙ্কতা
* আয়ান শঙ্কতা একজন মহারাষ্ট্রের 12 বছর বয়সী পরিবেশকর্মী।
* সানফ্রান্সিসকোর এনজিও সংস্থা 'The Action for Nature' কর্তক এই পুরস্কার প্রদান করা হয়েছে।