Important Current Affairs
1. 'World Bamboo Day' কবে পালন করা হয়?
a) 18 সেপ্টেম্বর
b) 19 সেপ্টেম্বর
c) কুড়ি সেপ্টেম্বর
d) 21 সেপ্টেম্বর
সঠিক উত্তর a)- 18 সেপ্টেম্বর
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• দৈনন্দিন জীবনে বাঁশের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিনটি পালন করা হয়।
• 2021 এর থিম- ‘It is time to plant Bamboo'.
2. মালদ্বীপে ভারতের পরবর্তী হাইকমিশনার কে হলেন?
a) অতুলপ্রসাদ
b) অমিতাভ কান্ট
c) ধর্মেন্দ্র প্রধান
d) মুনু মহাবর
সঠিক উত্তর d) - মুনু মহাবর
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• মালদ্বীপের রাষ্ট্রপতি– ইব্রাহিম মোহাম্মদ সালেহ।
• মালদ্বীপের রাজধানী–মালে।
• মালদ্বীপের মুদ্রা– রুপিয়া।
3. টাইমস ম্যাগাজিন কর্তৃক '100 Most Influential People-2021’ তালিকায় পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি স্থান পেলেন?
a) মমতা ব্যানার্জি
b) দেব
c) আলাপন বন্দ্যোপাধ্যায়
d) অমিত মিত্র
সঠিক উত্তর a)- মমতা ব্যানার্জি
* এই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রয়েছে।
4. যৌথ সামরিক মহড়া 'Surya Kiran-XV' উত্তরাখণ্ডের পিথোরাগড়ে অনুষ্ঠিত হবে। ভারত আর কোন দেশের মধ্যে এই যৌথ সামরিক মহড়া হবে?
a) ভুটান
b) বাংলাদেশ
c) নেপাল
d) চীন
সঠিক উত্তর c)- নেপাল
*2021-এ এটি 15 তম সংস্করণ।
5. ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড এর CMD পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
a) অমিত শ্রীবাস্তব
b) সীমা কোহলি
c) সুনীল অরোরা
d) আলকা নাঙ্গিয়া অরোরা
সঠিক উত্তর d)- আলকা নাঙ্গিয়া অরোরা
*NSIC 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
6. কোথায় ভারতের 61 তম 'Software Technology Park of India' উদ্বোধন করা হয়েছে?
a) আসাম
b) মনিপুর
c) নাগাল্যান্ড
d) ত্রিপুরা
সঠিক উত্তর c)- নাগাল্যান্ড
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• এটি নাগাল্যান্ডের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক।
• নাগাল্যান্ডের রাজধানী– কোহিমা।
• নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী– নেইফিউ রিও।
• নাগাল্যান্ডের রাজ্যপাল– আর.এন. রবি।
7. কে পশ্চিমবঙ্গের নতুন এডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হলেন?
a) শচীন শর্মা
b) হরিপদ চৌধুরী
c) নারায়ন মুখার্জি
d) সৌমেন্দ্র নাথ মুখার্জী
সঠিক উত্তর d)- সৌমেন্দ্র নাথ মুখার্জী
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• এর আগে ছিলেন কিশোর দত্ত।
• সংবিধানের 165 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল কর্তৃক এডভোকেট জেনারেল নিযুক্ত হন।
• পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকর।
8. 'Wonferchef' কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডর কে নিযুক্ত হলেন।
a) প্রিয়াঙ্কা চোপড়া
b) মাধুরী দীক্ষিত
c) শ্রদ্ধা কাপুর
d) কৃতি সানন
সঠিক উত্তর d)- কৃতি সানন
9. ‘Transforming Myself and Others' নামে পুস্তকটি সম্প্রতি প্রকাশিত হতে চলেছে। পুস্তকটির রচয়িতা কে?
a) ঝুম্পা লাহিরি
b) অমিতাভ ঘোষ
c) সালমান রুশদি
d) ধর্মেন্দ্র প্রধান
সঠিক উত্তর a)- ঝুম্পা লাহিরি
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
- ইনিএকজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা।
- 'Interpretation of Maladies' গ্রন্থের জন্য 2000 সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।
10. ‘International Red Panda Day'- কবে পালন করা হয়?
a) 17 সেপ্টেম্বর
b) 18 সেপ্টেম্বর
c) 19 সেপ্টেম্বর
d) কুড়ি সেপ্টেম্বর
সঠিক উত্তর b)- 18 সেপ্টেম্বর
*প্রথম পালন করা হয়েছিল 2010 সালে।