Daily Important Current Affairs - 20.09.2021

 Today current Affairs


1. কোন রাজ্য হস্তনির্মিত সোয়েটার, শাল, কার্পেট, মধু, ফল এবং মশলার জন্য শীঘ্রই  ই-কমার্স প্ল্যাটফর্ম আনতে চলেছে?  
a) হিমাচল প্রদেশ
b) অন্ধ্রপ্রদেশ 
c) উত্তর প্রদেশ 
d) মহারাষ্ট্র 
সঠিক উত্তর a) -  হিমাচল প্রদেশ
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
  • হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী - সিমলা।
  • হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী- ধর্মশালা।
  • হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী – জয়রাম ঠাকুর। 
  • হিমাচল প্রদেশের রাজ্যপাল – রাজেন্দ্র আরলেকর।

2. ' Sanghai Co-oparation Organization 2021 এ কোথায় আলোচনা সভা অনুষ্ঠিত হল?
a) উজবেকিস্তান
b) তাজাকিস্তান
c) পাকিস্তান 
d) ভারত 
সঠিক উত্তর b)-  তাজাকিস্তান

3. সম্রতি উত্তর প্রদেশের  কোন শহরের মেট্রো পরিষেবা চালু হতে চলেছে?
a) আগ্রা
b) কানপুর
c) লক্ষৌ
d) a and b
সঠিক উত্তর d)- a and b
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
উত্তর প্রদেশের রাজধানী লখনৌ।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 
উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।

4. সম্রতি মনোরমা মহাপাত্র প্রয়াত হলেন।  তিনি কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? 
a) সাংবাদিকতা
b) রাজনীতিবিদ
c) গায়ক
d) গবেষক 
সঠিক উত্তর a)- সাংবাদিকতা
* মনোরমা মহাপাত্র ওড়িয়া লেখিকা ও সাংবাদিক ছিলেন। 

5. সম্প্রতি কে  পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন?
a) উদ্ভব ঠাকরে
b) অমরিন্দর সিং
c) অরবিন্দ কেজরিওয়াল
d) নিতীশ কুমার 
সঠিক উত্তর b)- অমরিন্দর সিং

6. বিশ্ব জল পপর্যবেক্ষণ দিবস কবে পালিত হয়?
a) 17 সেপ্টেম্বর 
b) 18 সেপ্টেম্বর 
c) 19 সেপ্টেম্বর 
d) 20 সেপ্টেম্বর 
সঠিক উত্তর b)- 18 সেপ্টেম্বর 
*2021 এর থিম–'Valuing Water'

7. Adani Enterprise কোম্পানির CEO and Editor-in-Chief কে নিযুক্ত হলেন?
a) Pankaj Adani 
b) Sanjay Pugalia
c) Sanjay Adani
d) None of these
সঠিক উত্তর  b)- Sanjay Pugalia

8. কোন রাজ্যের 'Hethai Chilli and Tamehglolng Mandarin Orange' জি.আই ট্যাগ পেলো?
a) আসাম
b) মেঘালয় 
c) মনিপুর 
d) ত্রিপুরা 
সঠিক উত্তর c)-  মনিপুর
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
মনিপুরের রাজধানী –ইম্ফল।
মনিপুরের মুখ্যমন্ত্রী – বীরেন সিং।
মনিপুরের রাজ্যপাল – লা গনেশান।

9. Africa Food Prize 2021 ভারতের কোন সংস্থাকে প্রদান করা হয়েছে? 
a) IRCTC
b) ILO
c) SAIL
d) ICRISAT
সঠিক উত্তর d)- ICRISAT
*ICRISAT সম্পুর্ন নাম -Intrnational Crops Research Institute for Semi-Arid Tropies.

10. পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হতে চলেছেন?
a) অমরিন্দর সিং
b) চরনজিৎ সিং চাননি
c) অতুলপ্রসাদ সেন
d) সরদার সিং 
সঠিক উত্তর b)- চরনজিৎ সিং চাননি 
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন অমরিন্দর সিং।
পাঞ্জাবের রাজধানী চন্ডিগড় 
পাঞ্জাবের রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত।
চরনজিৎ সিং চাননি পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হতে চলেছেন



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad