Daily Important Current Affairs in bengali with Static GK - 21.09.2021

 কারেন্ট অ্যাফেয়ার্স-2021.09.21


1. ফেসবুক ইন্ডিয়া কাকে পাবলিক পলিসির প্রধান হিসেবে নিয়োগ করল?
a) মার্ক জাকারবার্গ 
b) রাজিব আগরওয়াল
c) সুন্দর পিচাই 
d) কোনোটিই না 
সঠিক উত্তর  b)– রাজিব আগরওয়াল
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:–
ফেসবুকের   CEO– মার্ক জাকারবার্গ। 
ফেসবুকের প্রতিষ্ঠা সাল– 2004
ফেসবুকের সদরদপ্তর– ক্যালিফোর্নিয়া। 
ফেসবুকের প্রতিষ্ঠাতা– মার্ক জাকারবার্গ।

2. কোন মন্ত্রণালয় 'EK PAHAL' নামে ক্যাম্পেইন চালু করেছে?
a) Ministry of health
b) Ministry of education
c) Ministry of finance
d) Ministry of law and justice
সঠিক উত্তর d)- Ministry of law and justice
* বর্তমানে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী হলেন কিরেন রিজিযু।

3. জাতীয় স্তরে 1500 মিটার দৌড়ে রেকর্ড করলেন হরমিলন কৌর বৈইন্স। তিনি কোন রাজ্যের বাসিন্দা? 
a) হরিয়ানা 
b) দিল্লি 
c) চন্ডিগড় 
d) পাঞ্জাব 
সঠিক উত্তর d)- পাঞ্জাব 
*4:05:39 তিনি রেসটি সম্পুর্ন করেন।
*2002 সালের সুনীতা রানির পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন।

4. কোন রাজ্য ক্যাটলি মাছকে রাজ্য মাছ (State Fish) হিসাবে ঘোষণা করেছে?
a) মেঘালয় 
b) আসাম 
c) সিকিম 
d) মনিপুর 
সঠিক উত্তর c)- সিকিম
*ক্যাটলি মাছের গুরুত্ব তুলে ধরতে ও সংরক্ষণ করতে এই ঘোষণা করেছে।

5. কোন ভারতীয় 70 তম দাবা গ্রান্ড মাস্টার হলেন? 
a) বিশ্বনাথ আনন্দ 
b) রাজা ঋত্বিক 
c) রমেশ ঋত্বিক 
d) কোনোটিই না 
সঠিক উত্তর b)-  রাজা ঋত্বিক 
*হাঙ্গেরি বুদাপেস্টে এই টুর্নামেন্টে আয়োজিত হয়েছিল।
*17 বছর বয়সী রাজা ঋত্বিক এই শিরোপা অর্জন করেছেন।

6. ফিনো পেমেন্টস ব্যাংক কাকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে নিযুক্ত করেছে?
a) অজিত কুমার 
b) রাহুল ত্রিপাঠী
c) পঙ্কজ ত্রিপাঠী
d) রাজিব কুমার 
সঠিক উত্তর  c)- পঙ্কজ ত্রিপাঠী
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:–
ফিনো পেমেন্ট ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র কুমার চৌহান।
প্রতিষ্ঠা সাল- 2006
এমডি এবং সিইও– ঋষি গুপ্ত। 
সদরদপ্তর– মুম্বাই 

7. 2021 স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জয়লাভ করলো?
a) রমা চৌধুরী 
b) পঙ্কজ আদবানী
c) বিশ্বনাথ আনন্দ
d) কোনোটিই না 
সঠিক উত্তর b)-  পঙ্কজ আদবানী
*এই নিয়ে তিনি টানা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছেন।

8. 'EMMY Awards 2021’ -এ ‘Best Drama Actor' কে হলেন?
a) Josh O'Connor
b) Janson Sudei kis
c) Jesn Smart
d) None of these
সঠিক উত্তর a)- Josh O’Connor

9. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী 'Shining Sikh Youth of India' নামক একটি পুস্তক প্রকাশ করলেন।
a) রাজনাথ সিং 
b) অনুরাগ ঠাকুর 
c) ধর্মেন্দ্রধর্মেন্দ্র প্রধান 
d) কিরেন রিজিযু
সঠিক উত্তর a)- রাজনাথ সিং
* শিখদের নবম গুরু তেগ বাহাদুর 400 তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বইটি প্রকাশ করলেন।

10. কোন কোম্পানি ‘PRAGATI' নামে মোবাইল অ্যাপ চালু করল?
a) LIC 
b) SBI
c) HDFC
d) AXIS BANK
সঠিক উত্তর a)- LIC
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:–
LIC এর সদরদপ্তর– মুম্বাই। 
প্রতিষ্ঠা সাল- 1956
চেয়ারম্যান – M.R. কুমার 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad