Today current Affairs
1. কোন রাজ্য হস্তনির্মিত সোয়েটার, শাল, কার্পেট, মধু, ফল এবং মশলার জন্য শীঘ্রই ই-কমার্স প্ল্যাটফর্ম আনতে চলেছে?
a) হিমাচল প্রদেশ
b) অন্ধ্রপ্রদেশ
c) উত্তর প্রদেশ
d) মহারাষ্ট্র
সঠিক উত্তর a) - হিমাচল প্রদেশ
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
- হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী - সিমলা।
- হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী- ধর্মশালা।
- হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী – জয়রাম ঠাকুর।
- হিমাচল প্রদেশের রাজ্যপাল – রাজেন্দ্র আরলেকর।
2. ' Sanghai Co-oparation Organization 2021 এ কোথায় আলোচনা সভা অনুষ্ঠিত হল?
a) উজবেকিস্তান
b) তাজাকিস্তান
c) পাকিস্তান
d) ভারত
সঠিক উত্তর b)- তাজাকিস্তান
3. সম্রতি উত্তর প্রদেশের কোন শহরের মেট্রো পরিষেবা চালু হতে চলেছে?
a) আগ্রা
b) কানপুর
c) লক্ষৌ
d) a and b
সঠিক উত্তর d)- a and b
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• উত্তর প্রদেশের রাজধানী লখনৌ।
• উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
• উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।
4. সম্রতি মনোরমা মহাপাত্র প্রয়াত হলেন। তিনি কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন?
a) সাংবাদিকতা
b) রাজনীতিবিদ
c) গায়ক
d) গবেষক
সঠিক উত্তর a)- সাংবাদিকতা
* মনোরমা মহাপাত্র ওড়িয়া লেখিকা ও সাংবাদিক ছিলেন।
5. সম্প্রতি কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন?
a) উদ্ভব ঠাকরে
b) অমরিন্দর সিং
c) অরবিন্দ কেজরিওয়াল
d) নিতীশ কুমার
সঠিক উত্তর b)- অমরিন্দর সিং
6. বিশ্ব জল পপর্যবেক্ষণ দিবস কবে পালিত হয়?
a) 17 সেপ্টেম্বর
b) 18 সেপ্টেম্বর
c) 19 সেপ্টেম্বর
d) 20 সেপ্টেম্বর
সঠিক উত্তর b)- 18 সেপ্টেম্বর
*2021 এর থিম–'Valuing Water'
7. Adani Enterprise কোম্পানির CEO and Editor-in-Chief কে নিযুক্ত হলেন?
a) Pankaj Adani
b) Sanjay Pugalia
c) Sanjay Adani
d) None of these
সঠিক উত্তর b)- Sanjay Pugalia
8. কোন রাজ্যের 'Hethai Chilli and Tamehglolng Mandarin Orange' জি.আই ট্যাগ পেলো?
a) আসাম
b) মেঘালয়
c) মনিপুর
d) ত্রিপুরা
সঠিক উত্তর c)- মনিপুর
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• মনিপুরের রাজধানী –ইম্ফল।
• মনিপুরের মুখ্যমন্ত্রী – বীরেন সিং।
• মনিপুরের রাজ্যপাল – লা গনেশান।
9. Africa Food Prize 2021 ভারতের কোন সংস্থাকে প্রদান করা হয়েছে?
a) IRCTC
b) ILO
c) SAIL
d) ICRISAT
সঠিক উত্তর d)- ICRISAT
*ICRISAT সম্পুর্ন নাম -Intrnational Crops Research Institute for Semi-Arid Tropies.
10. পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হতে চলেছেন?
a) অমরিন্দর সিং
b) চরনজিৎ সিং চাননি
c) অতুলপ্রসাদ সেন
d) সরদার সিং
সঠিক উত্তর b)- চরনজিৎ সিং চাননি
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন অমরিন্দর সিং।
• পাঞ্জাবের রাজধানী চন্ডিগড়
• পাঞ্জাবের রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত।
• চরনজিৎ সিং চাননি পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হতে চলেছেন