Current Affairs -22.09.2021
1. কোন দেশ Sanghai Co-operation Organization এর 9 তম স্থায়ী সদস্য হতে চলেছে?
a) সৌদি আরব
b) ইরান
c) ইরাক
d) আফগানিস্তান
সঠিক উত্তর b)- ইরান
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এর স্থায়ী সদস্য দেশের নাম গুলি হল- ভারত, চীন, রাশিয়া, তাজাকিস্থান, কাজাকিস্থান, উজবেকিস্থান, কিরগিজস্থান, পাকিস্থান এবং ইরান
• সদর দপ্তর– বেইজিং, চীন
• প্রতিষ্ঠা সাল– 2001
• মহাসচিব– ভ্লাদিমির নরভ
2. Global Innovation Index 2021 -এ ভারতের স্থান কত?
a) 40th
b) 42th
c) 44th
d) 46th
সঠিক উত্তর d)- 46th
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
*World Intellectual property কর্তৃক সূচকটি প্রকাশ করা হয়।
• 1st – সুইজারল্যান্ড
• 2nd – সুইডেন
• 3rd - আমেরিকা
3. আন্তর্জাতিক শান্তি দিবস( International day of Peace) কবে পালন করা হয়?
a) 20 সেপ্টেম্বর
b) 21 সেপ্টেম্বর
c) 22 সেপ্টেম্বর
d) 23 সেপ্টেম্বর
সঠিক উত্তরঃ b) -21 সেপ্টেম্বর
* 2021 এর Theme:- ‘Recovering better for an Equitable and Sustainable World.’
4. 2021 AMMY Award -এ Best Actress of Drama কে হলেন?
a) Olivia Colman
b) Jean Smart
c) Lucia Anicllo
d) Julianne Nicholas
সঠিক উত্তর a)- Olivia Colman
*এই পুরষ্কারটি আমেরিকার টেলিভিশন প্রোগ্রামারদের দেওয়া হয়।
5. দ্বিপাক্ষিক নৌ-মহড়া ‘সমুদ্র শক্তি’ ভারত ও কোন দেশের মধ্যে হয়ে থাকে?
a) ইন্দোনেশিয়া
b) মালয়েশিয়া
c) জাপান
d) সিঙ্গাপুর
সঠিক উত্তর a) – ইন্দোনেশিয়া
*2021-এ এটি তৃতীয় সংস্করণ।
* সেপ্টেম্বর 20 থেকে 22 তারিখ পর্যন্ত এই নৌমহড়া অনুষ্ঠিত হবে।
6. HDFC Bank কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের জন্য কোন পেমেন্ট ব্যাঙ্কের সাথে চুক্তি স্বাক্ষর করেছে?
a) এয়ারটেল পেমেন্ট ব্যাংক
b) পেটিএম পেমেন্ট ব্যাংক
c) ফিনোফিনো পেমেন্ট ব্যাঙ্ক
d) ইন্ডিয়ানইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক
সঠিক উত্তর b)- পেটিএম পেমেন্ট ব্যাংক
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• HDFC ব্যাংকের সদর দপ্তর-মহারাষ্ট্র।
• HDFC ব্যাংকের MD AND CEO- শশীধর জগদীশন।
• পেটিএম পেমেন্ট ব্যাংক এর সদর দপ্তর- উত্তর প্রদেশ।
• পেটিএম পেমেন্ট ব্যাংক এর CEO- বিজয় শেখর শর্মা।
7. জনপ্রিয় ফুটবল খেলোয়ার 'জিমি গ্রিভস' সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন দেশের ফুটবল প্লেয়ার ছিলেন?
a) অস্ট্রেলিয়া
b) ইংল্যান্ড
c) জার্মানি
d) আর্জেন্টিনা
সঠিক উত্তর b)- ইংল্যান্ড
8. সম্প্রতি অ্যাঞ্জেলা মার্কেল চ্যান্সেলর পদ থেকে রিজাইন দিয়েছেন? তিনি কোন দেশের চ্যান্সেলর ছিলেন?
a) জার্মানি
b) আর্জেন্টিনা
c) ইতালি
d) স্পেন
সঠিক উত্তর a) - জার্মানি
*দীর্ঘ 15 বছর তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
9. ‘The Three Khan’s: And the Emergence of the new India'- নামে পুস্তকটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটির রচয়িতা কে?
a) কৃষ্ণা রামজাই
b) কাবেরী রামজাই
c) গঙ্গা রামজাই
d) যমুনা রামজাই
সঠিক উত্তর b)– কাবেরী রামজাই
*বলিউড চলচিত্রের খ্যাতনামা তিন তারকা আমির খান, শাহরুখ খান, সালমান খান এদের জীবনের কাহিনি আলোচনা করা হয়েছে।
10. সম্প্রতি ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে IMF ও World Bank কোন দেশকে লোন দেওয়া থেকে স্থগিত রেখেছে?
a) পাকিস্থান
b) আফগানিস্তান
c) তুর্কেমিনিস্তান
d) কাজাকিস্তান
সঠিক উত্তর b)- আফগানিস্তান
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
IMF (International Monetary Fund)
• প্রতিষ্ঠাসাল – 1945
• সদরদপ্তর- ওয়াশিংটন ডিসি
• ম্যানেজিং ডিরেক্টর – Kristina Georgiava
World Bank
• প্রতিষ্ঠাসাল- 1944
• সদরদপ্তর - ওয়াশিংটন ডিসি
• President- David Malpas